৫:১৬ অপরাহ্ন

শনিবার, ৪ জানুয়ারী , ২০২৫
ads
ads
শিরোনাম
প্রকাশ : অক্টোবর ১৬, ২০২২ ৭:৩৭ অপরাহ্ন
নানা আয়োজনে সিভাসু’তে পালিত হলো বিশ্বখাদ্য দিবস-২২
ক্যাম্পাস

নানা আয়োজনের মধ্য দিয়ে চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ে (সিভাসু)তে পালিত হলো বিশ্ব খাদ্য দিবস ২০২২।

রবিবার(১৬ অক্টোবর) সকাল ১০টাশ সিভাসু’তে বের করা বর্ণাঢ্য শোভাযাত্রা। এতে শিক্ষক, কর্মকর্তা, শিক্ষার্থী ও কর্মচারীরা অংশগ্রহণ করেন।

চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ে (সিভাসু) এই আয়োজন করা হয়।

এ বছর বিশ্ব খাদ্য দিবসের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘কাউকে পশ্চাতে রেখে নয়। ভালো উৎপাদনে উত্তম পুষ্টি, সুরক্ষিত পরিবেশ এবং উন্নত জীবন’।

দিবসটি উপলক্ষে সিভাসু’র ফুড সায়েন্স অ্যান্ড টেকনোলজি অনুষদ কর্তৃক আয়োজিত কর্মসূচির মধ্যে ছিল বর্ণাঢ্য শোভাযাত্রা, ফুড ফেস্টিভ্যাল, আলোচনাসভা, ফ্ল্যাস মব এবং কৃতী শিক্ষার্থীদের ডিন্স অ্যাওয়ার্ড প্রদান।

সকাল সাড়ে ১০টায় দিনব্যাপী ফুড ফেস্টিভ্যাল উদ্বোধনের পর সিভাসু অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় বিশ্ব খাদ্য দিবসের আলোচনাসভা ও ডিন্স অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠান।

এতে চিফ পেট্রোন হিসেবে উপস্থিত ছিলেন একুশে পদকপ্রাপ্ত সিভাসু’র উপাচার্য প্রফেসর ড. গৌতম বুদ্ধ দাশ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ (বিসিএসআইআর), ঢাকার পরিচালক মো: হাবিবুর রহমান ভূঁইয়া। বিশেষ অতিথি ছিলেন ভেটেরিনারি মেডিসিন অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ আলমগীর হোসেন। সভাপতিত্ব করেন ফুড সায়েন্স অ্যান্ড টেকনোলজি অনুষদের ডিন প্রফেসর ড. মো: আশরাফ আলি বিশ্বাস।

মূল প্রবন্ধ উপস্থাপন করেন ফুড প্রসেসিং অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক শিরীন আক্তার।

এবার ফুড সায়েন্স অ্যান্ড টেকনোলজি অনুষদের ৮ম ব্যাচের (সেশন ২০১৬-২০১৭) তিন কৃতী শিক্ষার্থীকে প্রদান করা হয় সম্মানজনক ডিন্স অ্যাওয়ার্ড। ডিন্স অ্যাওয়ার্ড প্রাপ্ত শিক্ষার্থীরা হলেন- মেহেরুন নেসা তুহিন (১ম স্থান), অর্পিতা চৌধুরী (২য় স্থান) এবং আফরা আনান (৩য় স্থান)।

আলোচনাসভা ও ডিন্স অ্যাওয়ার্ড প্রদানের পর অনুষ্ঠিত হয় ফ্ল্যাস মব।

শেয়ার করুন

প্রকাশ : অক্টোবর ১১, ২০২২ ৫:১৭ অপরাহ্ন
বাকৃবির আইআইএফএসের নতুন পরিচালক অধ্যাপক ড. এনামুল হক
ক্যাম্পাস

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ইন্টারডিসিপ্লিনারি ইনস্টিটিউট ফর ফুড সিকিউরিটির (আইআইএফএস) নতুন পরিচালক হিসেবে দায়িত্ব পেয়েছেন কৃষি অনুষদের মৃত্তিকা বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. এনামুল হক।

