কিশোরগঞ্জের কটিয়াদীর বাজারে নতুন পেঁয়াজ, কেজি ২০ টাকা
কৃষি বিভাগ
কিশোরগঞ্জের কটিয়াদীর হাটবাজারে আগাম জাতের নতুন পেঁয়াজ উঠতে শুরু করেছে। এতে কমতে শুরু করেছে পুরাতন দেশি পেঁয়াজের দামও। ফলে (টিসিবির) পেঁয়াজ খোলাবাজারে বিক্রির চাহিদাও কমে গেছে।
বৃহস্পতিবার (২৫ নভেম্বর) সকালে উপজেলার কৃষি সবজির বৃহৎ হাট জালালপুর নদীর বাঁধ হাটে গিয়ে দেখা যায়, প্রচুর নতুন পেঁয়াজ উঠেছে। তবে তা ছিল অপরিপক্ক। ভালো দামের আসায় আগেভাগেই হাটে নিয়ে এসেছেন কৃষকরা। নতুন পেঁয়াজের সাথে পাতাও বিক্রি হয় ভালো দামে। যার কারণে দুটি মিলিয়ে ভালো দাম পান কৃষকরা।
হাটে পাইকাররা এসে পেঁয়াজ কিনে নিয়ে যাচ্ছে। প্রতি কেজি নতুন পেঁয়াজ বিক্রি হচ্ছে ২০-৩০ টাকা কেজি দরে। বিকল্প হিসেবে পেঁয়াজের সাথে ফুলকা (পেঁয়াজের কলি) বিক্রি হচ্ছে ২০ টাকা আটি। পুরাতন দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৪৫-৫০ টাকা কেজি দরে। শহরের বাজারে নতুন পেঁয়াজ ও পাতার দাম কিছুটা বেশি দামে বিক্রি হয়।
বাজারে নতুন পেঁয়াজ নিয়ে আসা বিক্রেতা হানিফ বলেন, পেঁয়াজের পাতা ১৫-২০ টাকা কেজি দরে বিক্রি করছি। নতুন পেঁয়াজ ২০-৩০ টাকা কেজি বিক্রি হচ্ছে।
খুচরা ব্যবসায়ীদের সঙ্গে কথা হলে তারা জানান, দেশি পেঁয়াজের চাহিদা বাজারে বরাবরই ভালো ছিল। কিন্তু দাম বাড়ার কারণে অনেক ক্রেতা খোলাবাজারে আমদানি করা পেঁয়াজ কিনা শুরু করেন। এখন দেশি পেঁয়াজ ৪৫-৫০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। সামান্য উঠানামা হয়। বাজারে নতুন পেঁয়াজ পুরোপুরি উঠতে শুরু করলে পুরাতন পেঁয়াজের দাম আরও কমে যাবে।