গাইবান্ধার চরাঞ্চলে মিষ্টি কুমড়ার চাষ
কৃষি বিভাগ
গাইবান্ধার চরাঞ্চলে বালুর মধ্যে পলিমাটি ফেলে মিষ্টিকুমড়ার চাষ করছেন কৃষকরা। ফলনও হচ্ছে ভালো। বগুড়ার পল্লী উন্নয়ন একাডেমির তত্ত্বাবধানে চরাঞ্চলে এই মিষ্টিকুমড়ার চাষ চলছে। তবে বাম্পার ফলন হলেও ন্যায্য দাম পাওয়া নিয়ে শঙ্কায় কৃৃষকরা।
গাইবান্ধার ফুলছড়ি, সাঘাটা, সুন্দরগঞ্জ ও সদর উপজেলার চরগুলোতে এখন শুধুই সবুজের ক্ষেত। চরের বালুর মধ্যে গর্ত করে উর্বর পলিমাটি ফেলে শতশত বিঘা জমিতে হচ্ছে মিষ্টি কুমড়ার চাষ। এসব চরে কাজল, ব্ল্যাক সুইট, কালো মানিক ও বিউটি জাতের মিষ্টিকুমড়ার চাষ করছেন কৃষকরা।
নতুন এই পদ্ধতিতে মিষ্টিকুমড়া চাষ করে বাম্পার ফলন পাচ্ছেন চাষীরা। তবে চরাঞ্চলে অনুন্নত যোগাযোগ ব্যবস্থার কারণে মিষ্টিকুমড়ার ন্যায্য দাম পাওয়া নিয়ে শঙ্কায় তারা।
জেলার চারটি উপজেলার ১৫টি ইউনিয়নের চরগুলোতে মিষ্টিকুমড়া চাষের এই কার্যক্রম তত্ত্বাবধান করছে বগুড়া পল্লী উন্নয়ন একাডেমি।
গাইবান্ধার ১২৫টি ছোট-বড় চরে চলছে এই পদ্ধতির মিষ্টিকুমড়ার চাষ।