৪:০১ পূর্বাহ্ন

রবিবার, ১২ জানুয়ারী , ২০২৫
ads
ads
শিরোনাম
প্রকাশ : জুলাই ৩, ২০২১ ১:৪০ অপরাহ্ন
কনসার্ট এর শ্রোতা যখন গরু!
পাঁচমিশালি

করোনায় সবকিছু থমকে গিয়েছে। থমকে গিয়েছে বিনোদনের জায়গাগুলোও। তবে এবার গরুকে শ্রোতা বানিয়ে ব্যতিক্রম কনসার্টের আয়োজন করে সাড়া ফেলেছেন ডেনমার্কের এক শিল্পী। মানুষ নেই, তাই বলে গান গাওয়া তো থেমে থাকবে না। করোনায় জনসমাবেশে কনসার্ট আয়োজন বন্ধ থাকায় ডেনমার্কে এ ব্রিটিশ শিল্পী শ্রোতা হিসেবে বেছে নেন গরুকে।

কোপেনহেগেনের দক্ষিণের এক গ্রামে এই কনসার্টের আয়োজন করেন বার্সেলোনার মার্শাল একাডেমির অধ্যাপক ব্রিটিশ সংগীত শিল্পী জ্যাকব শো। গরুর সামনে একের পর এক গান পরিবেশন করতে থাকেন তিনি। আশ্চর্যের বিষয়, দাঁড়িয়ে থাকা গরু বাদ্য যন্ত্রের গান বেশ মনোযোগ দিয়ে শুনে যায়।

জ্যাকব শো বলেন, ‘আমি মনে করি গরুর জন্য গান গাওয়া আমার ক্যারিয়ারের অংশ। কনসার্ট হলের বাইরে নিয়ে আসার জন্য আমার মধ্যে উৎসাহ কাজ করে’।

এই ৩০ বছর বয়সী শিল্পী আরও জানান, করোনাকালে মানুষকে গান শোনানো সম্ভব নয়। তাই গান শোনানোর জন্য পশুদের বেছে নিয়েছি’।

তার বন্ধু মোগেনস হাগার্ড বলেন, যখন সে আমাকে এ সম্পর্কে বলে আমি একদমই অবাক হয়নি। বরং আমার মধ্যে উত্তেজনা কাজ করে। আমি মনে করি, গরুর জন্যও একই রকম হবে। পরবর্তীতে দেখি আমার ভাবনাই সঠিক’।

জ্যাকবের মতে, ‘শ্রোতা হিসেবে গরু ভীষণ শান্ত ও মনোযোগী। প্রথমবার শোনানোর পর তারা গানগুলো পছন্দ করে’। এজন্য সামনে আরও এ ধরনের কনসার্ট আয়োজনের কথা ভাবছেন তারা। সূত্র: বাংলা ট্রিবিউন

শেয়ার করুন

প্রকাশ : জুলাই ১, ২০২১ ৭:৫২ অপরাহ্ন
দেশসেরা বৃহৎ শিল্পের স্বীকৃতি পেলেন স্কয়ার ফার্মাসিউটিক্যালস
পাঁচমিশালি

একসময় স্যামসন এইচ চৌধুরীর উদ্যোগে তাঁর কয়েকজন বন্ধুদের নিয়ে করা স্কয়ার আজ ৭২ হাজারের বেশি লোকের কর্মসংস্থানের স্থান। আর সব পেরিয়ে এখন দেশের ওষুধ খাতে জায়ান্ট স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড বৃহৎ শিল্প ক্যাটাগরিতে বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্প পুরস্কারের জন্য প্রথম স্থান অর্জন করেছে। পুরস্কারের জন্য সাতটি ক্যাটাগরিতে ২৩টি প্রতিষ্ঠানের নামের তালিকা চূড়ান্ত করে সম্প্রতি প্রজ্ঞাপন জারি করেছে শিল্প মন্ত্রণালয়।

