৮:৫৪ পূর্বাহ্ন

রবিবার, ১২ জানুয়ারী , ২০২৫
ads
ads
শিরোনাম
প্রকাশ : মে ১৩, ২০২১ ৩:৩২ অপরাহ্ন
সাতক্ষীরায় কেমিক্যাল দিয়ে পাকানো আম যাচ্ছে বিভিন্ন জেলায়!
এগ্রিবিজনেস

জেলা প্রশাসনের বেঁধে দেওয়া সময়ের আগেই সাতক্ষীরায় গাছ থেকে পাড়া হচ্ছে অপরিপক্ব কাঁচা আম। আর এই অপরিপক্ক আমে কেমিক্যাল স্প্রে করে টকটকে রং তৈরি করছে সেখানকার অসাধু মহল। তারা কৃত্রিমভাবে আম পাকানোর জন্য ব্যবহার করছেন বিষাক্ত কার্বাইড। আর এই বিষাক্ত আম প্রতিদিন সরবরাহ করা হচ্ছে ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায়।

তালার এক আম ব্যবসায়ী নাম প্রকাশ না করার শর্তে জানান, ‘অত্র এলাকার অপরিপক্ব আম ঢাকার বাজারগুলোতে বৈশাখী আমের নামে চড়া দামে বিক্রি হচ্ছে। এছাড়া সাতক্ষীরার আমের সুখ্যাতি থাকায় ঢাকাসহ দেশের বিভিন্ন বাজারে আগেভাগে পাঠানো হচ্ছে।’

স্থানীয় বাসিন্দারা জানান, সব আম ব্যবসায়ীরা এখন গাছ থেকে আম নামাচ্ছেন। গাছতলায় আমে রাসায়নিক স্প্রে করে বাজারজাত করা হচ্ছে। রাসায়নিক দিলে একদিনেই আম পেকে যায়। আমে বিষ দিয়ে পাকালে সেটি ক্ষতিকর সবাই জানে তবে একাজে কেউ বাধা দেয় না। প্রশাসন বা কৃষি বিভাগের কর্মকর্তারা কোনো পদক্ষেপ নেয়নি।

তালা উপজেলা কৃষি অফিসার হাজিরা খাতুন জানান,চলতি মৌসুমে ৭১৫ হেক্টর জমিতে আমের চাষ হয়েছে। এখানে প্রায় দুইহাজার ছোট-বড় বাগান রয়েছে। এ সব বাগান থেকে প্রায় ১১৩৬০ টন আম উৎপাদন হয়। উৎকৃষ্ট আমের মধ্যে রয়েছে হিমসাগর, ল্যাংড়া ও আর্মপালি। এছাড়া রয়েছে গোবিন্দভোগ, গোপালভোগ, লতাসহ দেশীয় বিভিন্ন প্রজাতির আম। তবে কেউ যদি অপরিপক্ব আমে কেমিক্যাল মিশিয়ে বাজারজাতকরণের চেষ্টা করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।

জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল জানান, ‘সাতক্ষীরায় নিরাপদ আম বাজারজাতকরণের উদ্যোগ নেওয়া হয়েছে। সাতক্ষীরার আমের সুনাম রয়েছে। এই সুনাম ও ঐতিহ্য ধরে রাখতে হবে। নির্ধারিত দিনের আগে গাছ থেকে আম পাড়া যাবে না মর্মে আম ব্যবসায়ী ও চাষিদের সতর্ক করা হয়েছে। এছাড়া অপরিপক্ব আম কেমিক্যাল মিশিয়ে বাজারজাতকরণের চেষ্টা করলেও ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

সাতক্ষীরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো: নুরুল ইসলাম জানান, কোনভাবেই আমে রাসায়নিক দ্রব্য কেমিক্যাল বা বিষ প্রয়োগ করা যাবে না। জেলার সকল আম ব্যবসায়ীদের এ ব্যাপারে সতর্ক করা হয়েছে। গত ২৭ এপ্রিল জেলা নিরাপদ আম বাজারজাতকরণ ব্যবস্থাপনা কমিটির মিটিং করা হয়েছে। সেখানে দিনক্ষণ নির্ধারণ করে দেওয়া হয়েছে। কোন আম কোন তারিখ থেকে ব্যবসায়ীরা ভাঙতে পারবেন। কেউ আমে ক্যামিকেল বা রাসায়নিক দ্রব্য প্রয়োগের খবর পেলেই আইনগত ব্যবস্থা নেওয়া হবে জানান তিনি।

