মাদারীপুরে আমন ধানের বাম্পার ফলন
কৃষি বিভাগ
আবহাওয়া অনুকল থাকায় এবার মাদারীপুরে রোপা আমন ধানের বাম্পার ফলন হয়েছে। কৃষকরা এখন ব্যস্ত সময় পার করছেন ধান কাটা, মাড়াই ও ঘরে তোলায়। বাজারে ভালো দাম পাওয়ায় হাসি ফুটেছে তাদের মুখে।
মাদারীপুর জেলার পাঁচটি উপজেলার সবগুলোতেই রোপা আমন ধানের আবাদ হয়ে থাকে। কৃষকরা জমির পাট কাটার পর সেখানে রোপা আমন বুনেন। প্রায় চার মাস আবাদের পর এখন তাদের ব্যস্ততা ধান কাটা, মাড়াই ও ঘরে তোলা নিয়ে। এরই মধ্যে ৭০ভাগ জমির ধান কাটা শেষ হয়েছে।
উচ্চ ফলনশীল জাতের এই ধান চাষে এবার আবহাওয়া অনুকূলে থাকায় ও কোনো রোগবালাই না হওয়ায় ফলন ভালো হয়েছে। কৃষকরা জানায়, এ বছর কাঙ্খিত ফলন ঘরে তুলতে পারবেন তারা। বাজারে ভালো দাম থাকায় লাভও হবে বেশ ভালো।
কালকিনি উপজেলা কৃষি কর্মকর্তা জানালেন, রোপা আমন ধান চাষে কৃষকদের সহযোগিতা করতে বিনামূল্যে সার ও বীজ দেয়া হয়েছে।
জেলা কৃষি কর্মকর্তা জানালেন, আবহাওয়া অনুকূল থাকায় এবং প্রণোদনা কার্যক্রম চালু রাখায় এবারে লক্ষ্যমাত্রার চাইতেও বেশি রোপা আমন ধানের আবাদ হয়েছে।
কৃষি অফিসের তথ্য অনুযায়ি, এবছর জেলায় ১৩ হাজার ৩১ হেক্টর জমিতে রোপা আমন ধান চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিলো। তবে আবাদ হয়েছে তার চাইতেও বেশি জমিতে।