ঝিনাইদহে ড্রাগন চাষে সফলতা
কৃষি বিভাগ
ঝিনাইদহের মাটি ও আবহাওয়া বিদেশী ফল ড্রাগন চাষের উপযোগী হওয়ায় সেখানে এর আবাদ দিনদিন বাড়ছে। এই ফল বিক্রি করে লাভবান হচ্ছেন চাষীরা। আর, চাষ বাড়তে থাকায় হচ্ছে নতুন কর্মসংস্থান। পুষ্টিসমৃদ্ধ এই বিদেশী ফলের আবাদ বাড়াতে প্রয়োজনীয় পরামর্শ দেয়া হচ্ছে বলে জানিয়েছে কৃষি বিভাগ।
বিদেশি ফল ড্রাগন চাষে দিন দিন আগ্রহ বাড়ছে ঝিনাইদহের চাষীদের মাঝে। জেলা সদর, কোটচাঁদপুর, মহেশপুর ও কালীগঞ্জসহ ছয়টি উপজেলার বিভিন্ন গ্রামে বাণিজ্যিক ভিত্তিতে ড্রাগন চাষ করে লাভবান হয়েছেন চাষিরা। স্থানীয় চাহিদা মিটিয়ে বিভিন্ন জেলায় বিক্রি হচ্ছে এই ফল।
কৃষকরা জানালেন, এক বিঘা জমিতে ড্রাগন চাষ করতে খরচ হয় এক লাখ টাকা। উৎপাদিত ফল বিক্রি করে ৫ লাখ টাকা আয় করা সম্ভব হয়।
ড্রাগন চাষ করে একদিকে বেকার যুবকরা যেমন স্বাবলম্বী হয়েছেন, তেমনি এই ফলের বাগানে কাজ করে জীবিকা নির্বাহ করছেন অনেক শ্রমিক।
উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জানালেন, ড্রাগন একটি পুষ্টিগুন সমৃদ্ধ ফল। আর এর চাষও লাভজনক। তাই এর চাষ বাড়াতে কৃষকদের পরামর্শ দেয়া হচ্ছে। ঝিনাইদহে এবছর ১৫০ হেক্টর জমিতে ড্রাগনের আবাদ হয়েছে।