জানা যায়, ১৯৮২ সালে দেশের প্রথম পূর্ণাঙ্গ জাতীয় ঔষধ নীতিমালা প্রণয়ন করা হয়। ওই নীতিমালাই শিল্প খাতটিতে ব্যক্তি উদ্যোগের বিকাশের সুযোগ তৈরি করে দেয়। আর এ নীতিমালা প্রণয়ন ও বাস্তবায়নে সফল ভূমিকা ছিল স্থানীয় উদ্যোক্তাদের। এক্ষেত্রে যারা অগ্রণী ভূমিকা রাখেন, তাদের মধ্যে ছিলেন স্যামসন এইচ চৌধুরী। ১৯৫৮ সালে তার হাত ধরেই যাত্রা করে স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড।

স্যামসন এইচ চৌধুরী তার কয়েকজন বন্ধুকে নিয়ে শুরু করেন এই কোম্পানি। তখনকার সেই ছোট কোম্পানিতে আজ ৭২ হাজারের বেশি মানুষ কাজ করছে। বাংলাদেশের বাইরে আফ্রিকার দেশ কেনিয়ায়ও ওষুধ উৎপাদনকারী কারখানা প্রতিষ্ঠা করেছে স্কয়ার। পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানিটির বার্ষিক টার্নওভার ৫ হাজার কোটি টাকারও বেশি।

গত ২৭ জুন জারি করা প্রজ্ঞাপন অনুযায়ী, স্কয়ার ফার্মাসিউটিক্যালসের পাশাপাশি বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্প পুরস্কার ২০২০-এর বৃহৎ শিল্প ক্যাটাগরিতে স্বীকৃতি পাচ্ছে আরো তিনটি প্রতিষ্ঠান। স্কয়ারের পর দ্বিতীয় অবস্থানে আছে বস্ত্র খাতের জজ ভূঞা টেক্সটাইল মিলস। তৃতীয় অবস্থানে যৌথভাবে আছে তৈরি বস্ত্র ও পোশাক খাতের থার্মেক্স গ্রুপের সহযোগী আদুরী অ্যাপারেলস লিমিটেড। অন্য প্রতিষ্ঠানটি হলো প্যাসিফিক জিনসের অঙ্গপ্রতিষ্ঠান ইউনিভার্সেল লিমিটেড।

শিল্প মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, প্রথম পুরস্কার হিসেবে থাকবে ১৮ ক্যারেটের ২৫ গ্রাম ওজনের স্বর্ণ দ্বারা নির্মিত ক্রেস্ট, সম্মাননাপত্র ও নগদ ৩ লাখ টাকা। দ্বিতীয় পুরস্কার পাওয়া প্রতিষ্ঠান পাবে ১৮ ক্যারেটের ২০ গ্রাম ওজনের স্বর্ণ দিয়ে নির্মিত ক্রেস্ট, সম্মাননাপত্র ও নগদ ২ লাখ টাকা। তৃতীয় পুরস্কার হিসেবে থাকবে ১৫ গ্রাম ওজনের ১৮ ক্যারেটের স্বর্ণ দিয়ে নির্মিত ক্রেস্ট, সম্মাননাপত্র ও নগদ ১ লাখ টাকা।

উল্লেখ্য যে, ২০১৯ সালে বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্প পুরস্কার নীতিমালা প্রণয়ন করে সরকার। ওই বছরের ১ জুলাই মন্ত্রিপরিষদ বিভাগের জাতীয় পুরস্কার-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি নীতিমালাটির অনুমোদন দেয়। শিল্প উদ্যোক্তা ও প্রতিষ্ঠানগুলোর সৃজনশীলতাকে উৎসাহ দিতেই মূলত শিল্প খাতে অবদানের স্বীকৃতি দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়। সেজন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মরণে এ শিল্প পুরস্কারের প্রবর্তন করা হয়।

শেয়ার করুন

প্রকাশ : জুন ২৮, ২০২১ ৭:৪৯ অপরাহ্ন
বেসিস ন্যাশনাল আইসিটি অ্যাওয়ার্ড পেল মারকিউরি
পাঁচমিশালি

টেকসই ও পরিবেশ বিভাগে “বেসিস ন্যাশনাল আইসিটি অ্যাওয়ার্ড-২০২০” পেয়েছে দেশীয় প্রযুক্তি প্রতিষ্ঠান ‘মারকিউরি ৮০’। এবারের আয়োজনে ৩৬ টি ক্যাটাগরিতে ৫৯ জন প্রতিযোগীকে অ্যাওয়ার্ড প্রদান করেছে দেশের আইটি-আইসিটি ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন বেসিস।

