৪:৩৪ পূর্বাহ্ন

রবিবার, ১৭ নভেম্বর , ২০২৪
ads
ads
শিরোনাম
প্রকাশ : অগাস্ট ১৬, ২০২৩ ৭:৩১ অপরাহ্ন
বাকৃবি লেকচারার অ্যাসিসট্যান্ট প্রফেসর’স ফোরামের  বিরুদ্ধে অভিযোগ
ক্যাম্পাস

বাকৃবি প্রতিনিধিঃ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) লেকচারার অ্যাসিসট্যান্ট প্রফেসর’স ফোরামের বিগত কার্যিনর্বাহী কমিটি মেয়াদ শেষ হয়েছে গত ৩১জুলাই।  মেয়াদোত্তীর্ণ হওয়ার পরেও পুনরায় ৩য় সাধারণ সভার মুলতবি সভা ডেকেছে গত ২০২২-২৩ কার্যনির্বাহী কমিটি। গত কার্যিনর্বাহী কমিটির এমন অনিয়মে অভিযোগ করে প্রতিবাদ জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের ফার্মাকোলজি বিভাগের প্রভাষক পপি খাতুন।

অভিযোগপত্রে পপি খাতুন বলেন, লেকচারার অ্যাসিসট্যান্ট প্রফেসর’স ফোরামের গত কার্যিনর্বাহী কমিটি, সাংগঠনিক ক্ষমতার অপব্যবহার করে পূর্বে সংঘঠিত ৩য় সাধারণ সভার মুলতবি সভা পুনরায় আগামী ১৭ আগস্ট ডেকেছেন। পাশাপাশি সংগঠনটির গঠনতন্ত্রের অনুচ্ছেদ ১২ অনুযায়ী নতুন কার্যিনর্বাহী কমিটির দায়িত্বভার হস্তান্তর ও গ্রহণ প্রক্রিয়া কোন ক্রমেই জুলাই মাস অতিক্রম করবে না। কিন্তু সদ্য সাবেক কমিটি আগস্টের মাঝামাঝি সময় পর্যন্তও পরবর্তী ২০২৩-২৪ বছরের জন্য নতুন কোন কমিটি গঠন করেনি।

অভিযোগকারী আরোও বলেন , ১৯ সদস্য বিশিষ্ট সদ্য সাবেক কমিটি শুরু থেকেই বিতর্কিত ছিল। গঠনতন্ত্রের অনুচ্ছেদ ৭ এর ২য় প্যারা অনুযায়ী বিষয়বস্তু নির্বাচনী কমিটির কোন সদস্য পরবর্তীতে কার্যিনর্বাহী কমিটির সদস্য পদ ব্যতীত অন্য কোন সম্পাদকীয় পদে অন্তর্ভুক্ত হতে পারবেন না। এদিকে বিগত কমিটির সভাপতি ফিজিওলজি বিভাগের সহকারী অধ্যাপক খালেদ মাহমুদ সুজন গত ২০২১-২২ কার্যিনর্বাহী কমিটির বিষয়বস্তু নির্বাচন কমিটির একজন সদস্য হয়েও পরবর্তী কমিটির সভাপতির পদ দখল করেন। যা সংগঠনটির গঠনতন্ত্রের অবমাননা করেছে।

লেকচারার অ্যাসিসট্যান্ট প্রফেসর’স ফোরামের সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক মো. আশিক মিয়া বলেন, গত ২৩ জুলাই বিষয়বস্তু নির্বাচনী কমিটি গঠন করার জন্য সাধারণ সভার আয়োজন করা হয়৷ কিন্তু ওই কমিটিতে বিষয়বস্তু নির্বাচনী কমিটির সদস্যা সংখ্যা আগের মতো বহাল থাকবে নাকি বৃদ্ধি করা হবে এই বিষয় নিয়ে মতবিরোধ তৈরি হয়। এক পর্যায়ে সভার পরিস্থিতি প্রতিকূলে চলে গেলে আমরা সভাটি স্থগিত করতে বাধ্য হই৷ পরবর্তীতে পরিস্থিতি অনুযায়ী সেই স্থগিত সভাটি পুনরায় ১৭ আগস্টে ডাকা হয়। বিষয়বস্তু নির্বাচনী কমিটির মাধ্যমে নতুন কমিটি তৈরি করাই এ সভা আয়োজনের মূল উদ্দেশ্য। তবে ফোরামের গঠতন্ত্রের ১২-ধারা বর্ণনা করতে গিয়ে তিনি বলেন, ধারাটি অসম্পূর্ণ রয়েছে। ৩১ জুলাইয়ের মধ্যে নতুন কমিটি দেওয়ার কথা বলা হলেও কোনো কারণে তা অতিক্রম করলে কি করতে হবে তার কোনো বর্ণনা দেওয়া নেই।

