৭:৩০ পূর্বাহ্ন

রবিবার, ১৯ মে , ২০২৪
ads
ads
শিরোনাম
প্রকাশ : অগাস্ট ৩১, ২০২৩ ৭:১৯ অপরাহ্ন
বাকৃবি রেলস্টেশনের কাজ পুনরায় চালুর দাবিতে ছাত্র ইউনিয়নের মানববন্ধন 
ক্যাম্পাস

বাকৃবি প্রতিনিধি: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) চলমান রেলস্টেশন স্থাপনের কাজ বন্ধ  হওয়ায় দ্রুত পুনরায় চালুর দাবীতে বিক্ষোভ-সমাবেশ ও মানববন্ধন করেছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন বাকৃবি সংসদ। বৃহস্পতিবার (৩১ আগস্ট) বিকাল ৪ টায় বিশ্ববিদ্যালয়ের জব্বারের মোড়ে ঐ মানববন্ধন  করেন তারা ।
সমাবেশে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ড. মো. শফিকুর রহমান শিশির উপস্থিত হয়ে ছাত্র ইউনিয়নের সদস্যদের সাতদিনের মধ্যে স্টেশন নির্মান কাজ শুরু  হবে আশ্বস্ত করেন।

এসময় উপস্থিত ছিলেন, বাকৃবি সংসদের সভাপতি রফিকুল ইসলাম রফিক, সাধারণ সম্পাদক তারেক আবদুল্লাহ বিন আনোয়ার, সহ-সভাপতি সিদ্ধার্থ চক্রবর্তী, শিক্ষা ও গবেষণা বিষয়ক সম্পাদক মো. রাকিবুল ইসলামসহ সংগঠনটির অন্যান্য সদস্যরা।
সমাবেশে সংগঠনটির সভাপতি রফিকুল ইসলাম রফিক বলেন, দীর্ঘ সময় পর রেলস্টেশনের কাজ পুনরায় চালু হলেও টেন্ডার জনিত সমস্যার কারণে কাজ বন্ধ রয়েছে । বিশ্ববিদ্যালয় প্রশাসনের দেওয়া আশ্বাসের  ব্যাত্যয় ঘটলে বিশ্ববিদ্যালয়ের সাধারন শিক্ষার্থী, শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের সাথে নিয়ে আরও দুর্বার আন্দোলন আন্দোলন গড়ে তোলা হবে।
এ বিষয়ে  বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. আজহারুল ইসলাম বলেন, রেলস্টেশনের কাজ শুরু করার জন্য আমি ঠিকাদারের সাথে কাজ কথা বলেছি। তারা আগামী এক সপ্তাহের মধ্যে কাজ শুরু করবে। এজন্য আগামী এক সপ্তাহ ছাত্র ইউনিয়নের কর্মসূচি স্থগিত রাখার কথা বলেছি।
শেয়ার করুন

প্রকাশ : অগাস্ট ৩০, ২০২৩ ৭:৩৪ অপরাহ্ন
বাকৃবিতে “Enhance Quality of Higher Education at Bangladesh Agricultural University” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
ক্যাম্পাস

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (৩০ আগস্ট): বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের উচ্চ শিক্ষা ও গবেষণা কমিটির আয়োজনে আজ বুধবার বিকাল ২:৩০ ঘটিকায় বিশ্ববিদ্যালয়ের সৈয়দ নজরুল ইসলাম সম্মেলন কক্ষে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের এম.এস ও পিএইচ.ডি শিক্ষা ও গবেষণা কার্যক্রমের বর্তমান অবস্থা ও উন্নয়নকে সামনে রেখে “Enhance Quality of Higher Education at Bangladesh Agricultural University” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়।

সেমিনারে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের উচ্চ শিক্ষা ও গবেষণা কমিটির কো-অর্ডিনেটর প্রফেসর ড. মোঃ আবু হাদী নূর আলী খান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এমদাদুল হক চৌধুরী এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাৎস্যবিজ্ঞান অনুষদের ডিন ও ডিন পরিষদের আহবায়ক প্রফেসর ড. মোঃ আবুল মনসুর।


