গোপালগঞ্জে বাড়ছে সরিষার আবাদ
কৃষি বিভাগ
গোপালগঞ্জে এবার বেড়েছে সরিষার চাষ। খরচ কম আর লাভ বেশি হওয়ায়, সরিষা চাষে ঝুঁকছেন জেলার কৃষকরা। অনুকূল আবহাওয়া ও রোগবালাই কম হওয়ায়, গতবছরের তুলনায় এবার সরিষার ফলনও বেশি হবার আশা করছে কৃষি বিভাগ।
যেদিকে চোখ যায় বিস্তীর্ণ মাঠজুড়ে কেবলই সরিষার চাষ। এমন দৃশ্য গোপালগঞ্জের মাঠে-মাঠে। জেলা সদর, টুঙ্গিপাড়া, কাশিয়ানী, কোটালীপাড়া ও মুকসুদপুর উপজেলার বিস্তীর্ণ মাঠজুড়ে বারি ১৪ ও ১৮ জাতের সরিষা চাষ করেছেন কৃষকরা।
তারা জানান, সরিষা চাষে লাভ বেশি। এছাড়া একই জমিতে সরিষার পাশাপাশি মসুরি, মটরসহ অন্যান্য ফসলও ফলছে। তাই এবছর সরিষার আবাদ বেড়েছে।
সরিষা ক্ষেতের এই শোভা আরও বাড়িয়ে তুলেছে মৌমাছির দল। শীত মৌসুমে সরিষা ক্ষেতে বাণিজ্যিকভাবে মধুও চাষ করা হয়। হলুদের এই সমারোহ ঘুরে দেখতে আসছেন অনেকে।
গোপালগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. অরবিন্দু কুমার রায় জানালেন, সরিষার চাষের অনুকূল পরিবেশ থাকায় এবার বাম্পার ফলন হবে।
এবছর গোপালগঞ্জে ৫ হাজার হেক্টর জমিতে সরিষার চাষ করা হয়েছে।