৮:২৮ অপরাহ্ন

রবিবার, ২২ ডিসেম্বর , ২০২৪
ads
ads
শিরোনাম
  • হোম
  • লেয়ারের বাচ্চা পালনে যেসব ব্যবস্থা গ্রহণ করা জরুরী
ads
প্রকাশ : মার্চ ১, ২০২৩ ২:৫৮ অপরাহ্ন
লেয়ারের বাচ্চা পালনে যেসব ব্যবস্থা গ্রহণ করা জরুরী
পোলট্রি

লেয়ারের বাচ্চা পালনে যেসব ব্যবস্থা গ্রহণ করতে হবে সেগুলো খামারিদের সঠিকভাবে জেনে খামার শুরু করতে হবে। লেয়ার খামারে উৎপাদন ঠিক রাখার জন্য বাচ্চার যত্ন নেওয়া জরুরী। বাচ্চার ভিত্তিতেই খামারের উৎপাদন অনেক ক্ষেত্রেই নির্ভর করে থাকে।

লেয়ারের বাচ্চা পালনে যেসব ব্যবস্থা গ্রহণ করতে হবেঃ
বাতাস চলাচলঃ
বাচ্চার যাতে ঠান্ডা না লাগে সে জন্য সীমিতভাবে বাতাস চলাচলের ব্যবস্থা রাখতে হয়।
ছোট ঘরের উপরিভাগে দূষিত বাতাস বের হওয়ার জন্য ফাঁকা জায়গা রাখা হয়।
ঘরের দূষিত বাতাস বের হওয়া এবং বিশুদ্ধ বাতাস প্রবেশের জন্য বাতাস চলাচলের প্রয়োজন।
ঘরের আর্দ্রতাঃ

মেঝেতে যে লিটার বিছানো হয় তার আর্দ্রতা শতকরা ২০ ভাগ থাকা উচিত। লিটারের আর্দ্রতা কমে গেলে মুরগির দেহের জলীয় অংশ শুষে নেয়, ফলে ডিহাইড্রেশন হয়। লিটারের আর্দ্রতা বেশি হলে ঘরে এ্যামোনিয়ার উৎপাদন বৃদ্ধি পায় এবং মুরগির শ্বাস-কষ্টজনিত সমস্যা হয়।

লিটার ব্যবস্থাপনাঃ
ভিজা লিটার তাৎক্ষণিকভাবে সরিয়ে নেয়া।
শুকনো মেঝেতে ১ থেকে ২ ইঞ্চি পুরু করে লিটার সামগ্রী বিছানোর পর ব্রুডার গার্ড, হোভার এবং হিটিং সরঞ্জাম বসানোর ব্যবস্থা করতে হবে। লিটার জমাট বাঁধতে না দেয়া। খাঁচায় বাচ্চা ব্রুডিং করলে মেঝেতে লিটার বসানোর প্রয়োজন নেই। সরাসরি ব্রুডার খাঁচা স্থাপন করতে হয়।

খাদ্য ব্যবস্থাপনাঃ
প্রথম দুই দিন বিছানো কাগজের উপর গম বা ভূট্টা ভাঙ্গা বা চালের ক্ষুদ।
তৃতীয় দিন হতে ছয় সপ্তাহ পর্যন্ত সুষম বা সম্পূর্ণ ষ্টার্টার খাদ্য।
তৃতীয় দিন পাত্রে ষ্টার্টার রেশন দেয়া শুরু।
চতুর্থ দিন কাগজের উপর খাদ্য দেয়া বন্ধ করতে হবে।
পানি ব্যবস্থাপনাঃ

প্রাথমিভাবে ৪ থেকে ৫ ঘণ্টা গ্লুকোজ বা চিনি মিশ্রিত পানি প্রদান।
পরবর্তিতে ৩ দিন ভিটামিন মিশ্রিত পানি প্রদান।
ব্রুডারের তাপে পানি গরম হতে দেওয়া, কখনও ঠান্ডা পানি প্রদান করা উচিত নয়।

শেয়ার করুন

ads

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিজ্ঞাপন

ads

বিজ্ঞাপন

ads

বিজ্ঞাপন

ads

বিজ্ঞাপন

ads

বিজ্ঞাপন

ads

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

ads

ফেসবুকে আমাদের দেখুন

ads

মুক্তমঞ্চ

scrolltop