লালমনিরহাটের কালীগঞ্জে “বিজ্ঞান ভিত্তিক মহিষ পালন এবং খামার ব্যবস্থাপনা” শীর্ষক খামারী প্রশিক্ষণ সম্পন্ন
প্রাণিসম্পদ
লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলায় “বিজ্ঞানভিত্তিক মহিষ পালন ও খামার ব্যবস্থাপনা” শীর্ষক ৩ (তিন) দিনব্যাপী খামারী প্রশিক্ষণ শুক্রবার (২৫ই ফেব্রুয়ারী, ২০২২ খ্রিঃ) সমাপ্ত হয়েছে। গত বুধবার ২৩ই ফেব্রুয়ারী, ২০২২ খ্রিঃ তারিখ সকালে বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইন্সটিটিউট এর বাস্তবায়নে ও উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়, কালীগঞ্জের সহযোগীতায় উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ে নির্বাচিত সুফলভোগী ৫০ জন মহিষ খামারীদের নিয়ে তিন দিনব্যাপী প্রশিক্ষণের শুরু হয় গত বুধবার, শুভ উদ্বোধন করেন লালমনিরহাট জেলার জেলা প্রাণিস্পদ কর্মকর্তা ডাঃ মোঃ জাহাঙ্গীর আলম। উপজেলা প্রাণিস্পদ কর্মকর্তা ডাঃ স্বপন চন্দ্র সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা জনাব মোঃ আব্দুল মান্নান।
তিন দিনব্যাপী এই প্রশিক্ষণ কর্মশালার সমাপনী দিনে উপস্থিত ছিলেন মহিষ গবেষণা ও উন্নয়ন প্রকল্পের প্রকল্প পরিচালক ড. গৌতম কুমার দেব। ককর্মশালার মাধ্যমে কালীগঞ্জ উপজেলার মহিষ খামারীগণ লাভজনক পদ্ধতিতে মহিষ লালন পালন, বয়সভিত্তিক বিভিন্ন মহিষের খাদ্য ব্যাবস্থাপনা, কাঁচা ঘাস প্রক্রিয়াজাতকরণ ও ভেজা খড় সংরক্ষণের আধুনিক প্রযুক্তিসমূহ, গর্ভবতী, প্রসূতী, দুগ্ধবতী ও বাছুরের স্বাস্থ্য ব্যাবস্থাপনা, প্রজনন স্বাস্থ্য ব্যাবস্থাপনা, মহিষের রোগ প্রতিরোধে করণীয়, টিকাপ্রদান ও কৃমিমুক্ত করার প্রয়োজনীয়তা ও নিয়মাবলী, কৃমি প্রতিরোধে খামারীদের করণীয় সম্পর্কে জানতে পেরেছেন।
বাংলাদেশে প্রাপ্ত মহিষের জাতসমূহ, দুধাল গাভী মহিষ, আদর্শ প্রজনন উপযোগি ষাঁড় মহিষ নির্বাচন সম্পর্কে খামারীরা সুনিপুণ ধারণা অর্জন করেন। এছাড়াও খামারীদেরকে সুষম দানাদার খাবার মিশ্রণ প্রক্রিয়া ও ইউএমএস (চিটা-খড়-ইউরিয়া) হাতে কলমে শেখানো ও ডেমোনেস্ট্রেশন করা হয়। খামারীরা ভবিষতে কাঁচা ঘাস সংরক্ষণ (সাইলেজ) প্রস্তুতি করবেন বলে প্রতিশ্রুতি প্রদান করেন। খামারীবাদ্ধব এই প্রশিক্ষণ কর্মশালার কোর্স কো-অর্ডিনেটরের দায়িত্বে ছিলেন বিএলআরআই-এর মহিষ গবেষণা ও উন্নয়ন প্রকল্পের বৈজ্ঞানিক কর্মকর্তা মোঃ কামরুল হাসান মজুমদার।
উক্ত কর্মশালার মাধ্যমে প্রশিক্ষণ প্রাপ্ত মহিষ খামারীগন বিজ্ঞানভিত্তিক খামার ব্যাবস্থাপনা সম্পর্কে অর্জিত জ্ঞান বাস্তবায়নের মাধ্যমে টেকসই মহিষ খামার গড়ে তোলার অভিপ্রায় ব্যক্ত করেন। কর্মশালা শেষে খামারিগন মহিষের গুরুত্বপূর্ণ রোগের টিকা এবং উন্নত জাতের বীজ সরবরাহের জন্য আহ্বান জানান।