উল্লেখ্য, লেকচারার অ্যাসিসট্যান্ট প্রফেসর’স ফোরাম বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) একটি অরাজনৈতিক, অসাম্প্রদায়িক এবং প্রগতিশীল সংগঠন। সংগঠনটির আদর্শ ও উদ্দেশ্য হল ন্যায়নীতির ভিত্তিতে প্রভাষক ও সহকারী অধ্যাপকদের স্বার্থ সংরক্ষণের মাধ্যমে তাদের প্রত্যাশিত ভূমিকার নিশ্চয়তা বিধান করা।

শেয়ার করুন

প্রকাশ : অগাস্ট ১৫, ২০২৩ ১২:১৬ অপরাহ্ন
জাতীয় শোক দিবস উপলক্ষে বাকৃবিতে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা
ক্যাম্পাস

দীন মোহাম্মদ দীনু: যথাযথ মর্যাদা এবং ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) জাতীয় শোক দিবস ২০২৩ পালিত হয়েছে। জাতীয় দিবস উদযাপন কমিটির আয়োজনে দিবসটি পালন উপলক্ষে মঙ্গলবার ১৫ আগস্ট (মঙ্গলবার) সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা অর্ধনমিত ও কালো পতাকা উত্তোলন করা হয়। দিবসটি পালন উপলক্ষে সকাল ৮টায় বাকৃবি হ্যালিপ্যাড থেকে বঙ্গবন্ধু স্মৃতিচত্বর পর্যন্ত র‌্যালি শেষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে বিশ্ববিদ্যালয়ের পক্ষে পুষ্পস্তবক অর্পণ করেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এমদাদুল হক চৌধুরী। এসময় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এমদাদুল হক চৌধুরী বলেন, পৃথিবীর জঘন্যতম এই হত্যাকান্ডের নিন্দা জানানোর ভাষা আমার কাছে নেই। বর্বর পাকিস্তানিদের নির্মম হত্যাকান্ডের চেয়েও জঘন্যতম এ হত্যাকান্ড ঘটেছে আজকের এই দিনে। সারা বিশ্বের বাঙালি জাতি এই দিনটিকে ঘৃণাভরে স্মরণ করে। যার জন্ম না হলে বাংলাদেশ স্বাধীন হতো না তাকে যখন হত্যা করা হয় তখন এর দায় শুধু কিছু পথভ্রষ্ট ব্যক্তির উপর নয় বরং সমগ্র জাতির উপরে পড়ে। তিনি আরোও বলেন, বঙ্গবন্ধু আকাশের মত। বঙ্গবন্ধুর সাথে কারো তুলনা চলে না। তিনি এতই উঁচু যে তাঁকে ধরা বা ছোঁয়া যায় না।
এ সময় তিনি বঙ্গবন্ধু ও তার পরিবারসহ ১৫ আগস্টে সকল শহীদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন। এ সময় জাতীয় দিবস উদযাপন কমিটির সভাপতি ও ছাত্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মোঃ হারুন-অর-রশিদ এর সভাপতিত্বে ও শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক প্রফেসর ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম এর সঞ্চালনায় জাতীয় দিবস উদযাপন কমিটি ও প্রক্টর কার্যালয়, ডিন কাউন্সিলের আহবায়ক, শিক্ষক সমিতি, অফিসার পরিষদ, প্রভোস্ট কাউন্সিলের আহবায়ক এবং বিভিন্ন হলের প্রভোস্টবৃন্দ, গণতান্ত্রিক শিক্ষক ফোরাম, মুক্তিযোদ্ধা সংসদ, নীল দল, বাংলাদেশ ছাত্রলীগ, মহিলা সংঘ, বাউরেস, আমরা মুক্তিযোদ্ধার সন্তান বাকৃবি প্রাতিষ্ঠানিক কমান্ড, কৃষিবিদ ইনস্টিটিউশন, বঙ্গবন্ধু কৃষিবিদ পরিষদ, সাংবাদিক সমিতি, তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ, কারিগরি কর্মচারী সমিতি ও চতুর্থ শ্রেণী কর্মচারী সমিতি, পিএইচডি স্টুডেন্ট অ্যাসোসিয়েশন, বিজ্ঞান সংঘ, ডিবেটিং সংঘ, সাহিত্য সংঘ, উইমেন্স সাইক্লিং ক্লাব, ওয়ান বাংলাদেশ, কৃষি বিশ্ববিদ্যালয় হাই স্কুল, কে.বি. সরকারী প্রাথমিক বিদ্যালয়, মুক্তিযোদ্ধা স্মৃতি বিদ্যালয়, শিশু নিকেতন, শিশু বাগ, মর্নিং সান কিন্ডার গার্ডেনসহ বিভিন্ন সামাজিক, রাজনৈতিক, পেশাজীবী ও স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারীরা পুষ্পস্তবক অর্পণ করেন।
এসময় আরোও বক্তব্য রাখেন, ডিন কাউন্সিলের আহবায়ক প্রফেসর ড. মোঃ আবুল মনসুর, শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. মুহাম্মদ আসলাম আলী এবং প্রক্টর প্রফেসর ড. মোঃ আজহারুল ইসলাম। এছাড়া জাতীয় শোক দিবস পালন উপলক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সংগঠন কর্তৃক দোয়া ও মিলাদ মাহফিল, দুস্থদের মাঝে খাবার বিতরণসহ বিভিন্ন কর্মসূচি গ্রহন করা হয়েছে।
শেয়ার করুন