মঙ্গলবার (১১ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. ছাইফুল ইসলাম।

বিজ্ঞপ্তিতে বলা হয়, অধ্যাপক ড. মো. এনামুল হক শিক্ষক হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি বাকৃবির আইআইএফএস ইনস্টিটিউটের অতিরিক্ত দায়িত্ব পালন করবেন। অধ্যাপক ড. এনামুল হক ভেটেরিনারি অনুষদের সার্জারি ও অবস্টেট্রিক্স বিভাগের অধ্যাপক ড. ফরিদা ইয়াসমীন বারির স্থলাভিষিক্ত হয়েছেন। তিনি আগামী দুই বছরের জন্য আইআইএফএসের দায়িত্ব পালন করবেন। তিনি ৩ অক্টোবর ইনস্টিটিউটের দায়িত্ব গ্রহণ করেছেন।

অধ্যাপক ড. মো. এনামুল হক ২০১৯ ও ২০২২ সালে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে রিসার্চ সিস্টেম (বাউরেস) থেকে গ্লোবাল রিসার্চ ইমপ্যাক্ট রিকগনাইজেশন অ্যাওয়ার্ড পেয়েছেন। তিনি ২০২০ সালে বাকৃবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। এর আগে বাকৃবি গণতান্ত্রিক শিক্ষক ফোরামের সভাপতি ও সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন।

তিনি ২০০০ সালে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রভাষক হিসেবে যোগদান করেন। পরবর্তীতে ২০১২ সালে অধ্যাপক পদে উন্নীত হন।

শেয়ার করুন

প্রকাশ : অক্টোবর ৮, ২০২২ ১১:৫৮ পূর্বাহ্ন
সড়ক দুর্ঘটনায় ঝিনাইদহ সরকারি ভেটেরিনারি কলেজের তিন শিক্ষার্থী নিহত
ক্যাম্পাস

তাজুল ইসলাম , সহকারী প্রকাশকঃ ঝিনাইদহে বিদ্যুতের খাম্বাবাহী দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে মোটরসাইকেল আরোহী তিন ছাত্র নিহত হয়েছেন।নিহত ব্যক্তিরা সবাই ঝিনাইদহ সরকারি ভেটেরিনারি কলেজের শিক্ষার্থী। নিহতরা হলেন- কলেজ ছাত্র সংসদের ভিপি ও ঝিনাইদহ সদর উপজেলার নারিকেল বাড়িয়া গ্রামের সাইদুর রহমান মুরাদ (২৫), চুয়াডাঙ্গার তৌহিদুল ইসলাম (২৩)  এবং শমরেষ কুমার (২২)।

গতকাল শুক্রবার রাত ১১টার দিকে ঝিনাইদহ-চুয়াডাঙ্গা সড়কের ১৮ মাইল নামক স্থানে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা লেগে এ দুর্ঘটনা ঘটে।

ওসি মিজানুর রহমান জানান, তারা মোটরসাইকেলে করে কলেজে ফিরছিলেন। ১৮ মাইল এলাকায় বিদ্যুতের খাম্বাবাহী একটি ট্রাক দাঁড়িয়েছিল। বাইকের চালক নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের সঙ্গে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী তিনজন নিহত হন।

খবর পেয়ে ফায়ার ব্রিগেডের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে লাশগুলো ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে আসে বলে তিনি জানান।

শেয়ার করুন

প্রকাশ : অক্টোবর ৭, ২০২২ ১২:২৮ অপরাহ্ন
সিকৃবি এর ভেটেরিনারি শিক্ষার্থীদের ভারতে ইন্টার্নশিপ সম্পন্ন
ক্যাম্পাস

তাজুল ইসলাম , সহকারী প্রকাশকঃ সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) ২৩ তম ব্যাচের শিক্ষার্থীদের ভারতে ইন্টার্নশিপ কর্মসূচি সম্পন্ন হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি, এনিম্যাল, এন্ড বায়োমেডিক্যাল সায়েন্সেস অনুষদের ২৩ তম ব্যাচের ৮৮ জন শিক্ষার্থী আসাম কৃষি বিশ্ববিদ্যালয়ের অধীনে কলেজ অব ভেটেরিনারি সায়েন্সে  ১০ দিনব্যাপী ইন্টার্নশিপ করেছে । ৩০ জন করে ক্রমান্বয়ে তিনটি দলে ইন্টার্নশিপ কর্মসূচি সম্পন্ন করে শিক্ষার্থীরা।

