পটুয়াখালীতে পরিত্যক্ত জলাশয়ে মাছ চাষ
মৎস্য
পরিত্যক্ত জলাশয় খনন করে তাতে মাছ চাষ শুরু করেছে মৎস্য বিভাগ। পটুয়াখালীতে এমন ২৬টি খাল ও জলাশয়ে মাছ চাষ হচ্ছে। এতে যেমন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে তেমিন অভ্যন্তরীন উৎস্যগুলোতে মাছের উৎপাদনও বেড়েছে। শুস্ক মওসুমে এসব জলাশয়ের পানি চাষাবাদে ব্যবহার হচ্ছে।
পটুয়াখালীসহ দক্ষিণ উপকূলে জালের মত ছড়িয়ে ছিটিয়ে আছে খাল ও জলাশয়। তবে দীর্ঘদিন খনন না করায় বেশিরভাগই ভরাট হয়েছে। সম্প্রতি মৎস্য বিভাগ পরিত্যক্ত এসব জলাশয় খনন করার উদ্যোগ নেয়। মৎস্য চাষ সম্প্রসারণ প্রকল্পের মাধ্যমে জেলার বিভিন্ন উপজেলায় ২৬ টি খাল এবং পুকুর পুনঃখনন করা হয়েছে।
বর্তমানে এসব জলাশয়ে স্থানীয়দের অংশিদারিত্বের ভিত্তিতে চলছে মাছ চাষ। আর খালের পাড়ে চলছে বিভিন্ন শাক সবজীর চাষাবাদ। ফলে করোনা মহামারিতে কাজ হারানো অনেক বেকার যুবকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে।
মৎস্য বিভাগ বলছে, পুনঃখনন হওয়া খাল ও জলাশয়গুলো যাতে মাছ চাষের পাশপাশি কৃষি ও মানুষের দৈনন্দিন কাজে ব্যবহার করা যায় সেজন্য এই পদক্ষেপ নেয়া হয়। এসব খালের পানি প্রবাহ সচল করতে পারলে মৎস্য উৎপাদন বৃদ্ধি ও জমিতে সেচ দেয়া সম্ভব হবে।