বাকৃবির ৬৩ তম প্রতিষ্ঠাদিবস পালিত
ক্যাম্পাস
মো.শাহীন সরদার, বাকৃবি প্রতিনিধি: শোকের মাস হওয়ায় অনাড়ম্বর আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ৬৩তম প্রতিষ্ঠাদিবস পালিত হয়েছে। দিবসটি উদযাপন উপলক্ষে শোভাযাত্রা, ব্রহ্মপুত্র নদে মাছের পোনা অবমুক্তকরণ এবং ফলজ ও বনজ গাছের চারা বিতরণসহ দিনব্যাপী নানা অনুষ্ঠানের আয়োজন করে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা দিবস বাস্তবায়ন কমিটি।
পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের পাশে ব্রহ্মপুত্র নদে মাছের পোনা অবমুক্ত করা হয়। আবাসিক হল গুলোতে বৃক্ষরোপণের জন্য হল প্রাধ্যক্ষদের কাছে বৃক্ষের চারা হস্তান্তর করা হয়।
সকাল ১০ টার দিকে বিশ্ববিদ্যালয়ের সৈয়দ নজরুল ইসলাম সম্মেলন কক্ষে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের অর্জন, ‘শিক্ষা,গবেষণা ও উদ্ভাবিত প্রযুক্তি’ শিরোনামে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় স্ব স্ব অনুষদীয় গবেষণা, অর্জন ও ভবিষ্যত পরিকল্পনা বিষয়ে উপাস্থাপনা করেন বিভিন্ন অনুষদের ডিনবৃন্দ।
এসময় দেশের কৃষির উন্নয়নে বাকৃবির অবদান তুলে ধরে উপাচার্য বলেন, বাংলাদেশ এখন খাদ্যে স্বয়ংসম্পর্ণ। একসময় সাত কোটি মানুষের খাবারের জোগান দেওয়া কষ্টসাধ্য ছিল। তবে এখন ১৮ কোটি মানুষ পেট ভরে খেতে পারে। এই অবদানের পেছনে রয়েছে বাকৃবি ও এর গ্রাজুয়েটরা। পূর্বে বছরে ২বার ধান উৎপাদন হলেও এখন তা ৩বারে উন্নীত হয়েছে। পূর্র্বে খড়া, অতিবৃষ্টি, শিলাববৃষ্টি এবং বন্যাসহ নানা প্রাকৃতিক দুর্যোগে ফসলের প্রচুর ক্ষয়ক্ষতি হতো। এখন কৃষকরা জানেন এগুলো কিভাবে মোকাবেলা করতে হয়।