ছাত্র-ছাত্রীদের গাইড হিসেবে ভারতের ইন্টার্নশিপ কর্মসূচিতে ছিলেন বিশ্ববিদ্যালয়ের  সহযোগী অধ্যাপক ড. অনিমেষ চন্দ্র রায় , সহযোগী অধ্যাপক ড. ফেরদৌস মোহাম্মদ আলতাফ হোসাইন, অধ্যাপক ড. মো : রফিকুল ইসলাম ।

অধ্যাপক ড. মো : রফিকুল ইসলাম  বলেন, একজন সফল ভেটেনারিয়ান হওয়ার জন্য ব্যবহারিক জ্ঞান থাকা অত্যাবশ্যক । বিশ্ববিদ্যালয়ের  চার বছরের তাত্ত্বিক জ্ঞানকে হাতে কলমে শেখার মাধ্যমে ভেটেরিনারি কোর্স পরিপূর্ণতা পাবে। দক্ষ ভেটেরিনারি গ্রাজুয়েট হতে হলে পড়াশোনার পাশাপাশি দক্ষতা অর্জন করতে হবে।যেহেতু হাতে কলমে শেখার সুযোগ রয়েছে, তাই সেটাকে কাজে লাগিয়ে একজন দক্ষ প্রাণিসম্পদ কর্মী হিসেবে নিজেদেরকে গড়ে তুলতে হবে।

উল্লেখ্য, বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি মেডিসিন অনুষদের পাঁচ বছর মেয়াদী ডিভিএম কোর্সের পঞ্চম বর্ষ ইন্টার্নশিপ কর্মসূচির মাধ্যমে শিক্ষার্থীদেরকে প্রাণি চিকিৎসাবিদ্যা হাতে-কলমে শিখানো হয়ে থাকে। এর অংশ হিসেবে ভারতের আসাম কৃষি বিশ্ববিদ্যালয়ের অধীনে কলেজ অব ভেটেরিনারি সায়েন্সে ২৩ তম ব্যাচের শিক্ষার্থীরা সম্প্রতি এক মাসের ইন্টার্নশিপ সম্পন্ন করে আসে।

শেয়ার করুন

প্রকাশ : অক্টোবর ৩, ২০২২ ১০:৩২ অপরাহ্ন
শেকৃবি’তে কর্মকর্তাদের বিরুদ্ধে শিক্ষক লাঞ্ছনার অভিযোগ
ক্যাম্পাস

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে শিক্ষক লাঞ্ছনার অভিযোগ উঠেছে কর্মকর্তাদের বিরুদ্ধে। অনুজীব বিজ্ঞান বিভাগের ঐ শিক্ষক একটি গণমাধ্যমকে জানান, ডেপুটি রেজিস্ট্রার ইলিয়াছুর রহমানের নেতৃত্বে কমপক্ষে ২০ জন কর্মকর্তা তার রুমে এসে লাঞ্ছিত করেন।

গত ২৪ সেপ্টেম্বর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে মাইক্রোবায়োলজি বিভাগের সহকারী অধ্যাপক ড. এম এ মান্নান অসুস্থ সন্তানের চিকিৎসা করাতে গিয়ে বাকবিতন্ডতায় জড়ান একই বিশ্ববিদ্যালয়ের প্রধান মেডিকেল অফিসার ড. খন্দকার মো. শহীদুল ইসলামের সাথে।

তবে ঘটনাটি তাৎক্ষণিকভাবে নিজেদের মধ্যে মিটমাট করেন তারা। কিন্তু পরের দিন ডেপুটি রেজিস্ট্রার ইলিয়াছুর রহমানের নেতৃত্বে ২০ জন কর্মকর্তা ড. মান্নানের রুমে গিয়ে লাঞ্চিত করার অভিযোগ ওঠেছে। বিষয়াটা জানেন বিভাগের চেয়ারম্যানও।

শুধু লাঞ্চিত নয়, কেড়ে নেয়া হয় মোবাইল ফোন। তছনছ করা হয় টেবিলে থাকা গুরুত্বপূর্ণ কাগজপত্রও। এই ঘটনার বিচার চেয়ে রেজিস্ট্রারের বরাবর লিখিত অভিযোগ করেন ড. মান্নান।