অনুষ্ঠিত সেমিনারে উচ্চ শিক্ষা ও গবেষণা কমিটি কার্যালয়ের উপ-পরিচালক কৃষিবিদ ড. ফারজানা দিবার সঞ্চালনায় বাকৃবির আইকিউএসি’র পরিচালক প্রফেসর ড. সুকুমার সাহা ও কৃষি অর্থনীতি ও গ্রামীণ সমাজবিজ্ঞান অনুষদের ডিন ড. খন্দকার মোঃ মোস্তাফিজুর রহমান এবং বাকৃবির বিভিন্ন অনুষদের প্রতিনিধিগণ তাদের মতামত প্রদান করেন।


সেমিনারে বাকৃবির বিভিন্ন অনুষদের বিভাগীয় প্রধান এবং এম.এস ও পিএইচ.ডি শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

প্রকাশ : অগাস্ট ২৮, ২০২৩ ১০:৪৫ অপরাহ্ন
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে জরুরী সিন্ডিকেট অধিবেশন অনুষ্ঠিত
ক্যাম্পাস

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) সিন্ডিকেটের জরুরী অধিবেশন ২৮ আগস্ট ২০২৩ (সোমবার) সকাল ১০ টায় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলরের অফিস কক্ষে অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এমদাদুল হক চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সিন্ডিকেট অধিবেশনে সদস্যবৃন্দের মাঝে উপস্থিত ছিলেন পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী প্রফেসর ড. শামসুল আলম, পশু পালন অনুষদের ডিন প্রফেসর ড. ছাজেদা আখতার, কৃষি অর্থনীতি ও গ্রামীণ সমাজবিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. খন্দকার মোঃ মুস্তাফিজুর রহমান, বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট এর মহাপরিচালক ড. ইয়াহিয়া মাহমুদ, সাবেক ইউজিসি প্রফেসর ড. এস. এম. বুলবুল এবং সিন্ডিকেট সচিব বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) কৃষিবিদ মোঃ অলিউল্লাহ । এছাড়াও সদস্যবৃন্দের মাঝে অনলাইনে যুক্ত ছিলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা’র মহাপরিচালক প্রফেসর নেহাল আহমেদ, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট এর মহাপরিচালক ড. দেবাশীষ সরকার, বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল এর নির্বাহী চেয়ারম্যান ড. শেখ মোহাম্মদ বখতিয়ার।
সিন্ডিকেট সভায় বিশিষ্ট রাজনীতিবিদ, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) সিন্ডিকেট সদস্য আলহাজ্ব অধ্যক্ষ মতিউর রহমান-এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করা হয়। এছাড়াও বিগত সময়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকসহ দেশের বিশিষ্ট ব্যক্তি বর্গের মৃত্যুতে শোক প্রকাশ করা হয় এবং তাঁদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করা হয়েছে।
সিন্ডিকেট অধিবেশনে পিএইচডি ডিগ্রী প্রদান, শিক্ষা, গবেষণা, বাজেটসহ নানাবিদ সিদ্ধান্ত গৃহীত হয়েছে ।

শেয়ার করুন

প্রকাশ : অগাস্ট ২৮, ২০২৩ ১২:২১ অপরাহ্ন
আন্তর্জাতিক অসলো রোটারি বৃত্তি পেলেন সিকৃবি’র ১৪ জন মেধাবী শিক্ষার্থী
ক্যাম্পাস

সিকৃবি প্রতিনিধি : মেধাবী শিক্ষার্থীদের শিক্ষাক্ষেত্রে সহায়তা স্বরূপ অসলো ইন্টান্যাশনাল রোটারি ক্লাব(ওআইআরসি) প্রদত্ত বৃত্তি পেলেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) ১৪ জন মেধাবী শিক্ষার্থী। ২৭ আগস্ট রবিবার সিকৃবি’র কৃষি অনুষদের ভার্চুয়াল ক্লশরুমে শিক্ষার্থীদের মাঝে প্রধান অতিথি হিসেবে বৃত্তি প্রদান করেন সিকৃবি’র ভাইস-চ্যান্সেলর প্রফেসর ডাঃ মোঃ জামাল উদ্দিন ভ’ঞা।