সোমবার (২৭ জুন) বিকেল ৪টায় বেসিস ন্যাশনাল আইসিটি অ্যাওয়ার্ডস-২০২০-এর পুরস্কার বিতরণ অনুষ্ঠান আরটিভি-তে সম্প্রচারিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি ও বিশেষ অতিথি হিসেবে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি উপস্থিত ছিলেন। এ সময় আরও উপস্থিত ছিলেন বেসিস সভাপতি সৈয়দ আলমাস কবীর ও বেসিসের পরিচালক বৃন্দ।

বনায়ন ও পরিবেশ রক্ষায় প্রযুক্তি নির্ভর ব্যবস্থা গড়ে তুলতে দীর্ঘদিন ধরে কাজ করে আসছে মারকিউরি ৮০ নামের প্রতিষ্ঠানটি। কৃষি খাতে প্রযুক্তির ব্যবহারসহ বনায়নে আইওটি নির্ভর অ্যাপের মাধ্যমে উৎপাদনশীলতা বৃদ্ধির লক্ষ্যে তারা কাজ করে যাচ্ছে। ‘আই-ফরেস্ট’ নামের প্রকল্পের জন্য এই অ্যাওয়ার্ড পেয়েছে তারা। পৃথিবীর যে কোন প্রান্ত থেকে যে কেউ অ্যাপের মাধ্যমে গাছের বৃদ্ধি পর্যবেক্ষণ করতে পারবে।

মারকিউরি ৮০ এর প্রতিষ্ঠাতা আবু ইউসুফ শিহাব বলেন, দিন দিন বনভূমি কমে যাচ্ছে। বনায়নে কিভাবে টেকসই উন্নয়ন করানো যায়, সেই লক্ষ্য নিয়েই আমরা কাজ শুরু করেছিলাম। বেসিসসহ আইসিটি খাতসহ সংশ্লিষ্ট সকলকে অসংখ্য ধন্যবাদ আমাদের স্বীকৃতি প্রদানের জন্য। আমরা আমাদের এ উদ্যোগকে সারাবিশ্বে ছড়িয়ে দিতে চাই।
তিনি আরও বলেন, মধ্যপ্রাচ্যের দেশগুলো তাদের শহর সবুজ করার জন্য টেকসই পরিকল্পনা করছে, কোটি কোটি টাকা খরচ করছে। সিঙ্গাপুর আজ সবুজ শহরে পরিণত হয়েছে । আর আমরা আমাদের এ উর্বর ভূমি থেকে সবুজ বিতাড়িত করছি, হারিয়ে যাচ্ছে দেশীয় বৈচিত্র্য। দেশে বিশুদ্ধ অক্সিজেনের ঘাটতি দেখা যাচ্ছে। ক্রমান্বয়ে এক মহাসংকট ঘনিয়ে আসছে দেশবাসীর জন্য। তাই আমাদের এই উদ্যোগ।

শেয়ার করুন

প্রকাশ : জুন ২৭, ২০২১ ১০:৫২ পূর্বাহ্ন
গাছকাটা নিয়ে প্রতিপক্ষের কোপে বৃদ্ধ নিহত
পাঁচমিশালি

চট্টগ্রামের আনোয়ারায় গাছকাটা নিয়ে বিরোধের জেরে রতন দাশ (৫৫) নামের একজন বৃদ্ধ প্রতিপক্ষের দায়ের কোপ ও লাঠির আঘাতে নিহত হয়েছে। ​এ সময় তার মেয়ে প্রিয়াঙ্কা দাশও আহত হন।

শনিবার (২৬ জুন) বেলা ১২টার দিকে উপজেলার সদর ইউনিয়নের খিলপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে কিশোর ভৌমিক (১৯) ও কণিকা দাশ (৪৫) নামে দুইজনকে আটক করেছে।

