৬:১৮ অপরাহ্ন

বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী , ২০২৫
ads
ads
শিরোনাম
প্রকাশ : জুন ১০, ২০২২ ৪:৩৯ অপরাহ্ন
আবহাওয়া পরিবর্তনে মুরগিকে যা খাওয়াবেন
পোলট্রি

আমাদের দেশের ডিম ও মাংসের চাহিদা পূরণ করার জন্য এখন বিপুল সংখ্যক পোলট্রি তথা মুরগির খামার গড়ে উঠেছে। আবহাওয়া বা ঋতু পরিবর্তনজনিত কারণে খামারে অনেক সময় প্রভাব পড়ে থাকে। আবহাওয়া পরিবর্তনজনিত কারণে মুরগির রোগ প্রতিরোধে করণীয় কি কি রয়েছে সেগুলো খামারিদের ভালোভাবে জেনে রাখা দরকার।

আবহাওয়া পরিবর্তনজনিত কারণে মুরগির রোগ প্রতিরোধে করণীয়:
আবহাওয়া পরিবর্তনের ফলে খামারে বাচ্চা আসার সময় বক্স মর্টালিটি হয়। আবহাওয়ার পরিবর্তনের ফলে ব্রুডিং অব্যবস্থাপনাজনিত কারণে মুরগির বাচ্চা মারা যায়।

লেয়ার মুরগির খামারের ক্ষেত্রে প্রোডাকশন কিছুটা কমে যায়। শীতকালের মত কম জায়গায় বেশি মুরগি পালনের ফলে মুরগির ওজন কম আসে।

খামারে পর্দা ব্যবস্থাপনার কারণে গ্যাস জমে এবং মুরগির চোখে এ্যামোনিয়া বার্ন হয়, এসসাইটিস দেখা দেয়। খামারে হঠাৎ মুরগির মড়ক দেখা দিতে পারে এবং খামারিদের লোকসান হয়ে থাকে।

আবহাওয়া পরিবর্তনজনিত সমস্যায় করণীয়:
আবহাওয়া পরিবর্তনজনিত সমস্যায় প্রথম এবং সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে বায়োসিকিউরিটিতে।খামারের মুরগি অসুস্থ হলে সব ঔষধ বন্ধ করে পরিস্কার পানি দেয়া এবং দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হয়ে চিকিৎসা প্রদান করতে হবে।

সঠিক ভাবে এলাকা উপযোগী ভ্যাকসিনেশন শিডিউল মেনে চলা।ব্রুডিংয়ের সময় মুরগীর অবস্থা বুঝে তাপ দেয়া। যেমন বাচ্চা ব্রুডারের নিচে গাদাগাদি করলে তাপ বাড়িয়ে দেয়া।

হঠাৎ অনেক বেশী মড়ক দেখা দিলে অতিদ্রুত পার্শ্ববর্তী ল্যাবে পরীক্ষা করানো।মুরগির খামারে সবসময় জীবাণুমুক্ত পানি সরবরাহ করতে হবে। রাতের বেলা কোন মতেই যেন পানি গ্যাপ না পড়ে তার দিকে খেয়াল রাখা। যদি গ্যাপ পড়ে যায় এবং পাত্র খালি হয়ে যায় তা হলে পরের বার পানি দেয়ার ক্ষেত্রে অবশ্যই পানির পাত্র বাড়িয়ে দিতে হবে।

শেয়ার করুন

প্রকাশ : জুন ৯, ২০২২ ৯:০৩ অপরাহ্ন
বৃহস্পতিবার(৯ জুন)পোল্ট্রি পণ্য,ডিমও মুরগির সর্বশেষ বাজার দর
পোলট্রি

পোল্ট্রি পণ্য (ডিম ও মুরগীর) আজকের পাইকারী মূল্য(টাকা) নিন্মরুপ:-
তারিখ:০৯/০৬/২০২২ ইং
★এখানে বর্ণিত পোল্ট্রি পণ্যের মূল্য মূলত : পোল্ট্রি খামারিদের প্রাপ্ত মূল্য।

ইউনাইটেড এগ(সেল পয়েন্ট)
লাল ডিম=৯.৫০
সাদা ডিম=৯.৩০

ডাম্পিং মার্কেট-
লাল(বাদামী) ডিম=৮.৭০
সাদা ডিম=৮.৫৫
গাজীপুর:-
লাল(বাদামী)ডিম=৮.৬০
সাদা ডিম=৮.৫০
ব্রয়লার মুরগী=১২৫/কেজি
কালবার্ড লাল=২৪৮/কেজি
কালবার্ড সাদা=১৯৪/কেজি
সোনালী মুরগী=২৩৫/ কেজি
বাচ্চার দর:-
লেয়ার লাল=১২-১৩
লেয়ার সাদা=২০-২২
ব্রয়লার=০৫-১০

ডায়মন্ডঃ-
লাল(বাদামী) বড় ডিম=
লাল(বাদামী) মাঝারি ডিম=

চট্টগ্রাম:-
লাল(বাদামী) ডিম=৮.৬০
সাদা ডিম=৮.২০
ব্রয়লার মুরগী=১২৫/কেজি
কালবার্ড লাল=২৫৫/কেজি
সোনালী মুরগী=২৩০/কেজি
বাচ্চার দর:-
লেয়ার লাল=১৮-২২
লেয়ার সাদা=২০-২৪
ব্রয়লার=০৮-১০

রাজশাহী:-
লাল(বাদামী) ডিম=৮.৩০
সাদা ডিম=৭.৮০
ব্রয়লার মুরগী =/কেজি
সোনালী =/কেজি

খুলনা:-
লাল(বাদামী) ডিম=৮.৭০
সাদা ডিম=

বরিশাল:-
লাল(বাদামী) ডিম=৮.৮০
ব্রয়লার মুরগী=/কেজি
কালবার্ড লাল=/কেজি
সোনালী মুরগী=/কেজি বাচ্চার দর:-
লেয়ার লাল =
ব্রয়লার=

