ইলিশের চড়া দামে হতাশ ক্রেতারা
মৎস্য
ইলিশের বাড়ি খ্যাত চাঁদপুর বড়স্টেশন পাইকারি মাছঘাট ক্রেতা এবং বিক্রেতার হাঁকডাকে মুখরিত হয়ে উঠেছে। তবে ভরা মৌসুমেও ইলিশের দাম চড়া হওয়ায় হতাশ ক্রেতারা। বড়স্টেশন পাইকারি মাছঘাটে অন্য সময়ের তুলনায় বেশ কয়েকদিন ধরে নানা আকারের ইলিশ পাওয়া যাচ্ছে, যার বেশিরভাগই সাগর ও উপকূলের নদ-নদীতে জেলেদের জালে ধরা পড়া ইলিশ। তবে কিছু অংশ চাঁদপুরের পদ্মা ও মেঘনার রয়েছে। প্রতিদিন ইলিশের আমদানি বাড়লেও দাম কমে ইলিশের। দেশের বিভিন্ন জেলা থেকে এখানে প্রতিদিন শত শত ক্রেতা আসেন ইলিশ কেনার জন্য। চাহিদা অনুযায়ী ইলিশ নিয়ে ফিরছেন বাড়ি।
মাছঘাটের ইলিশ ব্যবসায়ী রুবেল গাজী জানান, প্রতিদিন বড়স্টেশন মাছঘাটে ইলিশ আমদানি হয়। তবে কোনোদিন কম, কোনোদিন বেশি। আমদানির ওপর ইলিশের দাম নির্ধারিত হয়। তবে বর্তমান সময়ে ইলিশের দাম কিছু বৃদ্ধি রয়েছে। এক কেজি আকৃতির ইলিশের দাম ১ হাজার ৩০০ টাকা, দেড় কেজি ইলিশের দাম ১ হাজার ৫০০ টাকা আর দুই কেজি (বড় আকৃতির) ইলিশের দাম ১ হাজার ৮০০ টাকা। এ ছাড়া ৯০০ থেকে এক কেজির কম ওজনের ইলিশের মণ এখন ৪৮-৫০ হাজার টাকা।
চাঁদপুর মৎস্য বণিক সমবায় সমিতির সাধারণ সম্পাদক মো. শবেবরাত সরকার জানান, ইলিশের দাম প্রতিদিন ওঠানামা করে। চাঁদপুরের ইলিশ কম হলেও দক্ষিণাঞ্চলের ইলিশ প্রচুর আসে। সামনে পদ্মা-মেঘনা এবং দক্ষিণাঞ্চলের ইলিশের আরও আমদানি বাড়লে দাম অনেক কমে আসবে।