চৈত্রের বৃষ্টিতে কুড়িগ্রামের আলুচাষিদের সর্বনাশ
কৃষি বিভাগ
কুড়িগ্রামে চৈত্র মাসের ভারী বৃষ্টিতে আলুর ব্যাপক ক্ষতি হয়েছে। পানি জমায় জেলার প্রায় ২৪৫ হেক্টর জমির আলু পঁচে গেছে। শ্যালো মেশিন দিয়ে পানি সরিয়েও জমির আলু বাঁচাতে পারেনি তারা। হতাশায় সময় কাটছে কৃষকের।
জেলা কৃষি বিভাগ জানিয়েছে, ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকা করে প্রণোদনার আওতায় আনা হবে।
চলতি মৌসুমে কুড়িগ্রাম জেলায় ৫ হাজার ৬শ হেক্টর জমিতে আলু চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হলেও চাষ হয়েছে ৫ হাজার ৭শ হেক্টর জমিতে। এর মধ্যে সদর উপজেলায় হয়েছে ১হাজার ৩৪৫ হেক্টর জমিতে।
কুড়িগ্রাম সদর উপজেলাতেই ক্ষতিগ্রস্ত হয়েছে ২৪৫ হেক্টর জমির আলু। বিপাকে পড়েছেন কৃষক। ধারদেনা করে আলু চাষ করে দিশেহারা তারা।
দীর্ঘদিন ধরে বাজারে আলুর দাম বেশি থাকায় অনেকে অন্যান্য আবাদ বাদ দিয়ে ঝুঁকে পড়েছিলেন আলু চাষে। বেশির ভাগ কৃষক জমি থেকে আলু তুলে ফেললেও কিছু বাকী ছিলো। কিন্তু বৃষ্টিতে জমিতে পানি জমায় নষ্ট হয়ে গেছে সেসব আলু।
কৃষকরা জানালেন, প্রথম দফায় আলু চাষিরা লাভবান হলেও দ্বিতীয় দফায় যারা আলু চাষ করেছেন তার বেশি লোকসানের শিকার হয়েছেন।
কুড়িগ্রাম কৃষি সম্প্রসারণ বিভাগের উপ পরিচালক কৃষিবিদ মো. আব্দুর রশীদ বলেন, ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকা প্রস্তুত করতে কাজ করেছে কৃষি বিভাগ। তাদেরকে আউশ মৌসুমে সরকারি প্রণোদনায় অন্তর্ভুক্ত করা হবে।