ময়মনসিংহ:-
লাল(বাদামী) ডিম=৮.৫০
ব্রয়লার মুরগী=১১৮/১২০কেজি
সোনালী মুরগী=২৩০/কেজি

সিলেট=
লাল(বাদামী)ডিম=৯.১০
সাদা ডিম=৮.৭০
ব্রয়লার মুরগী=১২০/১২৫ কেজি
বাচ্চার দর:-
লেয়ার লাল =১০-১৫
লেয়ার সাদা =
ব্রয়লার =১৫

রংপুর:-
লাল(বাদামী) ডিম=৮.২০
কাজী(রংপুর):-
লাল(বাদামী) ডিম=৮.৪৭
বাচ্চার দর:-
লেয়ার লাল=
ব্রয়লার=
হাইব্রিড সুপার=৩৩
সোনালী হাইব্রিড =২৯

বগুড়া :
লাল(বাদামী)ডিম=৮.৫০
ব্রয়লার মুরগী=১৩৫/কেজি
সোনালী মুরগী =২৩০/কেজি
কাজী(বগুড়া):-
লাল(বাদামী) ডিম=৮.৫০
বাচ্চার দর:-
হাইব্রিড সুপার=৩৩
সোনালী হাইব্রিড =২৯

টাংগাইল :–
লাল(বাদামী) ডিম=৮.৬০
সাদা ডিম=৮.৩০
ব্রয়লার মুরগী=/কেজি
সোনালী মুরগী=/কেজি

কিশোরগঞ্জ:-
লাল(বাদামী) ডিম=৮.৭৫
ব্রয়লার মুরগী=/কেজি

নরসিংদী :-
লাল(বাদামী) ডিম=৮.৭০

সিরাজগঞ্জ :-
লাল(বাদামী) ডিম=৮.৫৫
ব্রয়লার মুরগী=১৩০/কেজি
কালবার্ড লাল=২৫০/কেজি
সোনালী মুরগী=২৩০/কেজি

ফরিদপুর :-
লাল(বাদামী) ডিম=৮.৬০
কাজী(ফরিদপুর) :-
লাল(বাদামী) ডিম=৮.৮০
ব্রয়লার মুরগী=১২৫/কেজি
লেয়ার মুরগী=২৪৫/কেজি
সোনালী মুরগী=২২০/কেজি
বাচ্চার দর:-
লেয়ার লাল=১৪
ব্রয়লার=১২
হাইব্রিড সুপার=৩৩
সোনালী হাইব্রিড =২৯

পাবনা :-
লাল(বাদামী)ডিম=৮.২০
সাদা ডিম=৭.৯০

নোয়াখালী:-
লাল(বাদামী)ডিম=
ব্রয়লার মুরগী=/কেজ
কালবার্ড লাল=/কেজি
সোনালী মুরগী=/কেজি
বাচ্চার দর:-
লেয়ার লাল =
লেয়ার সাদা =
ব্রয়লার =

পিরোজপুর (স্বরুপকাঠী:-
লাল(বাদামী) ডিম=৮.৬০
সাদা ডিম=৮.১০
ব্রয়লার মুরগী =/কেজি

যশোর :-
লাল(বাদামী) ডিম=৯.০০

কুমিল্লা:-
লাল (বাদামী) ডিম=৮.৭০
ব্রয়লার মুরগী=১২৫/ কেজি
কালবার্ড লাল=২৫০/কেজি
সোনালী মুরগী=/কেজি

কক্সবাজার :-
লাল (বাদামী) ডিম=৮.৯০
সাদা ডিম=৮.৭০
ব্রয়লার মুরগী =/কেজি
সোনালী মুরগী =/কেজি

একটি যৌথ উদ্যোগ: বাংলাদেশ পোল্ট্রি খামার রক্ষা জাতীয় পরিষদ (বি.পি.কে.আর.জে.পি) এবং পোল্ট্রি প্রফেশনাল’স বাংলাদেশ(পিপিবি)।

ধন্যবাদান্তে
মো:শিমুল হক রানা
যোগাযোগ:০১৮৫৫৯৪৪২৭০

শেয়ার করুন

প্রকাশ : জুন ৯, ২০২২ ৮:৩৫ পূর্বাহ্ন
অধিক লাভ পেতে সোনালি মুরগিকে যা খাওয়াবেন
পোলট্রি

অধিক লাভের আশায় এখন অনেকেই খামারে দিকে ঝুঁকছেন। গ্রামের প্রায় প্রতিটি এলাকায় খামাদের দেখা মিলে। পোল্ট্রির পাশাপাশি এখন অধিক লাভের আশায় সোনালি মুরগির খামারের দিকে আকৃষ্ট হচ্ছেন। সোনালি মুরগি পালনের পাশাপাশি যদি তার যত্ন কিভাবে করতে হয় তা জানা থাকে তাহলে আরো লাভবান হওয়ার সুযোগ থাকবে।

সোনালি মুরগির খাদ্য প্রদানে যা রাখবেন:
সোনালি মুরগিকে ব্রয়লার মুরগির মত সব সময় খাবার দেয়া দরকার বলে অনেকেই মনে করেন। কিন্তু এটা একটা ভুল ধারণা। মনে রাখা দরকার ব্রয়লার মুরগি খাদ্য রূপান্তরের হার এবং সোনালি মুরগির খাদ্য রূপান্তরের হার এক নয়।

সাধারণত সোনালি মুরগি ক্ষেত্রে প্রতি ১০০০ মুরগিতে ৪০ ব্যাগ হিসেবে সোনালি খাদ্য হিসাব করে ৮০০ গ্রাম গড় ওজন হিসাব করা হয়। কিন্তু সোনালি খাদ্যে কখনো কখনও ২ ব্যাগ বা ৩ ব্যাগ বেশি লাগতে পারে। আবার খুব ভাল হলে ২ ব্যাগ বা ৩ ব্যাগ কম লাগতে পারে।