প্রকাশ : অগাস্ট ১৪, ২০২৩ ৩:২৮ অপরাহ্ন
বাকৃবিতে ডেঙ্গু প্রতিরোধকল্পে সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে র‍্যালি ও সেমিনার অনুষ্ঠিত
ক্যাম্পাস

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ডেঙ্গু প্রতিরোধ কমিটির আয়োজনে ১৪ আগস্ট (সোমবার) সকাল সাড়ে ১১টায় ডেঙ্গু প্রতিরোধে সামাজিক সচেতনতা বৃদ্ধি, এডিস মশা নিয়ন্ত্রণ ও পরিচ্ছন্নতা অভিযান উপলক্ষে র‌্যালি ও সেমিনার অনুষ্ঠিত হয়েছে। র‌্যালিটি বিশ্ববিদ্যালয় প্রশাসনিক ভবন থেকে শুরু হয়ে প্রধান সড়ক অতিক্রম করে শিল্পাচার্য জয়নুল আবেদীন মিলনায়তনে শেষ হয় এবং পরে ১২টায় শিল্পাচার্য জয়নুল আবেদীন মিলনায়তনে সেমিনার অনুষ্ঠিত হয়।
ডেঙ্গু প্রতিরোধ কমিটির সভাপতি প্রফেসর ড. মোহাম্মদ মনিরুজ্জামান এর সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাইস-চ্যান্সেলরের দায়িত্বপ্রাপ্ত এবং কৃষি প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ মঞ্জুরুল আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মোঃ হারুন-অর-রশিদ।


সেমিনারে প্রফেসর ড. মোঃ মঞ্জুরুল আলম বলেন, ডেঙ্গু প্রতিরোধের প্রধান উপায় হচ্ছে মানসিক সচেতনতা, ডেঙ্গু প্রতিরোধের বৈজ্ঞানিক উপায়গুলো রক্ষা করা এবং নিজ আশেপাশের পরিবেশের রক্ষা করা। ছাত্র নেতৃবৃন্দ নিজ হলসমূহ, ডিন মহোদয় এবং বিভাগীয় প্রধানগণ নিজ বিভাগ এবং রেজিস্টার মহোদয় নিজ আওতাধীন অফিস সমূহসহ প্রতিটি ব্যক্তি নিজ বাড়িঘর এবং আশেপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্নতা রেখে ডেঙ্গু প্রতিরোধমূলক সচেতনতা বৃদ্ধি করতে হবে। জলবায়ু পরিবর্তনের সাথে নিজেদের সচেতনতা বৃদ্ধি করে নিজেদেরকে রক্ষা করতে হবে।
বায়োটেকনোলজি বিভাগের প্রফেসর ড. মোঃ শহিদুল ইসলাম এর সঞ্চালনায় সেমিনারে শুভেচ্ছা বক্তব্য রাখেন ডিন কাউন্সিলের আহবায়ক প্রফেসর ড. মোঃ আবুল মনসুর এবং স্বাগত বক্তব্য রাখেন ডেঙ্গু প্রতিরোধ কমিটির সদস্য-সচিব ডাঃ মোঃ শাহাদাৎ হোসেন। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্যারাসাইটোলজি বিভাগের প্রফেসর ড. তাহসিন ফারজানা। এছাড়াও সেমিনারে ডেঙ্গু প্রতিরোধ বিষয়ে মুক্ত আলোচনায় বক্তব্য রাখেন রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) কৃষিবিদ মোঃ অলিউল্লাহ, প্যারাসাইটোলজি বিভাগের প্রফেসর ড. মোঃ সহিদুজ্জামান, কীটতত্ত্ব বিভাগের প্রফেসর ড. গোপাল দাস, কীটতত্ত্ব বিভাগের প্রফেসর ড. মোহাম্মদ তোফাজ্জল হোসেন, ছাত্রলীগের সভাপতি খন্দকার তায়েফুর রহমান রিয়াদ, চীফ মেডিকেল অফিসার (ভারপ্রাপ্ত) ডাঃ মোঃ সাঈদুর রহমান।
‘ডেঙ্গুকে নয় ভয়, সচেতনতা করবে জয়’ এই স্লোগানকে সামনে রেখে আয়োজিত এ র‌্যালি ও সেমিনারে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, ছাত্র-ছাত্রী, কর্মকর্তা, কর্মচারীবৃন্দসহ বিশ্ববিদ্যালয়ে অবস্থিত স্কুল এবং কলেজের শিক্ষক ছাত্র-ছাত্রীবৃন্দ অংশগ্রহণ করেন।