শেয়ার করুন

প্রকাশ : মে ১২, ২০২১ ৫:৩৩ অপরাহ্ন
গলাচিপায় গরু চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা
পাঁচমিশালি

গরু চুরির অভিযোগে পটুয়াখালীর গলাচিপায় গণপিটুনিতে মারা গেছে আল আমীন সর্দার (২৬) নামে এক যুবক।

মঙ্গলবার(১১ মে) রাতে উপজেলার চর কাজল ইউনিয়নের গ্যাস ফিল্ড এলাকায় ঘটনাটি ঘটেছে। নিহত আল আমীন চর কাজল ইউনিয়নের বড় চর কাজল গ্রামের ওলি সর্দারের ছেলে।

পুলিশ ও এলাকাবাসীর দাবি, মঙ্গলবার রাতে উপজেলার চর কাজল ইউনিয়নের গ্যাস ফিল্ডের কাছে আল আমীন সর্দার পানপট্টি থেকে চুরি করে আনা ২টি গরু ট্রলার থেকে নামাচ্ছিল। এ সময় নদীতে চিংড়ি পোনা ধরার কাজে নিয়োজিত জেলেরা দেখতে পেয়ে ডাক চিৎকার দেয়। তাদের ডাক চিৎকারে এলাকাবাসী জড়ো হয়ে আল আমীনকে আটক করে গণপিটুনি দেয়।

চর কাজল ইউনিয়নের দফাদার মাসুদ পারভেজ জানান, আল আমীন ট্রলার থেকে গরু নামানোর সময় ২টি গরুসহ এলাকাবাসী আটক করে গণপিটুনি দিলে তার মৃত্যু হয়।

গলাচিপা থানার ওসি শওকত আনোয়ার জানান, আল আমীনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠিয়েছে।

শেয়ার করুন

প্রকাশ : মে ১২, ২০২১ ৪:৪৯ অপরাহ্ন
গরু বিক্রির টাকা নিয়ে উধাও স্ত্রী, অভিমানে আত্মহত্যা স্বামী‘র
পাঁচমিশালি

চুয়াডাঙ্গায় গরু বিক্রির সাড়ে তিন লাখ টাকা নিয়ে পালিয়ে গেলেন দ্বিতীয় স্ত্রী। এই অভিমানে বিষপানে আত্মহত্যা করলেন স্বামী জাহার আলী(৪৫)।

বুধবার (১২ মে) সকাল সাড়ে ৯টার দিকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। মৃত জাহার আলী জেলার জীবননগর উপজেলার আড়িয়ার চকপাড়া গ্রামের খবির উদ্দিনের ছেলে।

সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. ওয়াহেদ মাহমুদ রবিন তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

জাহার আলীর পারিবারিক সূত্রে জানা গেছে, সদর উপজেলার আড়িয়ার চকপাড়া গ্রামের খবির উদ্দিনের ছেলে জাহার আলীর সঙ্গে ২১ বছর আগে জীবননগর উপজেলার আন্দুলবাড়িয়া গ্রামের আলী হোসেনের মেয়ে সামেনা খাতুনের বিয়ে হয়। তাদের দুটি মেয়ে সন্তান রয়েছে।

এরপরে ২০১৬ সালে পাশের গ্রাম ছোট আড়িয়ার মুস্তাক আলীর মেয়ে স্বামী পরিত্যক্তা রূপসীর সঙ্গে জাহার আলীর পরকীয়া সম্পর্ক গড়ে ওঠে। কয়েক মাস পর রূপসীকে বিয়ে করেন জাহার আলী। দ্বিতীয় পক্ষেরও এক মেয়ে রয়েছে। কিছুদিন আগে গরু ব্যাপারিদের কাছ থেকে তিন লাখ টাকা ধার নিয়ে কয়েকটি গরু কেনেন জাহার আলী।