যদি সোনালি মুরগিকে ব্রয়লার খাদ্য খাওয়ানো হয় তবে ১০০০ মুরগিতে সর্বোচ্চ ৩৪-৩৫ ব্যাগ খাদ্যে ৮০০ গ্রাম গড় ওজন হিসাব করা হয়। এক্ষেত্রেও আগের মতই ২ থেকে ৩ ব্যাগের যোগ বা বিয়োগ ধরে নেওয়া যেতে পারে।

সারা দিনে খাদ্য দেয়ার নিয়ম:
দিনে ৩ বার খাবার দিতে হবে। বিশেষ করে মনে রাখতে হবে যেন সকালে সর্বোচ্চ ৪ ঘন্টার মধ্যে খাদ্য খাওয়া শেষ হয়ে যায়, দুপুরে যেন সর্বোচ্চ ৩ ঘণ্টার মধ্যে খাদ্য শেষ হয় ও রাতে সর্বোচ্চ ৫ ঘণ্টা যেন খাদ্য খায়।

প্রয়োজনে মুরগি ক্রপ(খাদ্য থলি) পরীক্ষা করে খাদ্য দিতে হবে। যদি খাদ্য থলি ভর্তি থাকে তবে খাদ্য দেয়া কোন দরকার নাই। কারণ মনে রাখবেন, সোনালি মুরগিকে আপনি যতই খেতে দিবেন তারা ততই খাবে। কিন্তু এতে খাদ্য অপচয় হবে আপনাদের। খেয়াল করে দেখবেন ঘরে নিমপাতা বা যেকোন পাতা ঝুলিয়ে রাখলে তারা সেগুলোও খেয়ে শেষ করে। সেজন্য খাবার দেয়ার ব্যাপারে সচেতন হতে হবে।

৩য় সপ্তাহ বয়সে পরে মুরগিকে ২০-২২ গ্রাম/ মুরগি হিসেবে খাদ্য পরবর্তী প্রতি সপ্তাহে ৪-৬ গ্রাম/মুরগি হারে খাদ্য বৃদ্ধি করে চলতে হবে। দিনের মোট খাদ্যের পরিমাণকে তিন ভাগে ভাগ করে ৪০%(সকাল)+২০%(দুপুর)+৪০%(রাত) খাদ্য প্রদান করতে হবে সোনালি মুরগিকে।

শেয়ার করুন

প্রকাশ : জুন ৮, ২০২২ ৮:৩১ অপরাহ্ন
পোল্ট্রি পণ্য (ডিম ও মুরগীর) বুধবারের সর্বশেষ পাইকারী দর
পোলট্রি

পোল্ট্রি পণ্য (ডিম ও মুরগীর) আজকের পাইকারী মূল্য(টাকা) নিন্মরুপ:-

তারিখ:০৮/০৬/২০২২ ইং
★এখানে বর্ণিত পোল্ট্রি পণ্যের মূল্য মূলত : পোল্ট্রি খামারিদের প্রাপ্ত মূল্য।

ইউনাইটেড এগ(সেল পয়েন্ট)
লাল ডিম=৯.৮০
সাদা ডিম=৯.৪০

ডাম্পিং মার্কেট-
লাল(বাদামী) ডিম=৮.৮০
সাদা ডিম=৮.৫৫
গাজীপুর:-
লাল(বাদামী)ডিম=৮.৭০
সাদা ডিম=৮.৫০
ব্রয়লার মুরগী=১২০/১২২কেজি
কালবার্ড লাল=২৪৮/কেজি
কালবার্ড সাদা=১৯৪/কেজি
সোনালী মুরগী=২৩৫/ কেজি
বাচ্চার দর:-
লেয়ার লাল=১২-১৫
লেয়ার সাদা=২০-২২
ব্রয়লার=১০-১২

ডায়মন্ডঃ-
লাল(বাদামী) বড় ডিম=
লাল(বাদামী) মাঝারি ডিম=

চট্টগ্রাম:-
লাল(বাদামী) ডিম=৮.৭০
সাদা ডিম=৮.৪০
ব্রয়লার মুরগী=১২০/কেজি
কালবার্ড লাল=২৫৫/কেজি
সোনালী মুরগী=২৩৫/কেজি
বাচ্চার দর:-
লেয়ার লাল=১৮-২২
লেয়ার সাদা=২০-২২
ব্রয়লার=১০-১২

রাজশাহী:-
লাল(বাদামী) ডিম=৮.৪০
সাদা ডিম=৭.৯০
ব্রয়লার মুরগী =/কেজি
সোনালী =/কেজি

খুলনা:-
লাল(বাদামী) ডিম=৮.৭০
সাদা ডিম=

বরিশাল:-
লাল(বাদামী) ডিম=৮.৮০
ব্রয়লার মুরগী=/কেজি
কালবার্ড লাল=/কেজি
সোনালী মুরগী=/কেজি বাচ্চার দর:-
লেয়ার লাল =
ব্রয়লার=

ময়মনসিংহ:-
লাল(বাদামী) ডিম=৮.৬০
ব্রয়লার মুরগী=১১৮/১২০কেজি
সোনালী মুরগী=২৩০/২৩৫কেজি

সিলেট=
লাল(বাদামী)ডিম=৯.৩০
সাদা ডিম=৮.৯০
ব্রয়লার মুরগী=১২০/১২৫ কেজি
বাচ্চার দর:-
লেয়ার লাল =১০-১৫
লেয়ার সাদা =
ব্রয়লার =১৫

[ খাদ্যের দাম কমানোর দাবি করছি]

রংপুর:-
লাল(বাদামী) ডিম=৮.৪০
কাজী(রংপুর):-
লাল(বাদামী) ডিম=৮.৫৮
বাচ্চার দর:-
লেয়ার লাল=
ব্রয়লার=
হাইব্রিড সুপার=৩৩
সোনালী হাইব্রিড =২৯

বগুড়া :
লাল(বাদামী)ডিম=৮.৯০
ব্রয়লার মুরগী=১৩৫/কেজি
সোনালী মুরগী =২৩০/কেজি
কাজী(বগুড়া):-
লাল(বাদামী) ডিম=৮.৯১
বাচ্চার দর:-
হাইব্রিড সুপার=৩৩
সোনালী হাইব্রিড =২৯

