বিষমুক্ত সবজি চাষে সাফল্য চাঁদপুরের কালামের
কৃষি বিভাগ
কৃষক কালাম ছৈয়াল। তিনি চাঁদপুর সদর উপজেলার তরপুরচন্ডী ইউনিয়নে ৮ নং ওয়ার্ডে বিষমুক্ত সবজি চাষ করে সাফল্য পেয়েছেন।প্রতি বছর আগাম বিষমু্ক্ত মৌসুমি শাক-সবজি চাষ করে এলাকায় বেশ জনপ্রিয় হয়ে উঠেছেন বিষমু্ক্ত সবজি চাষী হিসাবে।
কৃষক কালাম ছৈয়াল জানান, আমি আগাম জাতের বিষমু্ক্ত মৌসুমি শাক-সবজির চাষ ও বিক্রয় করে একদিকে আমার কৃষি কাজের উৎসাহ যেমন বাড়ছে অন্যদিকে আমি আর্থিক ভাবেও সাফল্য পেয়েছি।আমি ১৮ শতাংশ জমিতে আলাদা আলাদা বীজতলা বা সেড তৈরি করে শাক-সবজি চাষ করি।ইতোমধ্যে তিনি বিএডিসীর ইয়ার মালেক সীড চাকাতা কোম্পানির টমোটো চাষ করে এলাকায় বেশ সাড়া ফেলেছে।
তিনি জানান আমি ১২০০ টি টমোটো চারা লাগিয়েছি যা থেকে আমি গড়ে ৩০০ কেজির টমোটো বিক্রয় করতে পারি।এছাড়াও তিনি একই বীজ তলায় ফুলকপি,বাঁধাকপি, গাজর,পেয়াজ,রসুন,কালো বেগুন,লাউ ও মিষ্টি কুমড়া চাষ করে থাকেন।তার কাছ অর্থনৈতিক সুবিধা সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন এই জমি থেকেই শাক-সবজি উৎপাদন করে আমার বছরে প্রায় ২ লাখ টাকার মত আয় হয় যা দিয়ে আমার পবিরার ও ছেলে মেয়ের পড়ালেখার ব্যয় মিটানো হয়।
তিনি জানান, আমি যদি সরকারি কোন সুযোগ সুবিধা পেতাম তাহলে কৃষি কাজে আমার কাজের বিস্তার গঠাতে পারতাম।কারণ আমি জানি শেখ হাসিনা সরকার উন্নয়ন আর কৃষি বান্ধব সরকার।আমার একটা স্বপ্ন যদি কোন সরকারি কৃষি অফিসার আমার এই প্রজেক্টে আসতো আমি খুব আনন্দিত হতাম।
কৃষি বিভাগের কোন সাহায্য সহযোগীতা না পেয়েও কৃষক কালাম ছৈয়ালের এমন সাফল্যে এলাকার অনেক মানুষও তার কাছ থেকে ধারণা নিয়ে ঝুকছে বিষমুক্ত সবজি চাষের দিকে। আর তাতে বদলে যাচ্ছে চাঁদপুরের চিত্র। মানুষ পাচ্ছে বিষমুক্ত শাক-সবজি।