গরুর ডায়রিয়া হয় যে কারণে
প্রাণিসম্পদ
আমাদের দেশের গ্রামাঞ্চলের বেশির ভাগ লোকই গরু পালন করেন। গরু পালন করেই সেখানকার অনেক কৃষকরা এখন স্বাবলম্বী। তবে এই এগরু পালনে এখন অন্যতম সমস্যা হলো গরুর ডায়রিয়া হওয়া। যা গরুর জন্য খুবই জটিল একটি রোগ। সুতরাং প্রত্যেক কৃষক কিংবা গরুর খামারিদের কি কারণে গরুর ডায়রিয়া হয় তা জানা দরকার।
যেসব কারণে গরুর ডায়রিয়া হয়ে থাকে:
গরুরু খাদ্যের তালিকায় অতিরিক্ত মিনারেল এবং ভিটামিন সাপ্লিমেন্টারী থাকলে গরুর ডায়রিয়া হওয়ার সম্ভাবনা খুব বেশি।অতিরিক্ত কার্বোহাইড্রেটের কারণে এসিডিটি তৈরি হলেও গরুর ডায়রিয়া হয়ে থাকে।
এছাড়া গরুর খাদ্যে প্রয়োজনীয় কার্যকর আঁশ না থাকলে এবং পালন করা গরু কৃমির দ্বারা আক্রান্ত হয়ে থাকলেও অনেক সময় ডায়রিয়া রোগ হয়।
গরু পানি বাহিত ব্যকটেরিয়া দ্বারা আক্রান্ত হলে এবং রেশনে অতিরিক্ত রুমেন ডিগ্রেডেড প্রোটিন থাকলেও গরুর ডায়রিয়া হয়ে থাকে।