এদিকে অভিযুক্তদের অনেকেই ঘটনাস্থলে উপস্থিতির বিষয়টি নিশ্চিত করলেও দায় অস্বীকার করেন। আর শেকৃবির প্রক্টর ড. হারুনুর রশীদ জানান, ঘটনাটি অপ্রত্যাশিত এবং তদন্তাধীন।

ঘটনার সাথে জড়িত ইলিয়াছুর রহমানসহ অনেকের বিরুদ্ধে মাদক ব্যবসার সাথে জড়িত থাকার অভিযোগ রয়েছে।

শেয়ার করুন

প্রকাশ : সেপ্টেম্বর ২৯, ২০২২ ৯:৪২ অপরাহ্ন
নানান আয়োজনের মধ্য দিয়ে সিভাসু‘তে পালিত হলো ‘বিশ্ব জলাতঙ্ক দিবস’
ক্যাম্পাস

চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ে (সিভাসু) নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে বিশ্ব জলাতঙ্ক দিবস২০২২।

বৃহস্পতিবার(২৯ সেপ্টেম্বর) চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ে (সিভাসু) বিশ্ব জলাতঙ্ক দিবস ২০২২ পালিত হয়েছে।

বিশ্ব জলাতঙ্ক দিবসের আলোচনা সভায় বক্তারা বলেছেন, শুধুমাত্র টিকা প্রদান ও জনসচেতনতা সৃষ্টির মাধ্যমেই জলাতঙ্ক রোগ থেকে রক্ষা পাওয়া সম্ভব। কুকুর ও বিড়ালকে সময়মত টিকা প্রদানের পাশাপাশি মানুষকেও সময়মত টিকা গ্রহণ করতে হবে। স্কুল-কলেজের ছেলেমেয়েদের জলাতঙ্ক রোগ সম্পর্কে সচেতন করে তুলতে হবে।

দিবসটি উপলক্ষে বিশ্ব বিদ্যালয় ক্যাম্পাসে বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা, টিকাদান, বিতর্ক প্রতিযোগিতা, কুইজ প্রতিযোগিতা, পোস্টার প্রেজেন্টেশন ও ব্লাড গ্রুপিং কর্মসূচি পালন করা হয়।

র‌্যালির পরে সিভাসু অডিটোরিয়ামে “র‌্যাবিস: ওয়ান হেলথ, জিরো ডেথস” শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

ভেটেরিনারি মেডিসিন অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ আলমগীর হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন দায়িত্বপ্রাপ্ত উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ নূরুল আবছার খান। ধন্যবাদসূচক বক্তব্য দেন ভেটেরিনারি হাসপাতালের পরিচালক প্রফেসর ড. মো: রায়হান ফারুক। সভায় পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন দেন মাইক্রোবায়োলজি এন্ড ভেটেরিনারি পাবলিক হেলথ বিভাগের প্রফেসর ড. আবদুল আহাদ ও বিভাগীয় প্রাণিসম্পদ অধিদপ্তরের পরিচালক ডা. এ.কে.এম. হুমায়ুন কবির।

শেয়ার করুন

প্রকাশ : সেপ্টেম্বর ২৯, ২০২২ ৯:১৫ অপরাহ্ন
সিভাসু’তে গবাদিপশুর নমুনা সমূহ সংগ্রহ, সংরক্ষণ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত
ক্যাম্পাস

গবাদিপশুর বিভিন্ন নমুনা সমূহ সংগ্রহ, সংরক্ষণ ও পরিবহনের উপর খামারী প্রশিক্ষণ এর আয়োজন করে চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ের ফিজিওলজি, বায়োকেমিস্ট্রি ও ফার্মাকোলজি বিভাগ।

বৃহস্পতিবার(২৯ সেপ্টেম্বর) প্রতিষ্ঠানের মূল ক্যাম্পাসে অর্ধদিবস ব্যাপী এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

চট্টগ্রামের বিভিন্ন এলাকা থেকে আমন্ত্রিত খামারীদের জন্য “ বিভিন্ন তাপমাত্রায় রক্তের জলীয় অংশ (প্লাজমা ও সেরাম) এর দৃঢ়তা নির্ণয়” – শীর্ষক প্রকল্পের আওতায় এই প্রশিক্ষণ এর আয়োজন করা হয়।

