জুনেই বাজারে আসবে চাঁপাইনবাবগঞ্জের সুস্বাদু আম
প্রাণ ও প্রকৃতি
চাঁপাইনবাবগঞ্জের সুস্বাদু ফল আমের দেখা মিলবে জুনের প্রথম সপ্তাহে। শেষ মুহূর্তের পরিচর্যায় ব্যস্ত মালিক ও ব্যবসায়ীরা। তবে বাগান মালিকরা খরার কারণে চলতি মৌসুমে উৎপাদন খানিকটা কম হবার আশঙ্কা জানিয়েছেন।
আমের রাজধানী খ্যাত চাঁপাইনবাবগঞ্জের বাগানগুলোতে ল্যাংড়া, ফজলি, গোপালভোগ, আশ্বিনাসহ হরেক জাতের আম থোকায় থোকায় ঝুলছে বাগানে । তিন সপ্তাহের মধ্যে কিছু জাতের আম পরিপক্ক হয়ে বিক্রির জন্য বাজারে উঠতে শুরু করবে।
রাজা আমকে বলা হয় এই অঞ্চলের প্রধান অর্থকারী ফসল। যদিও ক্ষরার কারণে চলতি মৌসুমে আমের উৎপাদন খানিকটা কম হওয়ার কথা জানান বাগান মালিক ও ব্যবসায়ীরা।
এ অবস্থায় পোকার আক্রমণ ও আম ঝরে পড়া রোধে নানা পরামর্শ দিচ্ছেন ফল গবেষক ও চাঁপাইনবাবগঞ্জের আঞ্চলিক উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্রের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. হরিদাস চন্দ্র মহন্ত।
চাঁপাইনবাবগঞ্জ কৃষি-সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. নজরুল ইসলাম জানান, এখানকার আম দেশের বাইরে যাবে, সেই প্রক্রিয়াও শুরু হয়েছে।
কৃষি বিভাগ চলতি বছরে এ জেলায় ৩৪ হাজার ৭’শ ৭৮ হেক্টর জমির বাগানে আড়াই লাখ মেট্রিক টন আম উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে।