২০ মে থেকে শুরু হচ্ছে মাছ ধরায় ৬৫ দিনের নিষেধাজ্ঞা
মৎস্য
সাগরে মাছ বৃদ্ধি এবং সুষ্ঠু প্রজননের জন্য ৬৫ দিন মাছ ধরার উপর নিষেধাজ্ঞা আরোপ হতে যাচ্ছে। আগামী ২০ মে থেকে শুরু হয়ে ২৩ জুলাই পর্যন্ত এই নিষেধাজ্ঞা থাকবে। বাংলাদেশ সরকার এ নিষেধাজ্ঞা চলাকালীন জেলেদের সহায়তা প্রদান করে আসছে।
মেরিন ফিশারিজ অর্ডিন্যান্স অনুযায়ী, বঙ্গোপসাগরে প্রতিবছর ৬৫ দিন মাছ ধরা নিষিদ্ধ। ২০১৫ সালে সব ধরনের নৌযানকে এই নিষেধাজ্ঞা দেয়া হয়েছিল। সে অনুযায়ী আগামী ২০ মে থেকে বন্ধ থাকবে মাছ ধরা।
ইতোমধ্যে জেলেদের জন্য বাংলাদেশ সরকার ১৬ হাজার ৭২১ মেট্রিক টন ভিজিএফের চাল বরাদ্দ দিয়েছে। এর আওতায় উপকূলের ১৪টি জেলার ৬৬টি উপজেলায় ২ লাখ ৯৮ হাজার ৫৯৫টি জেলে পরিবার ৫৬ কেজি করে চাল পাবে।
করোনা মহামারীতে জেলেদের ও আয় কমে গেছে। তার মধ্যে আবার মাছ ধরায় ৬৫ দিনের নিষেধাজ্ঞা। এখন কিভাবে তাদের পরিবার চলবে, এ নিয়ে উদ্বেগের মধ্যে আছেন সব জেলেরা ।