বাগেরহাটে ব্যাগিং পদ্ধতিতে বেগুন চাষ
কৃষি বিভাগ
ব্যাগিং পদ্ধতিতে বিষমুক্ত বেগুন চাষ করে লাভবান হচ্ছেন বাগেরহাটের কৃষকরা। পোকামাকড়ের হাত থেকে রক্ষা করতে পারছেন ফলন। ফলে এই পদ্ধতিতে আবাদে আগ্রহ বাড়ছে অনেকের। বাজারে চাহিদা থাকায় এসব বেগুন বিক্রি করে বেশ লাভ হচ্ছে চাষীদের।
কিছুদিন আগেও পোকামাকড়ের কারণে বেগুন চাষ করা নিয়ে শঙ্কায় থাকতে হতো বাগেরহাটের কৃষকদের। কিন্তু কৃষি বিভাগের পরামর্শে ব্যাগিং পদ্ধতিতে বিষমুক্ত বেগুন চাষ করে শঙ্কামুক্ত হয়েছেন তারা। এতে পোকার আক্রমণ কমে যাওয়ার পাশাপাশি ফলনও হচ্ছে ভালো। ফলে স্থানীয় বাজারে মিটছে বেগুনের চাহিদা।
চলতি মৌসুমে বাগেরহাটের ৯টি উপজেলায় ৭’শ ৬৭ হেক্টর জমিতে বেগুনের চাষ হয়েছে। এরমধ্যে সদর, কচুয়া ও ফকিরহাটে ৭০ হেক্টর জমিতে ব্যাগিং পদ্ধতিতে বিষমুক্ত বেগুন চাষ করে সাফল্য পেয়েছেন কৃষকরা। তারা বলেছেন, এই পদ্ধতিতে খরচও হয় কম।
স্থানীয় জনপ্রতিনিধি বললেন, বিষমুক্ত বেগুনের চাহিদা থাকায় কৃষকরা লাভবান হচ্ছে। আর কৃষি কর্মকর্তারা জানালেন, ভালো ফলনের আশায় অনেকে এই পদ্ধতির জন্য পরামর্শ নিচ্ছেন।
আগামী মৌসুমে ব্যাগিং পদ্ধতিতে বেগুন চাষ আরও বাড়বে বলে ধারণা কৃষি কর্মকর্তাদের।