প্রশিক্ষণে মুখ্য আলোচক হিসেবে দায়িত্ব পালন করেন অত্র বিভাগের সহকারী অধ্যাপক ডা. মো. রিদুয়ান পাশা। প্রশিক্ষণে খামারীদের বিভিন্ন নমুনা সমূহ সংগ্রহ, সংরক্ষণ ও পরিবহনের উপর ব্যবহারিক শিক্ষা প্রদান করা হয়।

প্রশিক্ষণের কর্মসূচির শেষে আয়োজিত সনদপত্র বিতরণ ও সমাপণী অনুষ্ঠানে খামারীদের জন্য স্বাগত বক্তব্য রাখেন উক্ত প্রকল্পের পরিচালক ও অত্র বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. সোহেল আল ফারুক। তিনি নমুনা সমূহ পরিক্ষণ ও সঠিক ফলাফল পাওয়ার ক্ষেত্রে এর সংগ্রহ, সংরক্ষণ ও পরিবহন পদ্ধতিসমূহের উপর গুরুত্বারোপ করেন।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, ওই বিভাগের অধ্যাপক ড. মো. রাশেদুল আলম, অধ্যাপক ড. মো. বেলায়েত হোসেন এবং বিশ্ববিদ্যালয়ের গবেষণা ও সম্প্রসারণ বিভাগের পরিচালক অধ্যাপক ড. এ.এস.এম. লুত্ফুল আহসান।

অনূষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভেটেরিনারি মেডিসিন অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আলমগীর হোসেন।
প্রধান অতিথির বক্তব্যে তিনি নমুনা সমূহ সংরক্ষনের গুরুত্ব সমূহ তুলে ধরেন।

ফিজিওলজি, বায়োকেমিস্ট্রি ও ফার্মাকোলজি বিভাগের বিভাগীয় প্রধান, অধ্যাপক ড. এস.কে.এম. আজিজুল ইসলাম এর সমাপনী বক্তব্যের মাধ্যমে উক্ত অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

প্রশিক্ষণে আগত সকল খামারীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এই কর্মসূচির সফলতার পরিচায়ক। খামারীবৃন্দ এই প্রশিক্ষণে অংশগ্রহণের ফলে নমুনা স্ংগ্রহ, সংরক্ষণ ও পরিবহন এর সঠিক উপায় সম্পর্কিত সাবধানতা অবলম্বনের বিষয়ে অবগত হয়েছেন বলে সন্তুষ্টি প্রকাশ করেছেন এবং পরবর্তীতে পুনরায় এই ধরনের প্রশিক্ষণের আয়োজন তাদের জন্য অত্যন্ত ফলপ্রসু হবে বলে আশা ব্যক্ত করেছেন।

শেয়ার করুন

প্রকাশ : সেপ্টেম্বর ১৮, ২০২২ ৫:৫০ অপরাহ্ন
শেকৃবি’তে মৎস্য সপ্তাহ ২০২২ উপলক্ষে মাছের পোনা অবমুক্তকরণ
ক্যাম্পাস

‘নিরাপদ মাছে ভরবো দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ’ এই স্লোগানকে সামনে রেখে মৎস্য অধিদপ্তরের সহযোগিতায় ও শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ, একোয়াকালচার এন্ড মেরিন সায়েন্স অনুষদের আয়োজনে মাছের পোনা অবমুক্ত করা হয়।

শনিবার (১৭ সেপ্টেম্বর) সকাল ১১টায় শেকৃবি’র বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব হল সংলগ্ন পুকুরসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পুকুরে রুই জাতীয় ১১০ কেজি মাছের পোনা অবমুক্ত করেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ শহীদুর রশীদ ভূঁইয়া।

এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন শেকৃবি’র মাননীয় ট্রেজারার প্রফেসর ড. মোঃ নজরুল ইসলাম, মৎস্য অধিদপ্তরের পরিচালক শামীম আরা বেগম, ঢাকা বিভাগের উপ-পরিচালক জিল্লুর রহমান, ঢাকা জেলা মৎস্য কর্মকর্তা বি এম মোস্তফা কামাল, পোস্ট গ্রাজুয়েট স্টাডিজ এর ডিন প্রফেসর ড. অলোক কুমার পাল, কৃষি অনুষদের ডিন প্রফেসর ড. পরিমল কান্তি বিশ্বাস, শেকৃবি’র ফিশারিজ, একোয়াকালচার এন্ড মেরিন সায়েন্স অনুষদের ডিন প্রফেসর ড. এ এম শাহাবুদ্দিন, গবেষণা পরিচালক প্রফেসর ড. মোঃ আব্দুর রাজ্জাক, ছাত্র পরামর্শ ও নির্দেশনা পরিচালক প্রফেসর ড. মোঃ ফরহাদ হোসেন, ফিশারিজ, একোয়াকালচার এন্ড মেরিন সায়েন্স অনুষদের অন্যান্য শিক্ষকবৃন্দ ও শিক্ষার্থীরা, প্রধান খামার তত্ত্বাবধায়ক আল শামসুল হক ও মৎস্য অধিদপ্তরের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