গত সোমবার সেই গরু বিক্রয় করে সাড়ে তিন লাখ টাকা দ্বিতীয় স্ত্রী রূপসীর কাছে রাখেন। ওই রাতেই টাকাগুরো নিয়ে পালিয়ে যান রূপসী। এতে অভিমানে মঙ্গলবার বিকেলে বিষপানে আত্মহত্যার চেষ্টা করেন জাহার আলী। পরে তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়।

সদর হাসপাতালের জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক ডা. ওয়াহেদ মাহমুদ রবিন জানান, গতকাল বিষপান করলে জাহার আলীকে সদর হাসপাতালে নিয়ে ভর্তি করে পরিবারের লোকজন। তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে হাসপাতালে ভর্তি রাখা হয়। পরে আজ সকালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

জাহার আলীর প্রথম স্ত্রী সামেনা খাতুন জানান, ব্যাপারিদের পাওনা টাকা ফেরত দিতে না পারায় অভিমানে মঙ্গলবার বিকেলে বিষপান করেন জাহার আলী। আজ (বুধবার) সকালে মারা যান তিনি। আমরা রূপসীর বিরুদ্ধে থানায় মামলা করবো।

দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাব্বুর রহমান জানান, গরু ব্যবসায়ী জাহার আলী বিষপানে আত্মহত্যা করেছেন বলে শুনেছি। তার পরিবার থেকে মামলা করলে অভিযুক্তের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানান।

শেয়ার করুন

প্রকাশ : মে ১১, ২০২১ ১০:২৪ পূর্বাহ্ন
জুড়ীতে নিম্নআয়ের লোকদের জন্য ‘ফ্রি সবজি বাজার’
কৃষি বিভাগ

করোনা সংক্রমণে নিম্নআয়ের মানুষের অর্থনিতক অবস্থা নাজেহাল। তাই পবিত্র রমজান ও ঈদ উল ফিতর উপলক্ষে সরকারের পাশাপাশি হতদরিদ্রদের সহায়তায় মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলায় বাজার বসিয়ে হতদরিদ্র মানুষের মাঝে বিনামূল্যে সবজি ও নিত্যপ্রয়োজনীয় পণ্য বিতরণ করা হয়েছে।

সোমবার (১০ মে) উপজেলার পূর্বজুড়ী ইউনিয়নের নয়াবাজার আহমদিয়া ফাজিল মাদ্রাসা মাঠে ‘আল-ইখওয়ান সমাজ কল্যাণ সংস্থার সদস্য, প্রবাসী এবং এলাকাবাসীর অর্থায়নে সুবিধা বঞ্চিত মানুষের জন্য ‘ফ্রি সবজি বাজার’ আয়োজন করা হয়েছে।

পবিত্র রমজানের শেষ মুহূর্তে, ঈদুল ফিতরকে সামনে রেখে এ সংকটময় মুহূর্তে দুস্থ ও অসহায়রা এখান থেকে বিনামূল্যে সবজি ও নিত্যপণ্য পেয়ে আনন্দ প্রকাশ করেছেন। এ সংগঠনের ব্যতিক্রমধর্মী উদ্যোগ ফ্রি সবজি বাজারকে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকে অভিনন্দন জানিয়েছেন।

সবজি নিতে আসা হতদরিদ্র বড়ধামাই গ্রামের ইসলাম উদ্দিন (৪৫) জানান, ফ্রি সবজি বাজার থেকে সবজি, ডিম ও মুরগি পেয়ে আমরা খুবই খুশি। এই মুহূর্তে এসব খাবার ফ্রিতে দেওয়ায় আমাদের অনেক উপকার হয়েছে।

নয়াবাজার আল-ইখওয়ান সমাজ কল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক আনোয়ার হোসাইন জানান, আমরা হতদরিদ্রদের মধ্যে ডিম, টমেটো, আলু, ঢেঁঢ়স, কাচা মরিচ, বেগুন, কুমড়া ও মুরগি ইত্যাদি বিনামূল্যে দেওয়ার ব্যবস্থা করেছি। আগামীতেও আমাদের এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।লকডাউন চলাকালীন গত বছর এবং এবছর আমাদের সংগঠনের পক্ষ থেকে চাল, ডাল, তেল সহ অনেক নিত্যপণ্য বিতরণ করেছি। এখন ঈদকে সামনে রেখে শাক-সবজি ও নিত্যপণ্য দরিদ্রদের জন্য ফ্রিতে বিতরণ করার ব্যবস্থা করেছি বলে জানান তিনি।