পুলিশ জানায়, পথের পাশে একটি গাছ নিয়ে উভয়ের মধ্যে বিরোধ চলে আসছিল। বিষয়টি নিয়ে আদালতে একটি মামলাও চলমান রয়েছে। সকালে রতন দাশের প্রতিপক্ষরা গাছের ডাল কাটতে গেলে তিনি বাঁধা প্রদান করেন। এতে ক্ষিপ্ত হয়ে প্রতিপক্ষরা তাকে দায়ের কোপ ও লাঠি দিয়ে আঘাত করে। পরে স্থানীয়রা এসে আহত অবস্থায় রতন দাশকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে কিছুক্ষণ চিকিৎসাধীন থাকার পর তার মৃত্যু হয়।

এ বিষয়ে আনোয়ারা থানার পরিদর্শক (তদন্ত) সৈয়দ ওমর জানান, গাছ নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ ঘটনায় অভিযান চালিয়ে দুইজনকে আটক করা হয়েছে। আটক দুইজনসহ মোট চারজনের বিরুদ্ধে মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে। এছাড়া নিহতের মরদেহ উদ্ধার ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

শেয়ার করুন

প্রকাশ : জুন ২৫, ২০২১ ১১:৩৬ অপরাহ্ন
মুরগিতেই রোনালদোর ফিটনেসের রহস্য!
পাঁচমিশালি

রোনালদো বলতেই যেন সবার পরিচিত একটি নাম। সর্বদা সাফল্যে পিছে ছুটে চলা এক নাম রোনালদো। রোনালদোকে ঘিরে ভক্ত-সমর্থকদের আগ্রহের কমতি নেই। তার ব্যক্তিগত জীবন নিয়ে যেমন ভক্তদের আগ্রহ আছে, তেমনি আগ্রহ আছে তার ফিটনেস নিয়ে। অবশেষ জানা গেলো এই পর্তুগিজ তারকার দুর্দান্ত ফিটনেসের রহস্য। হ্যাঁ, তাঁর সেই রহস্য লুকায়িত আছে মুরগিতেই।

রোনালদোর অনেকগুলো প্রিয় খাবার আছে। তম্মধ্যে মাছ রোনালদোর অন্যতম প্রিয় খাবার। এ ছাড়াও টাটকা ফল, সেলেয়ালস, নানা রকমের সালাদ, ভাজা মাংস খেতে খুব পছন্দ করেন এই পর্তুগিজ সুপারস্টার।

তবে এগুলো রোনালদোর প্রিয় খাবার হলেও মুরগি রোনালদোর একমাত্র নিয়মিত খাবার।প্রতিদিনই রোনালদো মুরগি খান বলে এমন তথ্য দিয়েছেন সাম্প্রতিক সময়ে তাঁর অন্যতম সতীর্থ দাউদা পিটার্স।

শেয়ার করুন

প্রকাশ : জুন ২৪, ২০২১ ৭:৩০ অপরাহ্ন
গরু চরাতে গিয়ে ট্রাকের চাপায় প্রাণ গেল বৃদ্ধের
পাঁচমিশালি

হবিগঞ্জের বাহুবল উপজেলায় গরু চরাতে গিয়ে ট্রাকের চাপায় আফতাব মিয়া (৬৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার(২৪ জুন) সকাল ৭টার দিকে উপজেলার মিরপুর ইউনিয়নের চন্দ্রছড়ি গ্রামের মিরপুর টু ধুলিয়াখাল রোডে এ দুর্ঘটনা ঘটে।

মিরপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডের মেম্বার শামীম আহমদ বিষয়টি নিশ্চিত করেন।

স্থানীয়রা জানান, উপজেলার চন্দ্রছড়ি গ্রামের আফতাব মিয়া সকালে তার গরুগুলোকে ঘাস খাওয়ানোর জন্য বাড়ির পাশে মিরপুর টু ধুলিয়াখাল সড়কের পাশে অবস্থান করছিলেন। এ সময় দ্রুতগতির একটি ট্রাক তাকে চাপা দিয়ে পালিয়ে যায়।

স্থানীয় লোকজন আফতাব মিয়াকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শেয়ার করুন

