বিশ্বের সবচেয়ে ছোট জাতের গরু ‘পুঙ্গানুর’ বিলুপ্তির পথে
প্রাণিসম্পদ
বর্তমানে সারা বিশ্বে পুঙ্গানুর জাতের গরু আছে মাত্র ৬০-৭০টি।আর এটি বিশ্বের সবচেয়ে ছোট জাতের গরু বলে পরিচিত। কালে প্রবাহে এটি এখন বিলপ্তির পথে।
জানা যায়, একসময় ভারতের অন্ধ্রপ্রদেশের বাড়িতে বাড়িতে এ গরুর দেখা মিলতো। এ রাজ্যের পুঙ্গানুর শহরের নামেই গরুটির নামকরণ করা হয়। এ জাতের পূর্ণবয়স্ক গরুর উচ্চতা হয় মাত্র আড়াই ফুটের মতো। কম খাদ্য প্রয়োজন বলে একসময় অন্ধ্রপ্রদেশের দরিদ্র জনগোষ্ঠীতে খুব জনপ্রিয় ছিলো এ গরু। এখন কেবল সরকারি কিছু খামারে এর দেখা মেলে।
ভারতের কৃষি মন্ত্রণালয় বলছে, কৃষকরা বেশি লাভজনক বড় গরুর দিকে ঝোঁকায় হারিয়ে যাচ্ছে স্থানীয় জাতের পুঙ্গানুর গরু। অবশ্য ছোট আকৃতির কারণে অনেক ধনী পরিবারে কুকুর-বিড়ালের বদলে গৃহপালিত প্রাণী হিসেবে এর চাহিদা বাড়ছে বলেও তারা জানায়।