শেয়ার করুন

প্রকাশ : অগাস্ট ১০, ২০২৩ ৯:৩৭ অপরাহ্ন
বাকৃবিতে স্ট্যাটিসটিক্যাল প্যাকেজ ফর এমএস স্টুডেন্টস ইন এগ্রিকালচার’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালার সনদ বিতরণী অনুষ্ঠিত
ক্যাম্পাস

কৃষিবিদ দীন মোহাম্মদ দীনু: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) ‘স্ট্যাটিসটিক্যাল প্যাকেজ ফর এমএস স্টুডেন্টস ইন এগ্রিকালচার’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালার সনদ বিতরণী অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১০ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের এগ্রোমেটিওরোলজি বিভাগের সম্মেলনে কক্ষে উক্ত প্রশিক্ষণের আয়োজন করা হয়।

এগ্রোমেটিওরোলজি বিভাগের প্রধান অধ্যাপক ড. আরিফ হাসান খান রবিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাকৃবি উপাচার্য অধ্যাপক ড. এমদাদুল হক চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উচ্চ শিক্ষা ও গবেষণা কমিটির কো অর্ডিনেটর অধ্যাপক ড. আবু হাদী নূর আলী খান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ‘এগ্রোমেটিওরোলজিক্যাল ইনফরমেশন সিস্টেমস ডেভেলপমেন্ট’ প্রজেক্টের প্রধান শাহ কামাল খান।

জানা যায়, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগে স্নাতকোত্তর অধ্যয়নরত ৪৬ জন শিক্ষার্থীদের জন্য কৃষিজ স্ট্যাটিক্যাল প্যাকেজ প্রশিক্ষণ আয়োজন করে এগ্রোমেটেরিওলজি বিভাগ। এর মধ্যে জুলাই সেশনে ২৫ জন ও আগস্ট সেশনে ২১ জন অংশগ্রহণ করেন। প্রতি সেশনে ৮ দিনব্যাপী কর্মশালায় মিনিট্যাব, আর ও এসপিএসএস বিষয়ে হাতে কলমে প্রশিক্ষণ প্রদান করা হয়।

শেয়ার করুন

প্রকাশ : অগাস্ট ৯, ২০২৩ ২:১৬ অপরাহ্ন
পাবলিক বিশ্ববিদ্যালয়ের নবীন শিক্ষকদের ২৯তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন
ক্যাম্পাস

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন এর অর্থায়নে এবং গ্র্যাজুয়েট ট্রেনিং ইন্সটিটিউট (জিটিআই) এর পরিচালনায় পাবলিক বিশ্ববিদ্যালয়ের নবীন শিক্ষকদের পেশাগত দক্ষতা উন্নয়নের লক্ষ্যে ২৯তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী ০৯ আগস্ট (বুধবার) সকাল ১০টায় জিটিআই শ্রেণী কক্ষে অনুষ্ঠিত হয়েছে।
জিটিআই এর পরিচালক প্রফেসর ড. বেনতুল মাওয়া এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলরের দায়িত্বপ্রাপ্ত এবং কৃষি প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ মঞ্জুরুল আলম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন যথাক্রমে ভেটেরিনারি অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ আব্দুল আউয়াল, ছাত্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মোঃ হারুন-অর-রশিদ এবং জিটিআই এর সাবেক পরিচালক প্রফেসর ড. মোজাহার আলী।