প্রকাশ : মে ২৯, ২০২১ ৩:১৭ অপরাহ্ন
রাজধানীতে বেড়েছে ডাল-তেল ও মুরগির দাম!
পাঁচমিশালি

রাজধানীর কোথাও সবজির দাম অপরিবর্তিত থাকলেও এক সপ্তাহের ব্যবধানে ব্রয়লার মুরগি, ডাল ও সয়াবিন তেলের দাম বেড়েছে।

শনিবার (২৯ মে) রাজধানীর বিভিন্ন এলাকার তথ্যমতে এমনটি জানা যায়।

জানা গেছে, এক সপ্তাহ আগে যে ব্রয়লার মুরগি ১২৫ থেকে ১৩০ টাকায় বিক্রি করা হতো আজ তা বিক্রি হচ্ছে ১৩০ থেকে ১৪০ টাকায়।

অন্যদিকে, এক সপ্তাহ আগে যে মাঝারি দানার মসুর ডাল বিক্রি করা হতো ৮০ থেকে ৮৫ টাকায় এখন তা বিক্রি হচ্ছে ৮৫ থেকে ৯৫ টাকায়।এছাড়া, বড় দানার মসুর ডাল প্রতি কেজি ৭৫ টাকা থেকে ৮৫ টাকায় বিক্রি হচ্ছে। এক সপ্তাহ আগে এসব ডাল ৭০ থেকে ৮০ টাকায় বিক্রি হয়। সপ্তাহের ব্যবধানে প্রতি কেজি বড় এবং মাঝারি দানার মসুর ডালের দাম ৫ টাকা বেড়েছে।

শনিবার প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেল ১৫৩ টাকায় বিক্রি হচ্ছে। যা এক সপ্তাহ আগে ১৪৪ টাকায় বিক্রি হয়েছে। প্রতি লিটার খোলা সয়াবিন তেল ১১৫ টাকা থেকে ১২৫ টাকায় বিক্রি হচ্ছে। আগের সপ্তাহে এর দাম ছিলো ১০৫ টাকা থেকে ১১০ টাকা। বাজারে প্রতি ডজন মুরগির ডিম ৮৫ থেকে ৯০ টাকায়, দেশি মুরগির ডিম ১৫০ টাকায়, হাঁসের ডিম ১৩০ টাকায় বিক্রি হচ্ছে।

বাজার ঘুরে দেখা গেছে, প্রতি কেজি পোটল ৪০ থেকে ৫০ টাকায়, করোলা ৬০ থেকে ৭০ টাকায়, শসা ৩০ থেকে ৩৫ টাকায়, বরবটি ৩০ থেকে ৪০ টাকায়, বেগুন ৪০ থেকে ৫৫ টাকায়, কাঁচা মরিচ ৩০ থেকে ৬০ টাকায়, টমেটো ৫৫ থেকে ৬৫ টাকায়, পেঁপে ৪০ থেকে ৫৫ টাকায়, কাকরোল ৪০ থেকে ৪৫ টাকায়, ঝিঙা ৫৫ থেকে ৬৫ টাকায়, ধুন্দল ৫০ থেকে ৬০ টাকায়, ভেণ্ডি ৩৫ থেকে ৪৫ টাকায়, বরবটি ৪০ থেকে ৬০ টাকায় বেচাকেনা হচ্ছে। বাজারে প্রতিটা লাউ ৫০ থেকে ৬০ টাকায়, চাল কুমড়া ৪০ থেকে ৫০ টাকায় বিক্রি হচ্ছে।

জানা যায়, বাজারে প্রতি কেজি আলু ১৮ থেকে ২৫ টাকায়, দেশি পেঁয়াজ ৪০ থেকে ৪৫ টাকায়, আমদানি করা পেঁয়াজ ৩৫ থেকে ৪০ টাকায়, দেশি রসুন ৬০ থেকে ১০০ টাকায়, আমদানি করা রসুন ১২০ টাকা থেকে ১৩০ টাকায়, আদা ৮০ থেকে ১০০ টাকায়, আমদানি করা আদা ১০০ থেকে ১২০ টাকায় বিক্রি হচ্ছে।