মাছের পোনা অবমুক্তির পর সকাল ১১টা ৩০ মিনিটে শেখ কামাল ভবনে অবস্থিত ফিশারিজ, একোয়াকালচার এন্ড মেরিন সায়েন্স অনুষদের সভাকক্ষে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২২ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভার সভাপতিত্ব করেন ফিশারিজ, একোয়াকালচার এন্ড মেরিন সায়েন্স অনুষদের ডিন প্রফেসর ড. এ এম শাহাবুদ্দিন।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেকৃবি’র ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ শহীদুর রশীদ ভূঁইয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেকৃবি’র ট্রেজারার প্রফেসর ড. মোঃ নজরুল ইসলাম ও মৎস্য অধিদপ্তরের পরিচালক শামীম আরা বেগম।

আলোচনা সভায় শেকৃবি’র মাননীয় ভাইস-চ্যান্সেলর বলেন, মৎস্যবিজ্ঞানী, গবেষণা প্রতিষ্ঠান ও সম্প্রসারণ কর্মীদের অক্লান্ত পরিশ্রমের কারনেই মাছ উৎপাদনে আজ বিপ্লব সাধিত হয়েছে। তিনি আরো বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সর্বোচ্চ গুরুত্ব ও পৃষ্ঠপোষকতা দিচ্ছেন বলেই মাছ চাষে বাংলাদেশ বিশ্বে তৃতীয় স্থানে উঠে এসেছে। আমরা বর্তমানে দৈনিক চাহিদার (৬০ গ্রাম) এর স্থলে (৬২ গ্রাম) অতিরিক্ত মাছ খেতে পাচ্ছি। এখন আমাদের নিরাপদ মাছ উৎপাদনের দিকে মনোনিবেশ করতে হবে, মাছ উৎপাদানে যেন মানবদেহের জন্য কোন ক্ষতিকর হরমোন বা মেডিসিন ব্যবহার না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে। তিনি বলেন আমরা রপ্তানীর জন্য মাছ উৎপাদনে যেভাবে সতর্ক হবো একইভাবে দেশের মানুষের জন্য মাছ সরবরাহ নিশ্চিত করবো।

শেয়ার করুন

প্রকাশ : সেপ্টেম্বর ১৬, ২০২২ ৫:২১ অপরাহ্ন
বায়ার সেইফ ইউজ এম্বাসেডর হলেন শেকৃবি’র শামীমা
ক্যাম্পাস

বাংলাদেশ থেকে বায়ার সেইফ ইউজ এম্বাসেডর নির্বাচিত হয়েছেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শামীমা আহমেদ।

বৃহস্পতিবার(১৫ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের কৃষি রসায়ন বিভাগ ও বায়ার ক্রপ সায়েন্সের উদ্যোগে আয়োজিত ‘বায়ার সেইফ ইউজ এম্বাসেডর উইনার রিকগনিশন’ প্রোগ্রামের মাধ্যমে তার হাতে পুরষ্কার তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মোঃ শহীদুর রশীদ ভূঁইয়া, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোঃ নজরুল ইসলাম, পোস্ট গ্রাজুয়েট স্টাডিজ ডিন অধ্যাপক ড. অলোক কুমার পাল, সাউরেস এর পরিচালক অধ্যাপক ড. মোঃ আব্দুর রাজ্জাক, কৃষি রসায়ন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. শেখ শওকত জামিল, বায়ার ক্রপ স্পেশালিষ্ট খন্দকার ফরিদ উদ্দিন, বায়ার ক্রপ রেগুলেটরী এন্ড মার্কেট ডেভলেপমেন্ট স্পেশালিষ্ট রিয়াজ উদ্দিন আহমেদ সহ বায়ার প্রতিনিধিবৃন্দ।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বায়ার ক্রপ সায়েন্সের ম্যানেজিং ডিরেক্টর জাহিদুল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন অধ্যাপক ড. মোঃ তাজুল ইসলাম চৌধুরী।