প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর ড. মোঃ মঞ্জুরুল আলম বলেন, জিটিআই কর্তৃক পরিচালিত পাবলিক বিশ্ববিদ্যালয়ের বুনয়াদি প্রশিক্ষণ কোর্স সারাদেশে ব্যাপক সমাদৃত। দক্ষ শিক্ষক একটি বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিত্ব করে। চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলায় সঠিক পাঠদানের জন্য দক্ষ শিক্ষকের বিকল্প নাই। প্রশিক্ষণ লব্দ অভিজ্ঞতা নিজ প্রতিষ্ঠান পরিচালনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আমি আশা করব, আপনারা দক্ষতার সাথে শিক্ষা কার্যক্রম পরিচালনা করে দেশের বিশ্ববিদ্যালয় গুলোকে জাতির বিবেক হিসেবে দাঁড়া করাবেন।
অনুষ্ঠানে কোর্স কো-অর্ডিনেটর প্রফেসর ড. মোঃ মোজাম্মেল হক এর সঞ্চালনায় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. মুহাম্মদ আসলাম আলী এবং সিনিয়র কোর্স কো-অর্ডিনেটর প্রফেসর ড. মাছুমা হাবিব।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) কৃষিবিদ মোঃ অলিউল্লাহ, জিটিআই এর সাবেক পরিচালক প্রফেসর ড. এম. নজরুল ইসলাম, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক প্রফেসর ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম, জনসংযোগ ও প্রকাশনা দফতরের উপ-পরিচালক কৃষিবিদ দীন মোহাম্মদ দীনু এবং প্রশিক্ষণার্থীসহ আমন্ত্রিত অতিথিবৃন্দ।


উল্লেখ্য, ০৯ আগস্ট হতে ০৪ সেপ্টেম্বর পর্যন্ত ২৭দিন ব্যাপি এ প্রশিক্ষণ কোর্সে ২০টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের মোট ২০জন শিক্ষক অংশগ্রহণ করেন।

শেয়ার করুন

প্রকাশ : অগাস্ট ৫, ২০২৩ ৭:২৪ অপরাহ্ন
সিভাসু কেন্দ্রে কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষা ২০২২-২০২৩ অনুষ্ঠিত
ক্যাম্পাস

কৃষিবিজ্ঞান বিষয়ে ডিগ্রি প্রদানকারী ৮টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ পদ্ধতিতে ২০২২-২০২৩ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষা আজ ৫ আগস্ট শনিবার সকাল সাড়ে ১১টায় সারাদেশে একযোগে অনুষ্ঠিত হয়েছে।

গুচ্ছ পদ্বতির এই পরীক্ষার মাধ্যমে ৮টি বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য একক মেধা তালিকা প্রকাশ করা হবে। বিশ্ববিদ্যালয়গুলো হলো- চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু), বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি), বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয় ও হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়।

ভর্তি পরীক্ষায় সিভাসু কেন্দ্রে ২০০১ জন পরীক্ষার্থীর মধ্যে উপস্থিত ছিলেন ১৭২৫ জন। উপস্থিতির হার ছিল ৮৬.২১ শতাংশ। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় উপকেন্দ্রে ৪৬২৯ জন পরীক্ষার্থীর মধ্যে উপস্থিত ছিলেন ৩৬৬৭ জন। উপস্থিতির হার ৭৯.২২ শতাংশ।

সিভাসু ক্যাম্পাসে অনুষ্ঠিত ভর্তি পরীক্ষা পরিদর্শন করেন সিভাসু’র উপাচার্য প্রফেসর ড. এএসএম লুৎফুল আহসান, কোষাধ্যক্ষ প্রফেসর ড. মো: কামাল, রেজিস্ট্রার মীর্জা ফারুক ইমাম, পরিচালক (ছাত্রকল্যাণ) ড. সুব্রত কুমার শীল, প্রক্টর প্রফেসর ড. মোহাম্মদ মেজবাহ উদ্দিন, সমন্বয়ক (উচ্চশিক্ষা) প্রফেসর ড. ওমর ফারুক মিয়াজী, প্রফেসর ড. পরিতোষ কুমার বিশ্বাস, প্রফেসর ড. মো: মাসুদুজ্জামান, প্রফেসর ড. জান্নাতারা খাতুন, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. মিঠু চৌধুরী।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় উপকেন্দ্রে পরীক্ষা গ্রহণের দায়িত্বে ছিলেন ফিশারিজ অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ নূরুল আবছার খান, ফুড সায়েন্স ও টেকনোলজি অনুষদের ডিন প্রফেসর ড. মো: আশরাফ আলি বিশ্বাস এবং ভেটেরিনারি মেডিসিন অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ লুৎফুর রহমান।

