মুরগীর খামার গড়তে আদর্শ স্থান নির্বাচনের উপায়
পোলট্রি
যারা নতুন করে মুরগীর খামার গড়তে চাচ্ছেন তাদের খামার শুরু করার পূর্বে প্রথমেই মাথায় রাখতে হবে একটি আদর্শ স্থান নির্বাচন করা। কারন একটি খামার গড়ার পূর্ব সর্ত হোল ভাল একটি স্থান নির্বাচন করা।
মুরগির খামার স্থাপনের ক্ষেত্রে স্থান নির্বাচনের বিবেচ্য বিষয়সমুহঃ-
মুরগি খামার তৈরির জন্য নির্বাচিত স্থান বড় রাস্তা থেকে একটু দূরে হতে হবে।
লোকালয় বা আবাসিক ঘন বসতি এলাকা হতে দূরে।
অন্য মুরগি খামার বা প্রানীর ঘর থেকে নিরাপদ দূরত্বে হতে হবে।
পর্যাপ্ত আলো-বাতাসযুক্ত খোলামেলা পরিবেশ হতে হবে।
শব্দ সৃষ্টিকারী ও দুষিত গ্যাস বা বর্জ্য নির্গমনকারী শিল্প প্রতিষ্ঠান থেকে দূরে হতে হবে।
বন্যামুক্ত উঁচু জায়গায় যার আশেপাশে পানি থাকে না এমন স্থান।
বসতবাড়ি, গোয়ালঘর ও আবর্জনার স্তুপ থেকে দূরে।
ঝোপঝাড় নেই কিন্তু বড় গাছপালা আছে এমন স্থানে।
যাতায়াতের সুবিধা থাকতে হবে।
যেখানে বিদ্যুৎ সরবরাহের ব্যবস্থা থাকতে হবে।
বিশুদ্ধ পানি সরবরাহের ব্যবস্থা থাকতে হবে।
বাজারজাতকরনের সুবিধা থাকতে হবে।
মুরগির বাচ্চা ও মুরগী পালনের কাঁচামালের সহজ লভ্যতা থাকতে হবে।
মুরগি পালন পদ্ধতিঃ-
মুরগি আবদ্ধ অবস্থায় তিন পদ্ধতিতে পালন করা যায়। যথাঃ-
ক) লিটার পদ্ধতি
খ) মাচা পদ্ধতি
গ) খাঁচা পদ্ধতি
লিটারে মুরগি পালন পদ্ধতিঃ-
লিটার পদ্ধতিতে মুরগির ঘরের মেঝেতে লিটার বিছিয়ে পালন করা হয়।
কাঠের গুড়া বা ধানের তুষ দিয়ে বা এ দু’টো এক সাথে মিশিয়ে লিটার হিসেবে, ব্যবহার করা হয়।