পরিচালক বহিরাঙ্গন ড. তিলক চন্দ্র নাথের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য রাখেন ওআইআরসি’র প্রেসিডেন্ট ইরিনা আনকা তানাসি এবং অর্থ ও হিসাব শাখার পরিচালক প্রফেসর ড. মোঃ মোশারফ হোসেন সরকার। অনুষ্ঠানে স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থী জয়কৃষ্ণ চন্দ্র বিশ্বাস শর্মা, দীপ্তি রাণী দে, মৌসুমী পাল, তারিন তাবাস্সুম এবং স্নাতক পর্যায়ের শিক্ষার্থী জিনিয়া জাফরিন নিঝুম, সাথী রাণী দাস, নাহিদা সুলতানা, মান্না দাস, রাইসা হোসাইন প্রিয়তি, পিংকি দেবনাথ, মোঃ ওমর ফারুক, স্বর্ণালী তালুকদার, আরিফা আক্তার, মোঃ মাহমুদ আলী কে ২০২৩-২৪ শিক্ষা বর্ষের জন্য শিক্ষা বৃত্তি প্রদান করা হয়।

শেয়ার করুন

প্রকাশ : অগাস্ট ১৮, ২০২৩ ৭:২০ অপরাহ্ন
বাকৃবির ৬৩ তম প্রতিষ্ঠাদিবস পালিত 
ক্যাম্পাস

মো.শাহীন সরদার, বাকৃবি প্রতিনিধি: শোকের মাস হওয়ায় অনাড়ম্বর আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি)  ৬৩তম প্রতিষ্ঠাদিবস পালিত হয়েছে। দিবসটি উদযাপন উপলক্ষে  শোভাযাত্রা, ব্রহ্মপুত্র নদে মাছের পোনা অবমুক্তকরণ এবং ফলজ ও বনজ গাছের চারা বিতরণসহ দিনব্যাপী নানা অনুষ্ঠানের আয়োজন করে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা দিবস বাস্তবায়ন কমিটি।

দিবসটি উপলক্ষে শুক্রবার  (১৮ আগস্ট) সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের হ্যালিপ্যাডে জাতীয় সঙ্গীতের সাথে জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন করেন উপাচার্য অধ্যাপক ড. এমদাদুল হক চৌধুরী। এরপর পায়রা উড়িয়ে শোভাযাত্রার উদ্বোধন করেন উপাচার্য। শোভাযাত্রাটি হ্যালিপ্যাড থেকে শুরু হয়ে আমতলা ও কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে দিয়ে বঙ্গবন্ধু চত্বরে গিয়ে শেষ হয়। শোভাযাত্রায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন  রাজনৈতিক ও সামাজিক  সংগঠনের সদস্যরা অংশগ্রহণ করে। এরপর কৃষি শিক্ষায় বঙ্গবন্ধুর অবদানের স্বীকৃতিস্বরূপ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের পাশে ব্রহ্মপুত্র নদে মাছের পোনা অবমুক্ত করা হয়। আবাসিক হল গুলোতে বৃক্ষরোপণের জন্য হল প্রাধ্যক্ষদের কাছে বৃক্ষের চারা হস্তান্তর করা হয়।

সকাল ১০ টার দিকে বিশ্ববিদ্যালয়ের সৈয়দ নজরুল ইসলাম সম্মেলন কক্ষে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের অর্জন, ‘শিক্ষা,গবেষণা ও উদ্ভাবিত প্রযুক্তি’ শিরোনামে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় স্ব স্ব অনুষদীয় গবেষণা, অর্জন ও ভবিষ্যত পরিকল্পনা বিষয়ে উপাস্থাপনা করেন বিভিন্ন অনুষদের ডিনবৃন্দ।

এসময় দেশের কৃষির উন্নয়নে বাকৃবির অবদান তুলে ধরে উপাচার্য বলেন, বাংলাদেশ এখন খাদ্যে স্বয়ংসম্পর্ণ।  একসময় সাত কোটি মানুষের খাবারের জোগান দেওয়া কষ্টসাধ্য ছিল। তবে এখন ১৮ কোটি মানুষ পেট ভরে খেতে পারে। এই অবদানের পেছনে রয়েছে বাকৃবি ও এর গ্রাজুয়েটরা। পূর্বে বছরে ২বার ধান উৎপাদন হলেও এখন তা ৩বারে উন্নীত হয়েছে। পূর্র্বে খড়া, অতিবৃষ্টি, শিলাববৃষ্টি এবং বন্যাসহ নানা প্রাকৃতিক দুর্যোগে ফসলের প্রচুর ক্ষয়ক্ষতি হতো। এখন কৃষকরা জানেন এগুলো কিভাবে মোকাবেলা করতে হয়।

