মুক্তা চাষে সফল ডিপ্লোমা ইঞ্জিনিয়ার মামুন
কৃষি গবেষনা
অনিক আহমেদ: মুক্তা চাষে সাফল্যের নজির গড়েছেন পাবনার আটঘরিয়ার ভরতপুরের উদ্যোক্তা মোহাম্মদ আল মামুন। এই উদ্যোগে ব্যাপক সম্ভাবনা দেখছেন তিনি। আগ্রহীদেরকে কৃত্রিম উপায়ে মুক্তা চাষের কৌশল সম্পর্কে ধারণাও দিচ্ছেন ।
মুক্তা চাষ; বহু পুরোনা এক চাষ ব্যবস্থা হলেও চাষী পর্যায়ে তেমন ছড়ায়নি এই উদ্যোগ। মৎস্য গবেষণা ইন্সটিটিউটের প্রকল্প ও গবেষণার আওতায়ই রয়ে গেছে যুগের পর যুগ।
এই মুক্তা চাষেই সাফল্যের নজির গড়েছেন ডিপ্লোমা ইঞ্জিনিয়ার মোহাম্মদ আল মামুন। চাকরির পাশাপাশি বাড়তি আয়ের পথ খুঁজতে গিয়েই এই উদ্যোগে আগ্রহ জন্মে তার। মৎস্য গবেষণা ইনস্টিটিউটে প্রশিক্ষণ নিয়ে নেমে পড়েন ঝিনুকের দেহে কৃত্রিম উপায়ে মুক্তা তৈরির সৃজনশীল কাজে।
৪০ শতাংশের পুকুরে ১০ মাস আগে ২ হাজার ২’শ ঝিনুকে মুক্তা চাষের জন্য প্রস্তুত করেন। এরই মধ্যে পেয়ে গেছেন ১ হাজার ডিজাইন মুক্তা। বিনিয়োগের তুলনায় লাভ বহুগুণ।
মুক্তা চাষ এখন সহজ ও দারুণ সম্ভাবনাময় উদ্যোগ মামুনের কাছে। আগ্রহী উদ্যোক্তাদেরকে পুরো কৌশল শেখাতেও প্রস্তুত তিনি। এরই মধ্যে মুক্তা চাষে আগ্রহী হয়েছেন স্থানীয় অনেক তরুণ।