সংগঠনের সভাপতি আশরাফুজ্জামান রিশাদ জানান, করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে কর্মহীন মানুষেরা খাবার সংকটে পড়েছেন। এ কারণে ফ্রি সবজির বাজার থেকে প্রায় তিন শতাধিক দরিদ্র মানুষকে ইচ্ছামতো সবজি ও নিত্যপণ্য দেওয়া হয়েছে। এতে আমাদেরকে এলাকাবাসী সহ প্রবাসীরা সহযোগিতা করেছেন।

এছাড়া এসময় উপস্থিত ছিলেন, নয়াবাজার আহমদিয়া ফাজিল মাদ্রাসার প্রিন্সিপাল ও অত্র সংগঠনের উপদেষ্টা মাওলানা লিয়াকত আলী খান, সংগঠনের সহকারী পরিচালক নাসির উদ্দিন, সংগঠনের সকল নেতৃবৃন্দ।

শেয়ার করুন

প্রকাশ : মে ৮, ২০২১ ১১:২০ পূর্বাহ্ন
নাটোরে স্বামী-স্ত্রীকে হত্যা করে গরু লুট
পাঁচমিশালি

নাটোরের বাগাতিপাড়ায় আমির হোসেন ও আলেকা বেগম নামের দম্পতিতে হত্যা করে গরু লুট করে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে।

শনিবার(৮ মে) ভোর রাতে এই ঘটনা ঘটলে সকাল ৭টার দিকে উপজেলার জামনগর পশ্চিমপাড়া গ্রাম থেকে মরদেহ দুটি উদ্ধার করে হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কেউ আটক হওয়ার খবর পাওয়া যায়নি।

বাগাতিপাড়া থানার পরিদর্শক (তদন্ত) আবু সাদাদ জানান, বৃদ্ধ দম্পতির ছেলে ঢাকাতে একটি পোশাক কারখানায় কাজ করেন। সাহরির সময় তিনি মা-বাবাকে ফোন করলেও ধরেননি। অনেকবার চেষ্টার পর কল রিসিভ না করায় তার এক আত্মীয়ের কাছে ফোন করে মা-বাবার খবর জানতে চায় ছেলে।

পরে নিহত দম্পতির নাতি সকালে বাড়িতে খোঁজ করতে এসে দেখে তারা বিছানা ওপর রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। এ সময় তার চিৎকারে স্থানীয়রা এসে ঘটনাটি দেখতে পেয়ে পুলিশে খবর দেন।

এলাকাবাসী জানায়, একমাত্র সন্তান ঢাকায় থাকায় বাগাতিপাড়া উপজেলার নতুন পশ্চিমপাড়া গ্রামের বৃদ্ধ আমির হোসেন ও তার স্ত্রী আলেকা বেগম দম্পতি একাই বাস করতেন। সকালে স্থানীয় লোকজন বাড়ির বারান্দায় তাদের রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়।

আবু সাদাদ জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বাড়িতে চুরি বা ডাকাতি করতে এসে এই হত্যাকাণ্ডটি ঘটিয়েছে। প্রচণ্ড গরমের কারণে বৃদ্ধ দম্পতি ঘরের বাইরে বারান্দায় ঘুমিয়ে ছিলেন।

শেয়ার করুন

প্রকাশ : মে ৭, ২০২১ ৫:০৪ অপরাহ্ন
বিনামূল্যে মাছ-শাক-সবজি পাবেন মেহেরপুরের কর্মহীনরা
পাঁচমিশালি

করোনায় কোণঠাসা পুরো দেশ। আর্থিক সংকটে ভুগছেন সবাই। তাই এই মহামারিতে ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করেছেন মেহেরপুর পৌর মেয়র। বিনামূল্যে মাছ-শাক-সবজি পাবেন সেখানকার কর্মহীন মানুষ।