টাংগাইল :–
লাল(বাদামী) ডিম=৮.৭০
সাদা ডিম=৮.৪০
ব্রয়লার মুরগী=/কেজি
সোনালী মুরগী=/কেজি

কিশোরগঞ্জ:-
লাল(বাদামী) ডিম=৮.৮০
ব্রয়লার মুরগী=/কেজি

নরসিংদী :-
লাল(বাদামী) ডিম=৮.৮০

সিরাজগঞ্জ :-
লাল(বাদামী) ডিম=৮.৭০
ব্রয়লার মুরগী=১৩০/কেজি
কালবার্ড লাল=২৫০/কেজি
সোনালী মুরগী=২৩০/কেজি

ফরিদপুর :-
লাল(বাদামী) ডিম=৮.৭০
কাজী(ফরিদপুর) :-
লাল(বাদামী) ডিম=৮.৯০
ব্রয়লার মুরগী=১২৫/কেজি
লেয়ার মুরগী=২৪৫/কেজি
সোনালী মুরগী=২২০/কেজি
বাচ্চার দর:-
লেয়ার লাল=১৪
ব্রয়লার=১২
হাইব্রিড সুপার=৩৩
সোনালী হাইব্রিড =২৯

পাবনা :-
লাল(বাদামী)ডিম=৮.৪০
সাদা ডিম=৮.০০

নোয়াখালী:-
লাল(বাদামী)ডিম=
ব্রয়লার মুরগী=/কেজ
কালবার্ড লাল=/কেজি
সোনালী মুরগী=/কেজি
বাচ্চার দর:-
লেয়ার লাল =
লেয়ার সাদা =
ব্রয়লার =

পিরোজপুর (স্বরুপকাঠী:-
লাল(বাদামী) ডিম=৮.৬০
সাদা ডিম=৮.১০
ব্রয়লার মুরগী =/কেজি

যশোর :-
লাল(বাদামী) ডিম=৯.০০

কুমিল্লা:-
লাল (বাদামী) ডিম=৮.৭০
ব্রয়লার মুরগী=১২২/ কেজি
কালবার্ড লাল=২৫০/কেজি
সোনালী মুরগী=/কেজি

কক্সবাজার :-
লাল (বাদামী) ডিম=৯.০০
সাদা ডিম=৮.৮০
ব্রয়লার মুরগী =/কেজি
সোনালী মুরগী =/কেজি

একটি যৌথ উদ্যোগ: বাংলাদেশ পোল্ট্রি খামার রক্ষা জাতীয় পরিষদ (বি.পি.কে.আর.জে.পি) এবং পোল্ট্রি প্রফেশনাল’স বাংলাদেশ(পিপিবি)।

ধন্যবাদান্তে
মো:শিমুল হক রানা
যোগাযোগ:০১৮৫৫৯৪৪২৭০

শেয়ার করুন

প্রকাশ : জুন ৭, ২০২২ ৮:২০ অপরাহ্ন
পোল্ট্রি পণ্য (ডিম ও মুরগীর) মঙ্গলবার সর্বশেষ বাজার দর
পোলট্রি

পোল্ট্রি পণ্য (ডিম ও মুরগীর) মঙ্গলবার সর্বশেষ বাজার দরপোল্ট্রি পণ্য (ডিম ও মুরগীর) আজকের পাইকারী মূল্য(টাকা) নিন্মরুপ:-
তারিখ:০৭/০৬/২০২২ ইং
★এখানে বর্ণিত পোল্ট্রি পণ্যের মূল্য মূলত : পোল্ট্রি খামারিদের প্রাপ্ত মূল্য।

ইউনাইটেড এগ(সেল পয়েন্ট)
লাল ডিম=৯.৮০
সাদা ডিম=৯.৪০

ডাম্পিং মার্কেট-
লাল(বাদামী) ডিম=৮.৯০
সাদা ডিম=৮.৬০
গাজীপুর:-
লাল(বাদামী)ডিম=৮.৭০
সাদা ডিম=৮.৫০
ব্রয়লার মুরগী=/কেজি
কালবার্ড লাল=২৪৮/কেজি
কালবার্ড সাদা=১৯৪/কেজি
সোনালী মুরগী=২৪০/ কেজি
বাচ্চার দর:-
লেয়ার লাল=১৪-১৫
লেয়ার সাদা=২০-২২
ব্রয়লার=১৫-১৬

ডায়মন্ডঃ-
লাল(বাদামী) বড় ডিম=
লাল(বাদামী) মাঝারি ডিম=

চট্টগ্রাম:-
লাল(বাদামী) ডিম=৮.৮০
সাদা ডিম=৮.৪০
ব্রয়লার মুরগী=১২২/কেজি
কালবার্ড লাল=২৫৫/কেজি
সোনালী মুরগী=২৩৫/কেজি
বাচ্চার দর:-
লেয়ার লাল=২০-২২
লেয়ার সাদা=২২-২৫
ব্রয়লার=১৩-১৬

রাজশাহী:-
লাল(বাদামী) ডিম=৮.৬০
সাদা ডিম=৭.৯০
ব্রয়লার মুরগী =/কেজি
সোনালী =/কেজি

খুলনা:-
লাল(বাদামী) ডিম=৮.৭০
সাদা ডিম=৮.২০

বরিশাল:-
লাল(বাদামী) ডিম=৮.৮০
ব্রয়লার মুরগী=/কেজি
কালবার্ড লাল=/কেজি
সোনালী মুরগী=/কেজি বাচ্চার দর:-
লেয়ার লাল =২০
ব্রয়লার=১৩

ময়মনসিংহ:-
লাল(বাদামী) ডিম=৮.৬০
ব্রয়লার মুরগী১১৮/১২০=কেজি
সোনালী মুরগী=২৩০/২৩৫কেজি