২০২০ সালের ১২ ফেব্রুয়ারি বায়ার ক্রপ সায়েন্স থেকে কৃষকদের পেস্টিসাইডের সঠিক ব্যবহারের ভিডিও আহবান করা হয়। এতে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে ১৯৮ জন শিক্ষার্থী অংশ নেয়।

প্রাথমিকভাবে বাংলাদেশ থেকে ১২ জনকে বাছাই করা হয়। পরবর্তীতে জার্মানি থেকে শামীমা আহমেদকে এম্বাসেডর হিসেবে নির্বাচিত করা হয়।

অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. মোঃ শহীদুর রশীদ ভূঁইয়া বলেন, এটা আমাদের জন্য গর্বের। শামীমাকে অভিনন্দন। সে দেশ ও শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের নাম উজ্জ্বল করেছে। ভবিষ্যতেও শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আরও সফলতা অর্জন করবে।

পেস্টিসাইডের সঠিক ব্যবহার নিয়ে তিনি বলেন, আমাদের যথেষ্ট খাদ্য উৎপাদন হয়। এখন আমাদের নজর নিরাপদ খাদ্যের দিকে। পেস্টিসাইডের পরিমিত ও সঠিক ব্যবহার নিশ্চিত করণে কৃষকদের বেশি বেশি প্রশিক্ষণ দিতে হবে। অতিরিক্ত পেস্টিসাইড ব্যবহারে খাদ্য বিষাক্ত হয়ে যেতে পারে। তাই এ ব্যাপারে কৃষকদের মাঝে সচেতনতা তৈরি করতে হবে।

নিজের অনুভূতি প্রকাশ করতে এসে শামীমা আহমেদ বলেন, আমি ছোট বেলা থেকেই একাডেমিক শিক্ষার পাশাপাশি কিছু করার চেষ্টা করতাম। এরকম পুরষ্কার আমাকে আরও উৎসাহিত করবে। আমি গবেষণা ও শিক্ষকতা করে এগিয়ে যেতে চাই।

শামীমা আহমেদ ২০১৭ সালে বিশ্ববিদ্যালয়ের এনিম্যাল সায়েন্স এন্ড ভেটেরিনারি মেডিসিন অনুষদ থেকে অনার্স এবং ২০২০ সালে মাইক্রোবায়োলজিতে এম.এস সম্পন্ন করেন।

শেয়ার করুন

প্রকাশ : সেপ্টেম্বর ১০, ২০২২ ২:৫৩ অপরাহ্ন
ভর্তিচ্ছু পরীক্ষার্থীদের সহযোগিতায় বাকৃবি ছাত্রলীগের ৭ সেবা
ক্যাম্পাস

জাহিদ হাসান, বাকৃবি: কৃষিগুচ্ছ ভর্তি পরীক্ষায় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) আগত পরীক্ষার্থীদের সহযোগিতা ও সেবা প্রদানে  ব্যাপক তৎপরতা দেখা যায় শাখা ছাত্রলীগের নেতাকর্মীদের। ভর্তি পরীক্ষার আগের দিন থেকে পরীক্ষা পরবর্তী সময় পর্যন্ত ভর্তিচ্ছুদের সহযোগিতায় ৭ ধরনের সেবা প্রদান করে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ।

দূর থেকে আগত ভর্তিচ্ছু পরীক্ষার্থীদের জন্য আবাসনের ব্যবস্থা, পরীক্ষার্থীদের জন্য মডেল টেস্ট, ক্যাম্পাসের বিভিন্ন স্পটে হেল্প ডেক্স, সার্বক্ষণিক স্বেচ্ছাসেবী নিয়োজিত রাখা, অভিভাবকদের বিশ্রামের ব্যবস্থা, পরীক্ষার্থীদের জন্য খাবার পানির ব্যবস্থা, বাইক সার্ভিসের মাধ্যমে পরীক্ষার্থীদের কেন্দ্রে পৌছে দেওয়া সহ পরীক্ষার্থীদের বিভিন্ন দিক নির্দেশনা দেওয়ার কাজে নিয়োজিত দেখা যায় ছাত্রলীগের নেতাকর্মীদের।