পরীক্ষা সুন্দরভাবে অনুষ্ঠিত হওয়ায় সিভাসু’র উপাচার্য প্রফেসর ড. এএসএম লুৎফুল আহসান সন্তোষ প্রকাশ করেন এবং সংশ্লিষ্ট সকলের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন।

শেয়ার করুন

প্রকাশ : অগাস্ট ৫, ২০২৩ ৭:০০ অপরাহ্ন
খুবিতে কুয়াসের উদ্যোগে ন্যাচার বেসড সল্যুশন বুট ক্যাম্প অনুষ্ঠিত
কৃষি গবেষনা

‘খুলনা বিশ্ববিদ্যালয় এসোসিয়েশন অফ স্টুডেন্টস ইন এগ্রিকালচারাল এন্ড রিলেটেড সাইন্স’ (কুয়াস) ক্লাবের উদ্যোগে ‘Nature based Solution Boot-Camp’ শীর্ষক সেমিনার নুষ্ঠিত হয়েছে। শনিবার (৫ আগস্ট) স্থাপত্য ডিসিপ্লিনের উঠানে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

‘প্রকৃতিভিত্তিক সমাধান’ এ প্রতিযোগিতায় খুলনা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ডিসিপ্লিন থেকে মোট ১৫ টি দল অংশগ্রহণ করে। এতে প্রথম ও দ্বিতীয় দল হিসেবে নাম লেখায় ব্যাক স্পেসার ও রিসাইকেল পিয়েল।

উল্লেখ্য, টিম রিসাইকেল পিয়েল-বায়োএনজাইম-বিষাক্ত রাসায়নিক ক্লিনজারের চূড়ান্ত প্রাকৃতিক সমাধান দেখান। ‘সবুজ ফিল্টার’ : একটি বায়োইনস্পায়ারড কম খরচে কম শক্তি চালিত জল ডিস্যালিনেশন মেকানিজম গ্রিন মস ব্যবহার করে তাদের প্রাকৃতিক সমাধান দেখান ক্যাম্পের শীর্ষ দল ব্যাক স্পেসার।

আয়োজক সূত্রে জানা যায়, বিশ্ববিদ্যালয় রাউন্ডে বিজয়ীরা ন্যাশনাল রাউন্ডে অংশগ্রহণ করবেন এবং সেখানকার বিজয়ীরা নেদারল্যান্ডসের ওয়েনিংগেন ইউনিভার্সিটি এন্ড রিসার্চ এর শিক্ষার্থীদের সাথে প্রতিযোগিতায় অংশ নেওয়ার সুযোগ পাবেন।

অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনা ও সঞ্চালনায় ছিলেন কুয়াস এর সভাপতি অভিজিৎ কুমার পাল। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক পরিচালক প্রফেসর মো. শরীফ হাসান লিমন।

অনুষ্ঠানে বিচারক হিসেবে ছিলেন এগ্রোটেকনোলজি ডিসিপ্লিনের প্রফেসর ড. মতিউল ইসলাম, এনভায়রনমেন্টাল সায়েন্স ডিসিপ্লিনের প্রফেসর ড. মাসুদুর রহমান ও বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিনেের প্রফেসর ড.কাজী মুহাম্মাদ দিদারুল ইসলাম।

অতিথিরা বলেন, শিক্ষার্থীদের পড়ালেখার পাশাপাশি কো-কারিকুলার এক্টিভিটি বাড়াতে হবে। তাদের ভাবনা থেকেই নতুন কিছু সৃষ্টি হবে। তারা মনে করেন শিক্ষার্থীদের ভাবনাকে বাস্তবে রূপ দিতে এই ক্লাব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে।

মোঃ আমিনুল খান

শেয়ার করুন

প্রকাশ : অগাস্ট ৫, ২০২৩ ২:১৯ অপরাহ্ন
বাকৃবিতে সুষ্ঠুভাবে কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষা সম্পন্ন
ক্যাম্পাস