সিলেট=
লাল(বাদামী)ডিম=৯.৩০
সাদা ডিম=৮.৯০
ব্রয়লার মুরগী=১২০/১২৫ কেজি
বাচ্চার দর:-
লেয়ার লাল =১০-১৫
লেয়ার সাদা =
ব্রয়লার =১৫

রংপুর:-
লাল(বাদামী) ডিম=৮.৪০
কাজী(রংপুর):-
লাল(বাদামী) ডিম=৮.৫৫
বাচ্চার দর:-
লেয়ার লাল=
ব্রয়লার=
হাইব্রিড সুপার=৩২
সোনালী হাইব্রিড =২৮

বগুড়া :
লাল(বাদামী)ডিম=৮.৬৫
ব্রয়লার মুরগী=১৩০/কেজি
সোনালী মুরগী =২৩০/কেজি
কাজী(বগুড়া):-
লাল(বাদামী) ডিম=৮.৬৫
বাচ্চার দর:-
হাইব্রিড সুপার=৩২
সোনালী হাইব্রিড =২৮

টাংগাইল :–
লাল(বাদামী) ডিম=৮.৭০
সাদা ডিম=৮.৪০
ব্রয়লার মুরগী=/কেজি
সোনালী মুরগী=/কেজি

কিশোরগঞ্জ:-
লাল(বাদামী) ডিম=৮.৮০
ব্রয়লার মুরগী=/কেজি

নরসিংদী :-
লাল(বাদামী) ডিম=৮.৮০

সিরাজগঞ্জ :-
লাল(বাদামী) ডিম=
ব্রয়লার মুরগী=/কেজি
কালবার্ড লাল=/কেজি
সোনালী মুরগী=/কেজি

ফরিদপুর :-
লাল(বাদামী) ডিম=৮.৭০
কাজী(ফরিদপুর) :-
লাল(বাদামী) ডিম=৮.৯০
ব্রয়লার মুরগী=১২৫/কেজি
লেয়ার মুরগী=২৪৫/কেজি
সোনালী মুরগী=২২০/কেজি
বাচ্চার দর:-
লেয়ার লাল=১৮
ব্রয়লার=১২
হাইব্রিড সুপার=৩২
সোনালী হাইব্রিড =২৮

পাবনা :-
লাল(বাদামী)ডিম=৮.৪৫
সাদা ডিম=৮.০৫

নোয়াখালী:-
লাল(বাদামী)ডিম=
ব্রয়লার মুরগী=/কেজ
কালবার্ড লাল=/কেজি
সোনালী মুরগী=/কেজি
বাচ্চার দর:-
লেয়ার লাল =
লেয়ার সাদা =
ব্রয়লার =

পিরোজপুর (স্বরুপকাঠী:-
লাল(বাদামী) ডিম=৮.৬০
সাদা ডিম=৮.১০
ব্রয়লার মুরগী =/কেজি

যশোর :-
লাল(বাদামী) ডিম=৯.০০

কুমিল্লা:-
লাল (বাদামী) ডিম=৮.৮০
ব্রয়লার মুরগী=১২০/ কেজি
কালবার্ড লাল=২৫০/কেজি
সোনালী মুরগী=২১৫/কেজি

কক্সবাজার :-
লাল (বাদামী) ডিম=৯.০০
সাদা ডিম=৮.৮০
ব্রয়লার মুরগী =/কেজি
সোনালী মুরগী =/কেজি

একটি যৌথ উদ্যোগ: বাংলাদেশ পোল্ট্রি খামার রক্ষা জাতীয় পরিষদ (বি.পি.কে.আর.জে.পি) এবং পোল্ট্রি প্রফেশনাল’স বাংলাদেশ(পিপিবি)।

ধন্যবাদান্তে
মো:শিমুল হক রানা
যোগাযোগ:০১৮৫৫৯৪৪২৭০

শেয়ার করুন

প্রকাশ : জুন ৭, ২০২২ ১১:২১ পূর্বাহ্ন
ব্রয়লারের খামার যেভাবে জীবাণুমুক্ত রাখবেন
পোলট্রি

ব্রয়লার পালন লাভজনক হওয়ার কারণে বর্তমানে আমাদের দেশের অনেকেই মুরগির খামার গড়ে তুলছেন। খামারে ব্রয়লার মুরগি পালনে খামার জীবাণুমুক্ত না করার কারণে অনেক সময় খামারে মারাত্মক রোগের দেখা দেয়।

ব্রয়লার পালনে খামার জীবাণুমুক্ত রাখার কৌশল:
খামারের আগের মুরগি বিক্রি করার পর ফিডার, ড্রিংকার ম্যালাথিয়ন বা সেভিন ১০ মিলি/লিটার পানিতে রাখার পর পর্দা তুলে দিয়ে স্প্রে করতে হবে যাতে সেডের ভিতরে যত পোকা বা বিটল আছে সব মারা যায়। যদি এগুলো যদি বেঁচে থাকে তবে পরবর্তী ফ্লকে জীবানু নিয়ে যেতে পারে। এরপর ৪ লিটার পানিতে ১ লিটার ফরমালিন দিয়ে সম্পূর্ন ঘর স্প্রে করতে হবে।

ব্রয়লার মুরগির খামারে ফরমালিন স্প্রে করার কমপক্ষে ১২ ঘন্টা পর শেডের ভিতরের ফিডার, ড্রিংকার বের করে ফেলতে হবে।
ব্যবহৃত লিটারগুলো বস্তায় ভরে আগের স্থান থেকে সরিয়ে ফেলতে হবে। যা বিক্রি করা যাবে অথবা সবজি ক্ষেতে সার হিসাবে ব্যবহার করা যেতে পারে।

মেঝেতে নারিকেলের ঝাড়ু, প্লাস্টিক ব্রাশ দিয়ে ধূলিকনা, মাটি, মুরগীর পাখনা, আবর্জনা ইত্যাদি যদি থেকে থাকে তাহলে সেগুলো ভালোকরে পরিষ্কার করে ফেলতে হবে।

