গরুর খামারে লাভবান হওয়ার জন্য যা জানতে হবে
প্রাণিসম্পদ
আমাদের দেশে এখন গ্রামের বেশির ভাগ লোকই গরুর খামারের দিকে ঝুঁকছে। তারা একটু বেশি লাভের আশায় গরুর খামার গড়ে তুলছে। তবে তাদের অনেকেই জানে না তার নিয়ম-কানুন। নিয়ম কানুন জেনে খামার করলে লাভ হবে আরো ব্যাপক। আজকের এই লেখায় উঠে আসবে গরুর খামার করে লাভবান হওয়ার কিছু নিয়ম।
গরুর খামারে লাভবান হওয়ার জন্য যে নিয়মগুলো মানতে হবে:
১। প্রত্যেকটি গরুর জন্য আলাদা আলাদা খাদ্য ও পানির পাত্রের ব্যবস্থা রাখতে হবে। গরুর পুষ্টি চাহিদা পূরণে রুটিন অনুযায়ী খাদ্য নিশ্চিক করার প্রতি নজর দিতে হবে।
২। গরুর খাদ্য ও পানির পাত্র সব সময় জীবাণুমুক্ত রাখতে হবে। খাদ্যের সাথে ক্ষতিকর কোন উপাদান যাতে না থাকে সে বিষয়টি লক্ষ্য রাখতে হবে।
৩। গাভী ছয় মাসের গর্ভবতী হলে লবণ খাওয়ানো বন্ধ করুন এবং বাচ্চা দেওয়া পর্যন্ত তা পালন করুন। এতে গাভীর ওলানে পানি আসবে না।
৪। গরুর খামারের প্রতিটি গরু জন্য খাদ্য খরচের হিসাব লিখে রাখতে হবে। খাদ্য খরচ যাতে অতিরিক্ত না হয় সেদিকে খেয়াল রাখতে হবে।
৫। গরুর খামারে বায়োসিকিউরিটি মেনে চলতে হবে এবং অন্যকে মানতে বাধ্য করতে হবে। অন্য খামারে দুধ দোহন করে এমন দোহানকারীকে খামারে প্রবেশ করালে সম্পূর্ণ জীবাণুমুক্ত করে তারপর খামারে প্রবেশ করাতে হবে।