শুক্রবার (৭ মে) শহরের শহীদ সামসুজ্জোহা পার্কে বিনামূল্যের এ হাট উদ্বোধন করেন পৌর মেয়র ও জেলা যুব লীগের আহ্বায়ক মাহফুজুর রহমান রিটন।

ব্যতিক্রমী এ হাট থেকে কর্মহীন যে কোনো মানুষ যে কোনো ধরনের কাঁচা বাজার, মাছ ও নিত্যপ্রয়োজনীয় জিনিস সংগ্রহ করতে পারবেন। হাট প্রতিদিন সকাল থেকে শুরু হয়ে ঈদের আগ পর্যন্ত চলছে। উদ্বোধনের পর থেকে শতাধিক কর্মহীন মানুষ বিনামূল্যের এ হাট থেকে নিত্যপ্রয়োজনীয় পণ্যসামগ্রী সংগ্রহ করতে দেখা যায়।

এসময় পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন বলেন, করোনা মহামারিতে মানুষ অসহায় হয়ে পড়েছে। অনেকেই কর্মহীন হয়ে সংসার চালাতে হিমশিম খাচ্ছেন। নিজের প্রয়োজনীয়তার কথা মুখ ফুটে বলতে পারছেন না। প্রধানমন্ত্রীর নির্দেশে অসহায় মানুষের পাশে দাঁড়াতে জেলা যুবলীগের এ আয়োজন বলে তিনি জানান।

শেয়ার করুন

প্রকাশ : মে ৬, ২০২১ ১১:০০ পূর্বাহ্ন
কীটনাশকযুক্ত ফসল খেয়ে গরু অসুস্থ, কৃষককে পিটিয়ে হত্যা!
পাঁচমিশালি

কীটনাশকযুক্ত মাষকলাই খেয়ে গরু অসুস্থ হওয়াকে কেন্দ্র করে প্রতিপক্ষের পিটুনিতে আহত আসাদুজ্জামান শেখ (৫০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। তিনি স্থানীয় মৎস্য সম্প্রসারণ প্রতিনিধি ছিলেন বলে জানা গেছে।

বুধবার সকাল সোয়া ৯টায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। কাশিয়ানী থানার রামদিয়া পুলিশ ফাঁড়ির এসআই মো. কামাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

আছাদুজ্জামান জেলার মুকসুদপুর উপজেলার পালপাড়া গ্রামের মৃত আব্দুস ছাত্তার শেখের ছেলে। তিনি কাশিয়ানী উপজেলার রামদিয়া গ্রামে বাড়ি করে বসবাস করতেন এবং স্থানীয় মৎস্য সম্প্রসারণ প্রতিনিধি ছিলেন বলে জানা গেছে।

রামদিয়া পুলিশ ফাঁড়ির এসআই মো. কামাল হোসেন জানান, পোকার আক্রমণ থেকে রক্ষার জন্য আছাদুজ্জামান রামদিয়া বাড়ির পাশে মাষকলাই খেতে কীটনাশক প্রয়োগ করেন। মঙ্গলবার বিকালে ওই ক্ষেতে প্রতিবেশী মনজেল মোল্যার গরু গিয়ে মাষকলাই খেয়ে অসুস্থ হয়ে পড়ে।

এ নিয়ে আছাদুজ্জামান ও মনজেল মোল্যার মধ্যে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে মনজেল মোল্যা ও তার ছোটভাই সেনা সদস্য এসকেন মোল্যাসহ পরিবারের লোকজন লাঠিসোটা নিয়ে সংঘবদ্ধ হয়ে আছাদুজ্জামানকে পিটিয়ে আহত করে।

এতে আছাদুজ্জামান গুরুতর আহত হলে স্বজনরা তাকে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন। পরে অবস্থার অবনতি হলে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। বুধবার সকাল সোয়া ৯টায় চিকিৎসাধীন অবস্থায় সেখানে আছাদুজ্জামান মারা যান।

পুলিশের ওই কর্মকর্তা আরও জানান, এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে ও ঘটনার সঙ্গে জড়িতদের ধরতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে বলেও তিনি জানান।

শেয়ার করুন

প্রকাশ : মে ৫, ২০২১ ৫:২৮ অপরাহ্ন
সাগরে মাছ ধরা ট্রলারে হামলা চালিয়ে জাল ও মাছ লুট
পাঁচমিশালি