মেঝে থেকে সবকিছু সরানোর পরে পানি দিতে হবে। তবে ঘরে পানি ব্যবহার করার পূর্বে নিশ্চিত হতে হবে যে ইলেকট্রিক মেইন সুইস অফ করা হয়েছে। অফ করা না থাকলে তা অফ করে তারপর পানি ঢেলে দিতে হবে।

মেঝে ভালোভাবে পরিষ্কার করতে হবে। তারপর কস্টিক সোডা ১.২৫ কেজি প্রতি ১০০০ বর্গফুট ফ্লোরে দিয়ে ২৪ ঘন্টা পানি দ্বারা ভিজিয়ে রাখতে হবে। ২৪ ঘন্টা পর কস্টিক সোডার পানি বের করে দিয়ে পরিস্কার পানি দিয়ে ফ্লোর ভালভাবে ধুয়ে ফেলতে হবে।

খামারে লিটার ঢুকানোর পূর্বেই ম্যালাথিয়ন ও ফরমালিন স্প্রে করে পরিষ্কার শেডে ঢুকাতে হবে। এতে আরও বেশি জীবাণুমুক্ত হওয়ার সম্ভাবনা বেড়ে যাবে।

জীবাণুমুক্ত করার সর্বশেষ ধাপ হচ্ছে ফিউমিগেশন করা। ফিউমিগেশন এর জন্য ঘরের আয়তন অনুযায়ী ফরমালিন ও পটাশ প্রয়োগ করতে হবে। এক্ষেত্রে জন্য ৪০ মিলি ফরমালিন এবং ২০ গ্রাম পটাশ ১০০ ঘন ফুট শেডের জন্য প্রয়োগ করতে হবে।

শেয়ার করুন

প্রকাশ : জুন ৭, ২০২২ ১১:০৮ পূর্বাহ্ন
গোখাদ্যেরে দাম বৃদ্ধি, সিলেটের ছোট ও মাঝারি খামার বন্ধের পথে!
পাঁচমিশালি

গত এক বছরের মধ্যে দ্রুততম সময়ে অস্বাভাবিক হারে গোখাদ্যের দাম বেড়েছে। গত বছর ৩৫ কেজি ওজনের প্রতি বস্তা গমের ভুসি বিক্রি হতো ১ হাজার ৪৩০ টাকায়। বর্তমানে তা বিক্রি হচ্ছে ২ হাজার ৫০ টাকায়। এক বছরের ব্যবধানে দাম বেড়েছে বস্তাপ্রতি প্রায় ৬২০ টাকা। গেল বছর ৫০ কেজি ওজনের প্রতি বস্তা লবণ বিক্রি হতো ৬০০ টাকায়। এবার বিক্রি হচ্ছে ১ হাজার ৫০ টাকায়। এক বছরে প্রতি বস্তায় দাম বেড়েছে ৪৫০ টাকা। সিলেটের গোখাদ্য বিক্রয়কারী প্রতিষ্ঠানগুলোয় দেখা মিলে এমন চিত্রের। যার ফলে বন্ধ হয়ে যাচ্ছে সিলেটের ছোট ও মাঝারি খামারগুলো।

খোঁজ নিয়ে জানা গেছে, গেল বছর ৭৭৫ টাকায় এক বস্তা ফিড পাওয়া গেলেও বর্তমানে বিক্রি হচ্ছে ১ হাজার ২০ টাকায়। এক বছরের ব্যবধানে প্রতি বস্তা ফিডের দাম বেড়েছে ২৪৫ টাকা। গেল বছর প্রতি বস্তা ভুট্টা বিক্রি হতো ১ হাজার ৩০০ টাকায়। বর্তমানে তা বিক্রি হচ্ছে ১ হাজার ৯০০ টাকায়। দাম বেড়েছে বস্তাপ্রতি ৬০০ টাকা। ৫০ কেজি ওজনের ১ হাজার ৭০০ টাকা দরের মিক্সার বিক্রি হচ্ছে ২ হাজার টাকায়। দাম বেড়েছে ৩০০ টাকা। ৪০ কেজি ওজনের রাইস পলিশ বা আটা কুঁড়া ৪০০ টাকা থেকে বেড়ে দাঁড়িয়েছে ৭০০ টাকায়। এক বছরে দাম বেড়েছে ৩০০ টাকা। গোখাদ্যের এমন অস্বাভাবিক মূলবৃদ্ধির ফলে খামারিরা নিরুৎসাহিত হয়ে পড়ছেন।

সিলেটে সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী নিজেও একজন খামারি। শহরতলির ভাটা এলাকায় তিনি গড়ে তুলেছেন বিশাল একটি খামার। তাতে রয়েছে কয়েক শ’ গরু। দুগ্ধ উৎপাদনকারী প্রতিষ্ঠান হিসেবে তার খামারের রয়েছে ব্যাপক সুনাম। গোখাদ্যের বর্তমান মূল্যবৃদ্ধির ফলে উদ্ভূত পরিস্থিতিতে শুক্রবার রাতে সিটি মেয়রের বাসভবনে সভা করেন সিলেটের খামারিরা। সভা থেকে সম্মিলিতভাবে সিদ্ধান্ত নিয়ে খামারিরা পাইকারি দুধের দাম বাড়িয়ে দিয়েছেন। পাইকারি দামে প্রতি লিটার দুধ ৭০ টাকা ও খুচরা ৯০ টাকা করে নির্ধারণ করা হয়েছে।

সিলেট জেলায় ছোট-বড় প্রায় এক হাজার খামার রয়েছে। এ অঞ্চলে কাঁচা ঘাসের উৎপাদন কম। যে কারণে বাজার থেকে কেনা দানাদার জাতীয় গোখাদ্য ছাড়া বিকল্প খাবার তেমন থাকে না। এজন্য বাজার থেকে দানাদার খাবারের বিকল্প বের করার তাগাদা দিচ্ছেন প্রাণিসম্পদ কর্মকর্তারা।

