আসছে কোরবানির ঈদ, গরুর বয়স নির্ণয় করবেন যেভাবে
প্রাণিসম্পদ
আসছে কোরবানির ঈদ। ঈদকে ঘিরে পশু কোরবানির জন্য পছন্দের জায়গা হলো গরু। আর সেই গরু দিয়ে কোরবানি দিতে রয়েছে বয়সের কিছু সীমাবদ্ধতা। আজকের লেখায় আলোচনা করা হল গরুর বয়স নির্ণয় করা নিয়ে।
গরুর বয়স নির্ণয় করবেন যেভাবে-
১। গরুর জন্ম তারিখ রেজিষ্টার করা থাকলে নিবন্ধিত জন্ম তারিখ থেকে গরুর বয়স নির্ণয় করা যায়।
২। গরুর ২টি স্থায়ী দাঁত উঠলে গরুর বয়স ১৯ থেকে ২৪ মাসের মধ্যে অর্থাৎ ২ বছর হয়ে থাকে।
৩। গরুর জন্ম থেকে ১ মাস বয়সের মাঝে অস্থায়ী দাঁত উঠতে শুরু করে। এক মাসের মধ্যে নিচের পাটির সামনের ৮টি অস্থায়ী দাঁত উঠে যায়।
৪। গরু ১ বছর বয়সে সামনের সারির মাঝের দুটো অস্থায়ী দাঁত পড়ে যায় ও সেখানে স্থায়ী দুটো দাঁত ওঠে। ২ বছর বয়সের মাঝে এই দুটো দাঁত বেশ বড় আকার ধারণ করে।
৫। গরুর বয়স দুই থেকে আড়াই বছরের মাঝে সামনের স্থায়ী দাঁতের সংখ্যা হয় চারটা। তিন বছরের মাঝে এই পাশের দুটো দাঁত সম্পূর্ণ আকার ধারণ করে।
৬। গরুর বয়স ৩ বছরের মাঝামাঝি হলে পাশে আরও ২টি দাঁত ওঠে ফলে সামনে স্থায়ী দাঁতের সংখ্যা হয় ৬টি। সাড়ে তিন বছরের মাঝে এই দুটা দাত পূর্ণ আকার ধারণ করে থাকে।
৭। গরুর বয়স যখন ৪-৫ বছরের মাঝামাঝি হয় তখন গরুর সামনে ৮টি দাত স্থায়ীভাবে উঠে।
৮। গরুর বয়স ৫-৬ বছর হলে সামনের দুটো দাঁত ক্ষয় হয়ে সমান হয়ে যায় এবং পাশের বাকি দাঁতগুলোতে ক্ষয়ের চিহ্ন লক্ষ্য করা যায়।
৯। গরুর বয়স ৭-১০ বছর হলে সামনের দাঁতগুলোর ক্ষয়ের পরিমাণ খুব বেশি লক্ষ্য করা যায় এবং তা দেখতে অনেকটা ভাঙ্গা ভাঙ্গা দেখায়।
১০। গরুর বয়স ১০-১২ বছরের মাঝামাঝি হলে দাঁতগুলো ক্ষয় হয়ে অনেকটা তিনকোণা আকৃতি ধারণ করে এবং এক দাঁত থেকে অন্য দাঁতের দূরত্ব তৈরি হয়।