চাঁপাইনবাবগঞ্জে বেড়েছে তুলা চাষ
কৃষি বিভাগ
চাঁপাইনবাবগঞ্জে বাণিজ্যিকভাবে তুলা চাষে সফল হয়েছেন চাষিরা। বরেন্দ্র অঞ্চলের অনাবাদী ও উঁচু জমিতে ধানের বিকল্প হিসেবে তুলা চাষে আগ্রহ বাড়ছে কৃষকদের। চলতি বছর প্রায় ৩’শ বিঘা জমিতে তুলার চাষ হয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, তুলা চাষ লাভজনক ও পরিবেশ বান্ধব।
চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার পূর্ব লক্ষনপুর গ্রামের সাঁওতাল যুবক জুসেন টুডু। বাবার জমি থাকলেও, সেচ সংকটের কারণে ঠিকমত ধানচাষ করতে পারতেন না। কৃষি বিষয়ে ডিপ্লোমা করা এই যুবক সেই জমিতে তুলার চাষ করে সফল হয়েছেন। টুডুর মতো অনেক কৃষক এখন ধানের ধানের পরিবর্তে বিনা সেচে তুলা চাষ করছেন।
সংশ্লিষ্ঠরা বলছেন, বরেন্দ্র এলাকার কৃষি অর্থনীতি ও কর্মসংস্থানের নতুন সুযোগ সৃষ্টি হতে পারে তুলার বাণিজ্যিক চাষাবাদ। তাই তুলার চাষাবাদ বাড়াতে সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছে তুলা উন্নয়ন বোর্ড।
গবেষকরা বলছেন, পানি সাশ্রয়ী ও পরিবেশ বান্ধব ফসল হওয়ায় বরেন্দ্র অঞ্চলের মাটি ও আবহাওয়া তুলা চাষের জন্য উপযোগী।
তিনি আরও জানান, দেশে প্রতিবছর তুলার চাহিদার মাত্র ২ থেকে ৩ শতাংশ উৎপাদিত হয়। এ অবস্থায় আমদানি নির্ভরতা কমাতে বরেন্দ্র অঞ্চলের উঁচু ও অনাবাদী জমি হতে পারে তুলা চাষের নতুন সম্ভাবনার দিগন্ত।