এ বিষয়ে সিলেট জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. রুস্তুম আলী জানান, রাশিয়া-ইউক্রেন যুদ্ধসহ আন্তর্জাতিক কারণে দানাদার খাদ্যের দাম বাড়ছে। এ অবস্থায় পতিত জমিতে ঘাস চাষের বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে উদ্যোগী হতে হবে। পাশাপাশি বর্ষায় পানি শুকানোর পর এ অঞ্চলের জমিতে মাষকলাইর চাষ করা যেতে পারে। দানাদার খাদ্যের ওপর নির্ভরশীলতা না কমালে খামারিরা ক্ষতিগ্রস্ত হতে পারেন।

শেয়ার করুন

প্রকাশ : জুন ৬, ২০২২ ৯:৩২ অপরাহ্ন
পোল্ট্রি খামারের লোকসান পুষিয়ে আনতে মাদক ব্যবসায় জড়িত হোন তিনি
পাঁচমিশালি

পোল্ট্রির খামারের লোকসান পুষিয়ে আনতে মাদক ব্যবসায় জড়িয়ে পড়েন নোয়াখালীর সোনাইমুড়ী এক নারী। ইয়াবা বিক্রির সময় ২০০ ইয়াবাসহ ওই নারীকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (৫ জুন) রাতে ভানুয়াই গ্রামের ভাড়া বাসা থেকে ছদ্মবেশী পুলিশের কাছে ইয়াবা বিক্রির সময় তাকে হাতেনাতে গ্রেফতার করা হয়। গ্রেফতার সাহিদা আক্তার সোনাইমুড়ী পৌরসভার পাপুয়া গ্রামের মিজি বাড়ির মো. রুবেলের স্ত্রী। তার বাবার নাম মৃত আবুল খায়ের।

সোমবার (৬ জুন) সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হারুনুর রশিদ তাকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে অভিযোগ ছিল ভাড়া বাসায় ওই নারী ইয়াবা বিক্রি করে আসছেন। প্রমাণ না থাকায় এতদিন গ্রেফতার করা যায়নি। সোমবার রাতে ছদ্মবেশে তার কাছ থেকে ইয়াবা কিনতে যান উপ-পরিদর্শক (এসআই) মাঈন উদ্দিন। এ সময় ২০০ পিস ইয়াবাসহ তাকে হাতেনাতে গ্রেফতার করা হয়।

ওসি হারুনুর রশিদ জানান, সাহিদা পুলিশের কাছে ইয়াবা বিক্রির বিষয়টি স্বীকার করেছেন। ওই নারী দাবি করেন, পোলট্রি খামার করে তার অনেক টাকা লোকসান হয়ে যায়। এ ক্ষতি পুষিয়ে নিতে তিনি মাদক ব্যবসায় জড়িয়ে পড়েন।

শেয়ার করুন

প্রকাশ : জুন ৬, ২০২২ ৭:৫৩ অপরাহ্ন
পোল্ট্রি পণ্য (ডিম ও মুরগীর) সোমবার সর্বশেষ বাজার দর
পোলট্রি

পোল্ট্রি পণ্য (ডিম ও মুরগীর) আজকের পাইকারী মূল্য(টাকা) নিন্মরুপ:-
তারিখ:০৬/০৬/২০২২ ইং
★এখানে বর্ণিত পোল্ট্রি পণ্যের মূল্য মূলত : পোল্ট্রি খামারিদের প্রাপ্ত মূল্য।

ইউনাইটেড এগ(সেল পয়েন্ট)
লাল ডিম=৯.৮০
সাদা ডিম=৯.৪০

ডাম্পিং মার্কেট-
লাল(বাদামী) ডিম=৯.০০
সাদা ডিম=৮.৫০
গাজীপুর:-
লাল(বাদামী)ডিম=৮.৮০
সাদা ডিম=৮.৪০
ব্রয়লার মুরগী=১২৮/কেজি
কালবার্ড লাল=২৪৮/কেজি
কালবার্ড সাদা=১৯৪/কেজি
সোনালী মুরগী=২৪০/ কেজি
বাচ্চার দর:-
লেয়ার লাল=১৪-১৫
লেয়ার সাদা=২০-২২
ব্রয়লার=১৫-১৬

ডায়মন্ডঃ-
লাল(বাদামী) বড় ডিম=৯.০৫
লাল(বাদামী) মাঝারি ডিম=৮.৭৫

চট্টগ্রাম:-
লাল(বাদামী) ডিম=৮.৯০
সাদা ডিম=৮.৫০
ব্রয়লার মুরগী=১২৭/কেজি
কালবার্ড লাল=২৫৫/কেজি
সোনালী মুরগী=২৩৫/কেজি
বাচ্চার দর:-
লেয়ার লাল=২০-২২
লেয়ার সাদা=২২-২৫
ব্রয়লার=১৬-১৮

রাজশাহী:-
লাল(বাদামী) ডিম=৮.৬০
সাদা ডিম=৭.৯০
ব্রয়লার মুরগী =/কেজি
সোনালী =/কেজি

খুলনা:-
লাল(বাদামী) ডিম=৮.৯০
সাদা ডিম=৮.৪০

বরিশাল:-
লাল(বাদামী) ডিম=৮.৮০
ব্রয়লার মুরগী=/কেজি
কালবার্ড লাল=২৬০/কেজি
সোনালী মুরগী=২৫০/কেজি বাচ্চার দর:-
লেয়ার লাল =২০
ব্রয়লার=১৩

ময়মনসিংহ:-
লাল(বাদামী) ডিম=৮.৬০
ব্রয়লার মুরগী=১২২/১২৫কেজি
সোনালী মুরগী=২৩০/২৪০কেজি

সিলেট=
লাল(বাদামী)ডিম=৯.৩০
সাদা ডিম=৮.৯০
ব্রয়লার মুরগী=১২০/১২৫ কেজি
বাচ্চার দর:-
লেয়ার লাল =১০-১৫
লেয়ার সাদা =
ব্রয়লার =১৫