পাথরঘাটা থেকে ৪০ কিলোমিটার দক্ষিণে বঙ্গোপসাগরে মাছ ধরার সময় এফবি মা-বাবার দোয়া নামে একটি মাছ ধরা ট্রলারে হামলা চালায় গভীর সমুদ্রে মাছ ধরা এফভি সালমান ৩ নামে একটি ট্রলিং জাহাজের (ফিশিং ভেসেল) জেলেরা। এতে ১৬ জেলেকে আহত করে অন্তত ৫ লাখ টাকার জাল, ৫০ হাজার টাকার মাছ লুটে নিয়ে যায়।

গভীর সমুদ্র থেকে এসে বুধবার (৫ মে) দুপুরে পাথরঘাটা বিএফডিসি মৎস্য অবতরণ কেন্দ্রে এসে এফবি মা-বাবার ট্রলারের মালিক ও মাঝি ফিরোজ মিয়া সাংবাদিকদের এ তথ্য জানান।

এর আগে, বৃহস্পতিবার (২৯ এপ্রিল) রাত ৮টার দিকে গভীর সমুদ্রে এ ঘটনা ঘটে।

জানা যায়, গত রোববার (২৫ এপ্রিল) গভীর সমুদ্রে মাছ ধরার জন্য যান পাথরঘাটা উপজেলাধীন চরদুয়ানী ইউনিয়নের খলিফারহাট গ্রামের ফিরোজ মিয়ার মালিকানা এফবি মা-বাবার দোয়া ট্রলারসহ ১৬ জেলে। বৃহস্পতিবার (২৯ এপ্রিল) বিকেলে গভীর সমুদ্রে মাছ ধরার জন্য জাল ফেলে অপেক্ষা করছিলেন তারা। রাত ৮টার দিকে এফভি সালমান ৩ নামে একটি বড় ট্রলিং জাহাজ (ফিশিং ভেসেল) ৫ লাখ টাকা মূল্যের প্রায় ৫ হাজার হাত জাল কেটে মাছসহ লুটে নিয়ে যায়। এ সময় ওই ট্রলারে থাকা ১৬ জন জেলের চিৎকার দিলে জাহাজের জেলারা কামোট মাছ ছুঁড়ে মেরে মাছ তাদের আহত করে। এ সময় ট্রলারে থাকা জেলেদের হুমকি দিয়ে ট্রলিং জাহাজটি চলে যায়।

এফবি মা-বাবার দোয়া ট্রলারের মালিক ও মাঝি ফিরোজ মিয়া বাংলানিউজকে বলেন, আমার প্রায় ৫ লাখ টাকার জাল ও ৫০ হাজার টাকার মাছ লুটে নিয়ে যায় জাহাজের জেলেরা। এ সময় আমরা চিৎকার দিলে ওই জাহাজে থাকা বড় বড় কামোট মাছ আমার গায়ে মেরে আহত করে। এছাড়াও আমাদের বিভিন্ন রকমের হুমকিও দেয়।

এ বিষয় ফিশিং ভেসেল এফভি সালমান-৩ এর মালিক জাকির হোসেনের ০১৭১৩১১২১৩৩ নম্বরে একাধিকবার ফোন করা হলেও তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী বাংলানিউজকে বলেন, বৃহস্পতিবার দুপুরে ঘাটে এসে জেলেরা ঘটনাটি জানিয়েছেন। আমরা তাৎক্ষণিক ওই মালিকের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা অব্যহত রাখছি। এছাড়াও চট্টগ্রাম ও কক্সবাজারের ট্রলার মালিক সমিতি ও ফিশিং ভেসেল মালিক সমিতির সঙ্গেও যোগাযোগ করছি। সূত্র: জাগো নিউজ

শেয়ার করুন

প্রকাশ : মে ৪, ২০২১ ৭:৪৭ অপরাহ্ন
সরাইলে বাদীপক্ষের ফসল কেটে নিলো আসামিরা
কৃষি বিভাগ

ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইলে জেল থেকে এসে রাতের আঁধারে বাদীপক্ষের জমির আধাকাঁচা ধান কেটে নিয়েছে হত্যা মামলার আসামিরা। এতে উভয়পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।