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) ২০২২-২৩ শিক্ষাবর্ষের কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। ০৫ আগস্ট (শনিবার) সকাল ১১:৩০মিনিট হতে ১২:৩০মিনিট পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ভবন, কেন্দ্রীয় লাইব্রেরি, ক্যাম্পাস প্রাঙ্গনে অবস্থিত স্কুল ও কলেজে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এবার পরীক্ষা আয়োজনের সার্বিক ততত্ত্বাবধানে ছিল সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় (সিকৃবি)।

ভর্তি পরীক্ষা চলাকালীন পরীক্ষা কেন্দ্রের বিভিন্ন কক্ষ পরিদর্শন করেন ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এমদাদুল হক চৌধুরী, ছাত্রবিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মোঃ হারুন-অর-রশিদ, রেজিস্ট্রার কৃষিবিদ মোঃ অলিউল্লাহসহ প্রশাসনিক বিভিন্ন দায়িত্বপ্রাপ্ত ব্যাক্তিবর্গ ও গণমাধ্যমের প্রতিনিধিগণ।
এবার ভর্তি পরীক্ষায় বাকৃবি কেন্দ্রে ২১টি অঞ্চলে ২৪৬টি কক্ষে ১২৬২০জন পরীক্ষার্থীর আসন ব্যাবস্থাপনা হয়েছে। পরীক্ষায় প্রশ্ন ফাঁসসহ কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি। পরীক্ষার সার্বিক বিষয়ে ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এমদাদুল হক চৌধুরী বলেন, অত্যন্ত সুন্দর ও সুষ্ঠু পরিবেশে পরীক্ষা সম্পন্ন হয়েছে। গুচ্ছ পদ্ধতিতে পরীক্ষা আয়োজনের ফলে শিক্ষার্থী এবং অভিভাবকদের সময় ও কষ্ট লাঘব হয়েছে।
উল্লেখ্য, এবার ০৮টি কৃষি বিশ্ববিদ্যালয়ে ৩৫৪৮টি আসনের বিপরীতে মোট পরীক্ষার্থীর সংখ্যা ৮১২১৯জন। ০৩টি উপ-কেন্দ্রসহ মোট ১১টি কেন্দ্রে (বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় কেন্দ্র, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় কেন্দ্র, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় কেন্দ্র, চট্রগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয় কেন্দ্র, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় কেন্দ্র, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয় কেন্দ্র, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্র, হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় কেন্দ্র, ঢাকা বিশ্ববিদ্যালয় উপ-কেন্দ্র, জগন্নাথ বিশ্ববিদ্যালয় উপ-কেন্দ্র এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় উপ-কেন্দ্র) একযোগে গুচ্ছ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

শেয়ার করুন

প্রকাশ : অগাস্ট ১, ২০২৩ ১০:১১ অপরাহ্ন
টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে বাকৃবি ভিসির শ্রদ্ধা
ক্যাম্পাস

কৃষিবিদ দীন মোহাম্মদ দীনু: গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় নতুন ভাইস-চ্যান্সেলর (ভিসি) প্রফেসর ড. এমদাদুল হক চৌধুরী ।

মঙ্গলবার (১ আগস্ট) সকালে জাতির পিতার সমাধিতে পুষ্পমাল্য অর্পণ শেষে ফাতেহা পাঠের পর তিনি বঙ্গবন্ধু ও ৭৫ এর ১৫ আগস্টের শহীদের আত্মার শান্তি কামনায় বিশেষ মোনাজাতে অংশ নেন। তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাফল্য কামনায়ও প্রার্থনা করেন।

এ সময় উপস্থিত ছিলেন- বাকৃবির ছাত্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. হারুন অর রশীদ , শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. আসলাম আলী , সাধারণ সম্পাদক প্রফেসর ড. জাহাঙ্গীর আলম, বাউরেস পরিচালক প্রফেসর ড. জয়নাল আবেদীন , গণতান্ত্রিক শিক্ষক ফোরাম সভাপতি প্রফেসর ড. কাজী শাহানারা আহমেদ, নীল দলের প্রফেসর মোহাম্মদ সাজ্জাদ হোসেন, রেজিস্ট্রার কৃষিবিদ মো: অলিঊল্লা, প্রোক্টর প্রফেসর ড আজহারুল ইসলাম ,
ছাত্রলীগ সাধারণ সম্পাদক মেহেদী হাসান, তৃতীয় শ্রেণি কর্মচারী পরিষদ, কারিগরি কর্মচারী সমিতি , চতুর্থ শ্রেণী কর্মচারী সমিতির নেতৃবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধার সন্তান কমান্ডসহ বিভিন্ন পর্যায়ের শিক্ষক কর্মকর্তা কর্মচারী প্রমুখ।