উল্লেখ্য,  ১৯৬১ সালের ১৮ ই আগস্ট ময়মনসিংহে প্রায় বারোশো একর জায়গার উপর প্রতিষ্ঠিত হয় কৃষি শিক্ষার সর্বোচ্চ বিদ্যাপীঠ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়।
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ৬৩ তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে শুক্রবার সকালে উপাচার্য অধ্যাপক ড. এমদাদুল হক চৌধুরীর নেতৃত্বে শোভাযাত্রা বের করা হয়।
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ৬৩ তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে শুক্রবার কৃষিতে বঙ্গবন্ধুর অবদানের জন্য তার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেনন উপাচার্য অধ্যাপক ড. এমদাদুল হক চৌধুরী। যুগান্তর
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ৬৩ তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে শুক্রবার ব্রহ্মপুত্র নদে মাছের পোনা অবমুক্ত করেন উপাচার্য অধ্যাপক ড. এমদাদুল হক চৌধুরী।
শেয়ার করুন

প্রকাশ : অগাস্ট ১৬, ২০২৩ ৭:৩১ অপরাহ্ন
বাকৃবি লেকচারার অ্যাসিসট্যান্ট প্রফেসর’স ফোরামের  বিরুদ্ধে অভিযোগ
ক্যাম্পাস

বাকৃবি প্রতিনিধিঃ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) লেকচারার অ্যাসিসট্যান্ট প্রফেসর’স ফোরামের বিগত কার্যিনর্বাহী কমিটি মেয়াদ শেষ হয়েছে গত ৩১জুলাই।  মেয়াদোত্তীর্ণ হওয়ার পরেও পুনরায় ৩য় সাধারণ সভার মুলতবি সভা ডেকেছে গত ২০২২-২৩ কার্যনির্বাহী কমিটি। গত কার্যিনর্বাহী কমিটির এমন অনিয়মে অভিযোগ করে প্রতিবাদ জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের ফার্মাকোলজি বিভাগের প্রভাষক পপি খাতুন।

অভিযোগপত্রে পপি খাতুন বলেন, লেকচারার অ্যাসিসট্যান্ট প্রফেসর’স ফোরামের গত কার্যিনর্বাহী কমিটি, সাংগঠনিক ক্ষমতার অপব্যবহার করে পূর্বে সংঘঠিত ৩য় সাধারণ সভার মুলতবি সভা পুনরায় আগামী ১৭ আগস্ট ডেকেছেন। পাশাপাশি সংগঠনটির গঠনতন্ত্রের অনুচ্ছেদ ১২ অনুযায়ী নতুন কার্যিনর্বাহী কমিটির দায়িত্বভার হস্তান্তর ও গ্রহণ প্রক্রিয়া কোন ক্রমেই জুলাই মাস অতিক্রম করবে না। কিন্তু সদ্য সাবেক কমিটি আগস্টের মাঝামাঝি সময় পর্যন্তও পরবর্তী ২০২৩-২৪ বছরের জন্য নতুন কোন কমিটি গঠন করেনি।

অভিযোগকারী আরোও বলেন , ১৯ সদস্য বিশিষ্ট সদ্য সাবেক কমিটি শুরু থেকেই বিতর্কিত ছিল। গঠনতন্ত্রের অনুচ্ছেদ ৭ এর ২য় প্যারা অনুযায়ী বিষয়বস্তু নির্বাচনী কমিটির কোন সদস্য পরবর্তীতে কার্যিনর্বাহী কমিটির সদস্য পদ ব্যতীত অন্য কোন সম্পাদকীয় পদে অন্তর্ভুক্ত হতে পারবেন না। এদিকে বিগত কমিটির সভাপতি ফিজিওলজি বিভাগের সহকারী অধ্যাপক খালেদ মাহমুদ সুজন গত ২০২১-২২ কার্যিনর্বাহী কমিটির বিষয়বস্তু নির্বাচন কমিটির একজন সদস্য হয়েও পরবর্তী কমিটির সভাপতির পদ দখল করেন। যা সংগঠনটির গঠনতন্ত্রের অবমাননা করেছে।