উপজেলার কাটানিসার গ্রামে এ ঘটনা ঘটেছে।

জানা যায়, গত শনিবার দুপুরে গ্রামে অভিযান চালিয়ে পুলিশ আলী রহমান ও মজিবুর রহমান নামে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছেন। আধিপত্য বিস্তার, পূর্ব শত্রুতা, নির্বাচন ও জায়গা জমিকে কেন্দ্র করে কাটানিসার গ্রামের বর্তমান ইউপি সদস্য মিজান মিয়ার সঙ্গে অলি মিয়ার বিরোধ দীর্ঘদিনের। উভয়পক্ষ প্রায়ই সংঘর্ষে জড়িয়ে পড়ে। তাদের মধ্যে বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের ঘটনাও ঘটেছে। সংঘর্ষে আহত হয়ে নিহত হয়েছেন আনোয়ারা বেগম নামে এক নারী।

বকুল মিয়াকে প্রধান আসামি করে ৯০ জনের বিরুদ্ধে আদালতে হত্যা মামলা দায়ের করা হয়। মামলার আসামী গ্রেপ্তারকৃত বকুল মিয়া ও মুজিবুর রহমান জামিনে বের হয়ে এসেই বেপরোয়া হয়ে উঠেছেন। তাদের নেতৃত্বে আসামিরা নিহত আনোয়ারো বেগমের দেবর বজলুর রহমানের ৫ কানি জমির আধাকাঁচা ইরি ধান গভীর রাতে কেটে নিয়ে গেছে।

ইউপি চেয়ারম্যান কাজল চৌধুরী জানান, তাদের সংঘাত সংঘর্ষের কারণে গত বছর গ্রামের লোকজন দুটি ঈদই করতে পারেনি। পরিবারের মহিলা ও শিশুরা অবর্ণনীয় কষ্ট ভোগ করেছে বলে তিনি জানান।

শেয়ার করুন

প্রকাশ : মে ৪, ২০২১ ৫:৫১ অপরাহ্ন
সীমান্ত এলাকা থেকে ভারতীয় গরু জব্দ করলো বিজিবি
পাঁচমিশালি

নেত্রকোনার সীমান্ত এলাকা থেকে দুই লক্ষ টাকা মূল্যমানের দুইটি ভারতীয় গরু জব্দ করেছে বিজিবি।

মঙ্গলবার(৪ মে) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তি এ তথ্য নিশ্চিত করেছেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) নেত্রকোনা ৩১ ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর নূরুদ্দীন মাকসুদ।

বিজ্ঞপ্তিতে তিনি জানান, গত সোমবার দিবাগত রাত সোয়া ১টার দিকে নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় লেংগুরা ইউনিয়নের লেংগুরা বিওপি’র (বর্ডার অবজারবেশন পোষ্ট) সুবেদার মো. রুহুল আমিনে নেতৃত্বে ৮ সদস্যের একটি দল অভিযান পরিচালনা করে। গোপন তথ্যের ভিত্তিতে এ অভিযানে ১১৭০/৩-এস নং সীমান্ত পিলারের একশত গজ বাংলাদেশের অভ্যন্তরে চকলেটবাড়ী নামক এলাকা হতে দুইটি ভারতীয় গরু জব্দ করতে পারে এ দলটি।

জব্দকৃত ভারতীয় গরুর মুল্য আনুমানিক দুই লক্ষ মূল্যমানের এবং গরু দুইটি নেত্রকোনা কাস্টমস কর্তৃপক্ষের নিকট হস্তান্তর করা হবে। তবে এ অভিযানে কোন চোরাকারবারীকে আটক করা সম্ভব হয়নি বলে জানান বিজিবি’র ৩১ ব্যাটালিয়নের ওই কর্মকর্তা।

শেয়ার করুন

বিজ্ঞাপন

ads

বিজ্ঞাপন

ads

বিজ্ঞাপন

ads

বিজ্ঞাপন

ads

বিজ্ঞাপন

ads

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

ads

ফেসবুকে আমাদের দেখুন

ads

মুক্তমঞ্চ

scrolltop