রংপুর:-
লাল(বাদামী) ডিম=৮.৪০
কাজী(রংপুর):-
লাল(বাদামী) ডিম=৮.৭২
বাচ্চার দর:-
লেয়ার লাল=
ব্রয়লার=
হাইব্রিড সুপার=৩২
সোনালী হাইব্রিড =২৮

বগুড়া :
লাল(বাদামী)ডিম=৯.০০
ব্রয়লার মুরগী=১৩০/কেজি
সোনালী মুরগী =২৩০/কেজি
কাজী(বগুড়া):-
লাল(বাদামী) ডিম=
বাচ্চার দর:-
হাইব্রিড সুপার=৩২
সোনালী হাইব্রিড =২৮

টাংগাইল :–
লাল(বাদামী) ডিম=৮.৮০
সাদা ডিম=৮.৩০
ব্রয়লার মুরগী=১২৫/কেজি
সোনালী মুরগী=/কেজি

কিশোরগঞ্জ:-
লাল(বাদামী) ডিম=৮.৯০
ব্রয়লার মুরগী=/কেজি

নরসিংদী :-
লাল(বাদামী) ডিম=

সিরাজগঞ্জ :-
লাল(বাদামী) ডিম=
ব্রয়লার মুরগী=/কেজি
কালবার্ড লাল=/কেজি
সোনালী মুরগী=/কেজি

ফরিদপুর :-
লাল(বাদামী) ডিম=৮.৮০
কাজী(ফরিদপুর) :-
লাল(বাদামী) ডিম=৯.০০
ব্রয়লার মুরগী=১২৫/কেজি
লেয়ার মুরগী=২৪৫/কেজি
সোনালী মুরগী=২২০/কেজি
বাচ্চার দর:-
লেয়ার লাল=১৮
ব্রয়লার=১২
হাইব্রিড সুপার=৩২
সোনালী হাইব্রিড =২৮

পাবনা :-
লাল(বাদামী)ডিম=৮.৫৫
সাদা ডিম=৮.০৫

নোয়াখালী:-
লাল(বাদামী)ডিম=
ব্রয়লার মুরগী=/কেজ
কালবার্ড লাল=/কেজি
সোনালী মুরগী=/কেজি
বাচ্চার দর:-
লেয়ার লাল =
লেয়ার সাদা =
ব্রয়লার =

পিরোজপুর (স্বরুপকাঠী:-
লাল(বাদামী) ডিম=৮.৬০
সাদা ডিম=৮.১০
ব্রয়লার মুরগী =/কেজি

যশোর :-
লাল(বাদামী) ডিম=৯.২০

কুমিল্লা:-
লাল (বাদামী) ডিম=৮.৮০
ব্রয়লার মুরগী=১২৫/ কেজি
কালবার্ড লাল=২৫০/কেজি
সোনালী মুরগী=২২০/কেজি

কক্সবাজার :-
লাল (বাদামী) ডিম=৯.০০
সাদা ডিম=৮.৮০
ব্রয়লার মুরগী =/কেজি
সোনালী মুরগী =/কেজি

একটি যৌথ উদ্যোগ: বাংলাদেশ পোল্ট্রি খামার রক্ষা জাতীয় পরিষদ (বি.পি.কে.আর.জে.পি) এবং পোল্ট্রি প্রফেশনাল’স বাংলাদেশ(পিপিবি)।

ধন্যবাদান্তে
মো:শিমুল হক রানা
যোগাযোগ:০১৮৫৫৯৪৪২৭০

শেয়ার করুন

প্রকাশ : জুন ৬, ২০২২ ১২:৫০ অপরাহ্ন
ব্রয়লার মুরগির খামারে যেসব ব্যবস্থাপনা জরুরি
পোলট্রি

মুরগির খামারের মাধ্যমে বর্তমান সময়ে অনেক বেকার যুবকরা স্বাবলম্বী হচ্ছেন। ব্রয়লার মুরগির পালনের মাধ্যমে দেশে মাংসের চাহিদা অনেকাংশেই পূরণ হচ্ছে। ব্রয়লার মুরগির খামারে যেসব ব্যবস্থা অবশ্যই থাকতে হবে সেগুলো খামারিদের ভালোভাবে জেনে রাখা দরকার।

ব্রয়লার মুরগির খামারে যেসব ব্যবস্থা অবশ্যই থাকতে হবে:
ব্রয়লার মুরগির খামারে পর্যাপ্ত পরিমাণে আলো ও বাতাস চলাচলের ব্যবস্থা রাখতে হবে। এতে খামারে স্যাঁতস্যাঁতে ভাব বা গাসের সৃষ্টি হবে না। ব্রয়লার মুরগির খামার জনবসতি থেকে কিছুটা দূরে এবং যোগাযোগ ব্যবস্থা ভালো এমন স্থানে হতে হবে।

ব্রয়লারের খামারে প্রয়োজনীয় তাপের ব্যবস্থা করতে হবে। আর গরমের দিনে তাপমাত্রা নিয়ন্ত্রণে রাখার জন্য ফ্যান ও প্রয়োজনীয় ভ্যান্টিলেশন ব্যবস্থা রাখতে হবে। ব্রয়লারের খামার কিছুটা উঁচু স্থানে নির্মাণ করতে হবে। খামারে বন্যার পানি ও অন্যান্য প্রতিকূল আবহাওয়া থেকে যাতে রক্ষা করা যায় সেই ব্যবস্থা রাখতে হবে।

সম্ভব হলে ব্রয়লার খামারের চারদিকে উঁচু দেয়াল বা বেড়া দিয়ে দিতে হবে যাতে প্রতিকুল আবহাওয়া, বন্যপ্রাণী কিংবা শত্রুর হতে রক্ষা করা যায়।

শেয়ার করুন

বিজ্ঞাপন

ads

বিজ্ঞাপন

ads

বিজ্ঞাপন

ads

বিজ্ঞাপন

ads

বিজ্ঞাপন

ads

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

ads

ফেসবুকে আমাদের দেখুন

ads

মুক্তমঞ্চ

scrolltop