এর আগে গত (১২ জুলাই ) মহামান্য রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্য বাকৃবির ২৫তম উপাচার্য হিসেবে বাকৃবির প্যাথলজি বিভাগের প্রফেসর ড. এমদাদুল হক চৌধুরীকে নিয়োগ দেন।

শেয়ার করুন

প্রকাশ : জুলাই ৩১, ২০২৩ ৫:২৭ অপরাহ্ন
বাকৃবি পিএইচডি স্টুডেন্টস এসোসিয়েশনে নতুন কমিটি – মোর্শেদ সভাপতি, অমিত সাধারণ সম্পাদক
ক্যাম্পাস

দীন মোহাম্মদ দীনু: কৃষি গবেষণায় নিয়োজিত গবেষকদের ছাত্রসংগঠন পিএইচডি স্টুডেন্টস এসোসিয়েশন, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় এর নতুন কমিটি গঠিত হয়েছে। ৩০ জুলাই ২০২৩ সংগঠনের সাধারণ সভায় উপস্থিত পিএইচডি ফেলোদের সর্ব সম্মতি ক্রমে গঠিত নির্বাচন কমিশন কর্তৃক কৃষিবিদ মোঃ মোর্শেদ হাসান মোস্তফাকে সভাপতি ও কৃষিবিদ অমিত কুমার বসুনীয়াকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।

কৃষিবিদ মোঃ মোর্শেদ হাসান মোস্তফা বর্তমানে বাপার্ড, গোপালগঞ্জে উপপরিচালক হিসেবে শিক্ষা ছুটিতে পশু বিজ্ঞান বিভাগে পিএইচডি ফেলো হিসেবে গবেষণারত। সাধারণ সম্পাদক কৃষিবিদ অমিত কুমার বসুনীয়া উদ্যানতত্ত্ব বিভাগে পিএইচডি ফেলো হিসেবে গবেষণারত।

নবগঠিত পিএইচডি স্টুডেন্টস এসোসিয়েশন এর সভাপতি, সাধারণ সম্পাদক ও অন্যান্য সদস্যবৃন্দ আজ সোমবার বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্য প্রফেসর ডক্টর এমদাদুল হক চৌধুরী মহোদয়কে ফুলেল শুভেচ্ছা জানান এবং পিএইচডি ছাত্রছাত্রীদের বিভিন্ন দাবি ও সুবিধা-অসুবিধা উপস্থাপন করেন । এসময় উপাচার্য
ছাত্রছাত্রীদের গবেষণার ধারাবাহিকতা অব্যাহত রাখার তাগিদ দিয়ে উপাচার্য বলেন-” পিএইচডি স্টুডেন্টস এসোসিয়েশনকে গবেষণার গুণমাণ অক্ষুণ্ণ রেখে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে বিশেষ ভূমিকা পালন করতে হবে।”

এসময় পিএইচডি স্টুডেন্টস এসোসিয়েশন এর নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক এসোসিয়েশন এর সুনির্দিষ্ট মিশন, ভিশন, অবজেক্টিভ, গোল ও ফেলোদের প্রত্যাশা পূরণে মাননীয় ভিসি মহোদয়ের সার্বিক সহযোগিতা কামনা করেন ৷ তারা গবেষণায় উন্নত প্রযুক্তি ও জ্ঞানকে সম্পৃক্ত করে দেশের উন্নয়নে ভূমিকা রাখতে আমরা বদ্ধপরিকর বলেও জানান । এছাড়া তারা পিএইচডি স্টুডেন্টস এসোসিয়েশন এর সকল কার্যক্রম পরিচালনার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন ও সকল পিএইচডি ফেলোর আন্তরিক সহযোগিতা কামনা করেন।


পরে বিকেলে সংগঠনের নব নির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক বাকৃবি জনসংযোগ ও প্রকাশনা দফতর পরিদর্শন করেছেন এবং দফতরের উপ পরিচালক কৃষিবিদ দীন মোহাম্মদ দীনুর সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন।। ।

শেয়ার করুন

বিজ্ঞাপন

ads

বিজ্ঞাপন

ads

বিজ্ঞাপন

ads

বিজ্ঞাপন

ads

বিজ্ঞাপন

ads

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

ads

ফেসবুকে আমাদের দেখুন

ads

মুক্তমঞ্চ

scrolltop