৪:৫৪ অপরাহ্ন

রবিবার, ২২ ডিসেম্বর , ২০২৪
ads
ads
শিরোনাম
  • হোম
  • উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে শুরু হলো ইয়াস বাংলাদেশ ন্যাশনাল কংগ্রেস ২০২১
ads
প্রকাশ : অগাস্ট ২৫, ২০২১ ৫:৪৩ অপরাহ্ন
উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে শুরু হলো ইয়াস বাংলাদেশ ন্যাশনাল কংগ্রেস ২০২১
কৃষি বিভাগ
ইয়াস বাংলাদেশ

আজ ২৫শে আগস্ট ২০২১, আড়ম্বরপূর্ণ আনুষ্ঠানিকতার সাথে যাত্রা শুরু হয়ে গেলো ইয়াস বাংলাদেশ ন্যাশনাল কংগ্রেস ২০২১। উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইয়াস ওয়ার্ল্ড ‘র নবনির্বাচিত প্রেসিডেন্ট ফেসটুস সেপ্টিয়ান ইওসোফাট এবং ভাইস প্রেসিডেন্ট অফ ফিন্যান্স আব্দুলাহ আল মারুফ। এছাড়া ইয়াস ওয়ার্ল্ডের সাবেক কন্ট্রোল বোর্ড মেম্বার আয়া মউনিয়ার এবং ইয়াস এশিয়া প্যাসিফিকের রিজিওনাল ডিরেক্টর দেওয়া পুতু আধি।

বিকেল ৩ ঘটিকায় জাতীয় সংগীত, পবিত্র কোরআন থেকে তিলওয়াত ও পবিত্র গীতা থেকে পাঠ করার মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়েছিল। পরবর্তীতে ইয়াস বাংলাদেশের ন্যাশনাল ডিরেক্টর, ছালেহা খাতুন রিপ্তা তার শুভেচ্ছা বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন। পরবর্তীতে একে একে বক্তব্য রাখেন ইয়াস এশিয়া প্যাসিফিকের রিজিওনাল ডিরেক্টর দেওয়া পুতু আধি, ইয়াস ওয়ার্ল্ডের ভাইস প্রেসিডেন্ট অফ ফিন্যান্স আব্দুলাহ আল মারুফ, প্রেসিডেন্ট ফেসটুস ইওসোফাট এবং সাবেক কন্ট্রোল বোর্ড মেম্বার আয়া মউনিয়ার। সকলে ইয়াস বাংলাদেশের প্রত্যেক সদস্যকে উৎসাহ বজায় রেখে কাজ করে যাওয়ার জন্য অনুপ্রেরণা দেন।

ইয়াস ওয়ার্ল্ডের প্রেসিডেন্ট ফেসটুস ইওসোফাট তার বক্তব্যে আশাবাদ ব্যক্ত করেন যে, “ইয়াস বাংলাদেশও বর্তমানে আন্তর্জাতিক পর্যায়ে নেতৃত্ব দেওয়া দেশগুলোর মতো একটি দেশ হিসেবে শীঘ্রই আত্মপ্রকাশ করবে এবং তাদের সাফল্যের ধারা অব্যাহত রাখবে।“ বক্তব্য শেষে তিনি ন্যাশনাল কংগ্রেস ২০২১ উদ্বোধন ঘোষণা করেন।

এছাড়াও ইয়াস বাংলাদেশ ন্যাশনাল কংগ্রেস ২০২১ ‘র আনুষ্ঠানিক সকল স্পন্সরের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন। তাদের মধ্য থেকে নূর-ই-কুতুবুল আলম এগ্রিভিউ ২৪.কম থেকে এবং YPARD বাংলাদেশ এর পক্ষ থেকে ড. সুস্মিতা দাস উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের মূল আকর্ষ্ন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গার উপজেলা কৃষি কর্মকর্তা এবং কৃষি বায়স্কোপের প্রতিষ্ঠাতা তালহা জুবায়ের মাসরুর নিউটন। তিনি তার বক্তব্যে তরুণ প্রজন্মের প্রতি আশাবাদ ব্যক্ত করে বলেন, “পরবর্তীতে এ ধরনের কার্যক্রমে তিনি আরও যুক্ত হতে চান এবং শিক্ষার্থীদের যেকোন সহযোগিতায়ও তিনি পাশে থাকবেন বলে জানান। এছাড়া তিনি কৃষি বিষয়ে শিক্ষার্থীরা আরও অবদান রাখবেন; পাশাপাশি সরকারি, বেসরকারি, উদ্ভাবনী, উদ্যোক্তা যেকোন পর্যায়ে কৃষি স্নাতকদের দেখার আশাবাদ ব্যক্ত করেন।“

এছাড়াও অনুষ্ঠানে ইয়াস বাংলাদেশ বশেমুরবিপ্রবি থেকে লোকাল এডভাইসার হিসেবে উপস্থিত ছিলেন ড. জিলহাজ আহমেদ জুয়েল এবং ইয়াস বাংলাদেশ শেকৃবি থেকে উপস্থিত ছিলেন ড. আবুল হাসনাত এম. সোলায়মান। ন্যাশনাল এডভাইসার কমিটি থেকে যুক্ত ছিলেন ড. মোঃ মেহেদী হাসান খান এবং ড. মতিউল ইসলাম। তারা সকলেই উদ্বোধনী অনুষ্ঠানে যুক্ত হতে পেরে নিজেদের আনন্দ-উচ্ছাস প্রকাশ করেন এবং শিক্ষার্থীদের এভাবেই কাজ করে যাওয়ার জন্য অনুপ্রেরণা যোগান।

ইয়াস বাংলাদেশ ন্যাশনাল কংগ্রেস ২০২১ চলবে ৩১শে আগস্ট পর্যন্ত। এর মাঝেই ন্যাশনাল কংগ্রেসের জেনালের এসেম্বলি এবং চারদিনের ট্রেনিং সেশন সম্পন্ন হয়েছে। আজ সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে প্লেনারি সেশন শুরু হবে যেখানে ইয়াস বাংলাদেশ ন্যাশনাল কমিটির সকল সদস্য উপস্থিত থাকবেন।

আরো পড়ুনঃ ইয়াস বাংলাদেশ ন্যাশনাল কংগ্রেস ২০২১ এর ট্রেনিং সেশন শুরু হলো

শেয়ার করুন

ads

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিজ্ঞাপন

ads

বিজ্ঞাপন

ads

বিজ্ঞাপন

ads

বিজ্ঞাপন

ads

বিজ্ঞাপন

ads

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

ads

ফেসবুকে আমাদের দেখুন

ads

মুক্তমঞ্চ

scrolltop