কুমিল্লায় ফসলি জমিতে কীটনাশক ব্যবহারে স্বাস্থ্যঝুঁকিতে কৃষকরা
কৃষি বিভাগ
নিরাপত্তার ব্যবস্থা নিশ্চিত না করে ফসলি জমিতে কীটনাশক ছড়ানোর কারণে স্বাস্থ্যঝুঁকিতে রয়েছে কুমিল্লার কৃষকরা। কীটনাশক প্রয়োগের সময় স্বাস্থ্যঝুঁকি এড়াতে অবশ্যই কিছু নিয়ম মানা জরুরি হলেও কৃষকরা এসবের তোয়াক্কা করছেন না।এর ফলে শ্বাসকষ্ট ও কিডনির রোগসহ বিভিন্ন অসুখে আক্রান্ত হওয়ার ঝুঁকিতে রয়েছেন তারা।
কুমিল্লা জেলায় চাষাবাদের সময় জমিতে ব্যবহার করা হয় কীটনাশক। যা পোঁকা-মাকড় দমনে ব্যবহার করা হলেও সঠিক উপায়ে ও পরিমাণমত এসব কীটনাশকের ব্যবহার জানা নেই তাদের।তাই অতিরিক্ত কীটনাশক ছিটানোর কারণে বেশীরভাগই কৃষকদের জন্য তা ক্ষতিকর। সে সব নিয়মের তোয়াক্কা করছেন না কৃষকরা।
ফলে বিভিন্ন জটিল রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকিতে রয়েছেন তারা। কিন্তু এ ব্যাপারে উদাসীনতা দূর হচ্ছে না।
কুমিল্লা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মিজানুর রহমান বলেন, ক্ষেতে কীটনাশক দেয়ার সময় স্বাস্থ্য নিরাপদ রাখতে বিভিন্ন নিয়মকানুন মানার জন্য কৃষকদের উদ্বুদ্ধ করা হচ্ছে। কিন্তু তা কোন কাজেই আসছে না।
কীটনাশকের ব্যবহার কমানোর চেষ্টা চলছে বলে জানিয়েছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।