শেয়ার করুন

প্রকাশ : মে ২৮, ২০২১ ৫:৪১ অপরাহ্ন
সোনালী মুরগির দাম কমলেও বেড়েছে সবজির দাম!
পাঁচমিশালি

রাজধানীর বাজারগুলোতে কমেছে সোনালী মুরগির দাম। লাল লেয়ার মুরগির থেকেও এখন কম দামে পাওয়া যাচ্ছে সোনালী মুরগি। তবে বেড়েছে সব ধরণের সবজির দাম।

শুক্রবার (২৮ মে) রাজধানীর বিভিন্ন এলাকায় এমনটি দেখা যায়।

ব্যবসায়ীরা বলছেন, বাজারে সবজির চাহিদা বাড়লেও সরবরাহ বাড়েনি। বরং কিছু কিছু সবজির সরবরাহ কমে গেছে। এসব কারণে দাম কিছুটা বেড়েছে। অন্যদিকে, সোনালী মুরগির দাম কমার বিষয়ে ব্যবসায়ীরা জানিয়েছেন, ঈদের পর থেকেই সোনালী মুরগির দাম কমছে। দফায় দফায় দাম কমে এই মুরগির দাম কেজিপ্রতি লেয়ার মুরগির চেয়েও কমে গেছে।

তারা বলছেন, সোনালী মুরগির দাম সাধারণত লেয়ার মুরগির প্রায় দ্বিগুণ থাকে। কিন্তু এখন সোনালী মুরগির দাম কমলেও লেয়ারের দাম কমেনি। সেই সঙ্গে অপরিবর্তিত রয়েছে ব্রয়লার মুরগির দাম।

দেখা যায়, ব্যবসায়ীরা আগের সপ্তাহের মতো ব্রয়লার মুরগির কেজি ১৪০ টাকায় বিক্রি করছেন। লাল লেয়ার মুরগির কেজি বিক্রি হচ্ছে ২৩০ থেকে ২৪০ টাকা। আর সোনালী মুরগির কেজি বিক্রি হচ্ছে ২১০ থেকে ২৩০ টাকায়, যা গত সপ্তাহে ছিল ২৩০ থেকে ২৫০ টাকার মধ্যে।

এদিকে, সবজি বাজারে দেখা গেছে, বাজারে আগের মতো ফুলকপির পিস বিক্রি হচ্ছে ৪০ থেকে ৫০ টাকায়। বেগুনের কেজি বিক্রি হচ্ছে ৪০ থেকে ৬০ টাকায়। সপ্তাহের ব্যবধানে বেড়েছে শসা, বেগুন, পটল, ঢেঁড়সের দাম। মানভেদে শসার কেজি বিক্রি হচ্ছে ৪০ থেকে ৫০ টাকায়, যা গত সপ্তাহে ছিল ২৫ থেকে ৩৫ টাকার মধ্যে। পটলের কেজি বিক্রি হচ্ছে ৪০ থেকে ৫০ টাকায়, যা গত সপ্তাহে ছিল ৩০ থেকে ৪০ টাকা। ঢেঁড়সের দাম কেজিতে ১০ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ৪০ থেকে ৫০ টাকায়।

দামবৃদ্ধির এ তালিকায় রয়েছে বরবটি, কাঁচকলা, পাকা টমেটো, গাঁজর। গত সপ্তাহে ৫০ টাকা কেজি বিক্রি হওয়া বরবটির দাম বেড়ে ৬০ থেকে ৭০ টাকায় বিক্রি হচ্ছে। ৩০ টাকা হালি বিক্রি হওয়া কাঁচকলার দাম বেড়ে ৪০ টাকা হয়েছে। গাজরের দাম বেড়ে কেজি বিক্রি হচ্ছে ৮০ থেকে ১০০ টাকায়, যা গত সপ্তাহে ছিল ৫০ থেকে ৬০ টাকা। পাকা টমেটোর কেজি বিক্রি হচ্ছে ৪০ থেকে ৫০ টাকা, যা গত সপ্তাহে ছিল ৩০ থেকে ৪০ টাকা।