জানা যায়, শনিবার (১০ সেপ্টেম্বর) কৃষি সম্পর্কিত ৮ টি বিশ্ববিদ্যালয়ের গুচ্ছ ভর্তি পরীক্ষায় বাকৃবি কেন্দ্রে অংশগ্রহণ করে প্রায় ১২ হাজার পরীক্ষার্থী। পরীক্ষায় অংশগ্রহণের জন্য বিভিন্ন জেলা থেকে আগের দিনই পরীক্ষার্থীরা আসতে শুরু করে। রাতে বিশ্ববিদ্যালয়ের সকল আবাসিক হলগুলোতে তাদের থাকার ব্যবস্থা করে শাখা ছাত্রলীগ। অনেক নেতাকর্মীই পরীক্ষার্থীদের সুবিধার্থে নিজেদের সিট ছেড়ে তাদের আবাসনের ব্যবস্থা করেন।

আবাসনের পাশাপাশি পরীক্ষার্থীদের জন্য রাতে সকল আবাসিক হলে মডেল টেস্ট পরীক্ষার ব্যবস্থা করে ছাত্রলীগ। মডেল টেস্টে ভালো ফলাফলকারীদের পুরস্কৃত করা হয়। রাতে ঝড়ের কারণে মডেল টেস্ট চলাকালীন সময়ে বিদ্যুত চলে গেলে ছাত্রলীগের নেতাকর্মীরা মোবাইলের আলো জ্বালিয়ে পরীক্ষার্থীদের পাশে দাঁড়িয়ে তাদের পরীক্ষায় সহযোগিতা করেন।

পরীক্ষার দিন সকাল থেকেই মাঠে দেখা যায় ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দকে। পরীক্ষার্থীদের কেন্দ্র দেখিয়ে দেওয়া, কেন্দ্রে পৌছে দেওয়া, খাবার পানির ব্যবস্থা সহ বিভিন্ন দিক নির্দেশনামূলক কাজে নিয়োজিত দেখা যায় তাদের।

বগুড়া থেকে আগত আশফিকুর শাওন নামের এক পরীক্ষার্থী বলেন, আমি পরীক্ষার আগের দিন বিকালেই বাকৃবিতে আসি। রাতে কোথায় থাকবো, সেটা নিয়ে একটু চিন্তায় ছিলাম। এখানে আসার পর শহীদ নাজমুল আহসান হলের ছাত্রলীগের এক ভাইয়া আমার থাকার ব্যবস্থা করেন। রাতে একটা মডেল টেস্টও দিয়েছি। যারা ভালো করেছে, তাদের পুরস্কার দেওয়া হয়েছে। আমি পুরস্কার পাইনি, তবে মডেল টেস্টটা কাজে দিয়েছে।

এ বিষয়ে বাকৃবি শাখা ছাত্রলীগের সভাপতি তায়েফুর রহমান রিয়াদ বলেন,  দূর থেকে আগত পরীক্ষার্থীরা ক্যাম্পাসে এসে যাতে কোনো ধরনের সমস্যায় না পড়ে, তার সর্বাত্মক চেষ্টা করেছি আমরা। আমাদের এই প্রচেষ্টা ছাত্রলীগের পরিশীলিত রাজনীতি চর্চার একটি অংশ মাত্র।  ভবিষ্যতেও শিক্ষার্থীবান্ধব ক্যাম্পাস গঠনে আমরা এভাবেই কাজ করে যাবো।

শাখা ছাত্রলীগের পাশাপাশি পরীক্ষার্থীদের সহযোগিতায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সংগঠনকেও পাশে থাকতে দেখা যায়। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন জেলা সমিতি, রোভার স্কাউট, রোটারেক্ট ক্লাব, বিভিন্ন অনুষদীয় ছাত্র সমিতিসহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন পরীক্ষার্থীদের সহযোগিতামূলক কাজে অংশ নেয়।

শেয়ার করুন

বিজ্ঞাপন

ads

বিজ্ঞাপন

ads

বিজ্ঞাপন

ads

বিজ্ঞাপন

ads

বিজ্ঞাপন

ads

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

ads

ফেসবুকে আমাদের দেখুন

ads

মুক্তমঞ্চ

scrolltop