এছাড়া, ঝিঙে আগের মতো ৪০ থেকে ৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। লাউয়ের পিস বিক্রি হচ্ছে ৬০ থেকে ৭০ টাকায়। এক কেজি কচুর লতি বিক্রি হচ্ছে ৫০ থেকে ৬০ টাকায়। পেঁপের কেজি বিক্রি হচ্ছে ৫০ থেকে ৬০ টাকায়। উস্তের কেজি বিক্রি হচ্ছে ৭০ থেকে ৮০ টাকা।

শেয়ার করুন

প্রকাশ : মে ২২, ২০২১ ১১:৩৯ পূর্বাহ্ন
আম কুড়াতে গিয়ে পুকুরে পড়ে ভাই-বোনের মৃত্যু!
পাঁচমিশালি

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় আম কুড়াতে গিয়ে পা পিছলে পুকুরে পড়ে দুই খালাতো ভাই ও বোনে আশিকুর রহমান (৭) এবং মুক্তি খাতুন (৮) এর মৃত্যু হয়েছে।

শুক্রবার সন্ধ্যায় সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার তালম ইউনিয়নের তারাটিয়া গ্রামে চেয়ারম্যান আব্বাস-উজ-জামানের পুকুরে এ ঘটনা ঘটে।

নিহত শিশু মুক্তি খাতুন উপজেলার তালম ইউনিয়নের মোক্তার হোসেনের মেয়ে ও তার খালাতো ভাই কাজিপুর উপজেলার সোনামুখি গ্রামের নুকুল হোসেনের ছেলে আশিকুর রহমান।

তালম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্বাস-উজ-জামান জানান, সন্ধ্যায় ঝড় শুরু হলে দুই খালাতো ভাই ও বোন পুকুরপাড়ে আম কুড়াতে যায়। এসময় অসাবধানতাবশত তারা পা পিছলে পুকুড়ে পড়ে যায়। পরে অনেক খোঁজাখুঁজির পর দুজনের লাশ পুকুরে ভাসমান অবস্থায় পাওয়া যায়।

তাড়াশ থানার ওসি মো. ফজলে আশিক জানান, নিহত দুই শিশুর লাশ উদ্ধার করা হয়েছে।

শেয়ার করুন

প্রকাশ : মে ২০, ২০২১ ৬:৪৪ অপরাহ্ন
পূর্বধলায় চোরাই গরুসহ আটক-১
পাঁচমিশালি

নেত্রকোনার পূর্বধলায় একটি চোরাই গরুসহ চন্দন তালুকদার (৩৫) নামের এক ব্যক্তিকে জনতা আটক করে পুলিশে সোর্পদ করেছে।

বৃহস্পতিবার (২০ মে) সকালে এই ঘটনা ঘটে। আটককৃত চন্দন তালুকদার উপজেলা সদর ইউনিয়নের আতকাপাড়া গ্রামের আ. রহমান তালুকদারের ছেলে।

পুলিশ জানায়, বুধবার (১৯ মে) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে ওই চোর তার পাশের বাড়ির জোনায়েদ হোসেন ওরফে জনির গোহাল ঘর থেকে ৩০ হাজার টাকা মূল্যের একটি বকনা গরু চুরি করে নিয়ে যায়।

পরে ওই চোরাই গরুটি বৃহস্পতিবার সকালে চন্দন বিক্রির উদ্দেশ্যে বাজারে নেয়ার সময় পথে উপজেলার বিশকাকুনী ইউনিয়নের জামাইকোনা গ্রামে স্থানীয় লোকজন তাকে সন্দেহভাজন হিসেবে আটক করে পুলিশে সোপর্দ করে।

পূর্বধলা থানার উপ-পরিদর্শক (এস আই) মো. নাজিম উদ্দিন জানান, গরুসহ চোরকে আটক করা হয়েছে। এ ঘটনায় গরুর মালিক বাদী হয়ে পূর্বধলা থানায় একটি মামলা দায়ের করেছে বলে জানান তিনি।

শেয়ার করুন

বিজ্ঞাপন

ads

বিজ্ঞাপন

ads

বিজ্ঞাপন

ads

বিজ্ঞাপন

ads

বিজ্ঞাপন

ads

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

ads

ফেসবুকে আমাদের দেখুন

ads

মুক্তমঞ্চ

scrolltop