লেকচারার অ্যাসিসট্যান্ট প্রফেসর’স ফোরামের সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক মো. আশিক মিয়া বলেন, গত ২৩ জুলাই বিষয়বস্তু নির্বাচনী কমিটি গঠন করার জন্য সাধারণ সভার আয়োজন করা হয়৷ কিন্তু ওই কমিটিতে বিষয়বস্তু নির্বাচনী কমিটির সদস্যা সংখ্যা আগের মতো বহাল থাকবে নাকি বৃদ্ধি করা হবে এই বিষয় নিয়ে মতবিরোধ তৈরি হয়। এক পর্যায়ে সভার পরিস্থিতি প্রতিকূলে চলে গেলে আমরা সভাটি স্থগিত করতে বাধ্য হই৷ পরবর্তীতে পরিস্থিতি অনুযায়ী সেই স্থগিত সভাটি পুনরায় ১৭ আগস্টে ডাকা হয়। বিষয়বস্তু নির্বাচনী কমিটির মাধ্যমে নতুন কমিটি তৈরি করাই এ সভা আয়োজনের মূল উদ্দেশ্য। তবে ফোরামের গঠতন্ত্রের ১২-ধারা বর্ণনা করতে গিয়ে তিনি বলেন, ধারাটি অসম্পূর্ণ রয়েছে। ৩১ জুলাইয়ের মধ্যে নতুন কমিটি দেওয়ার কথা বলা হলেও কোনো কারণে তা অতিক্রম করলে কি করতে হবে তার কোনো বর্ণনা দেওয়া নেই।

উল্লেখ্য, লেকচারার অ্যাসিসট্যান্ট প্রফেসর’স ফোরাম বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) একটি অরাজনৈতিক, অসাম্প্রদায়িক এবং প্রগতিশীল সংগঠন। সংগঠনটির আদর্শ ও উদ্দেশ্য হল ন্যায়নীতির ভিত্তিতে প্রভাষক ও সহকারী অধ্যাপকদের স্বার্থ সংরক্ষণের মাধ্যমে তাদের প্রত্যাশিত ভূমিকার নিশ্চয়তা বিধান করা।

শেয়ার করুন

প্রকাশ : অগাস্ট ১৫, ২০২৩ ১২:১৬ অপরাহ্ন
জাতীয় শোক দিবস উপলক্ষে বাকৃবিতে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা
ক্যাম্পাস

দীন মোহাম্মদ দীনু: যথাযথ মর্যাদা এবং ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) জাতীয় শোক দিবস ২০২৩ পালিত হয়েছে। জাতীয় দিবস উদযাপন কমিটির আয়োজনে দিবসটি পালন উপলক্ষে মঙ্গলবার ১৫ আগস্ট (মঙ্গলবার) সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা অর্ধনমিত ও কালো পতাকা উত্তোলন করা হয়। দিবসটি পালন উপলক্ষে সকাল ৮টায় বাকৃবি হ্যালিপ্যাড থেকে বঙ্গবন্ধু স্মৃতিচত্বর পর্যন্ত র‌্যালি শেষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে বিশ্ববিদ্যালয়ের পক্ষে পুষ্পস্তবক অর্পণ করেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এমদাদুল হক চৌধুরী। এসময় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এমদাদুল হক চৌধুরী বলেন, পৃথিবীর জঘন্যতম এই হত্যাকান্ডের নিন্দা জানানোর ভাষা আমার কাছে নেই। বর্বর পাকিস্তানিদের নির্মম হত্যাকান্ডের চেয়েও জঘন্যতম এ হত্যাকান্ড ঘটেছে আজকের এই দিনে। সারা বিশ্বের বাঙালি জাতি এই দিনটিকে ঘৃণাভরে স্মরণ করে। যার জন্ম না হলে বাংলাদেশ স্বাধীন হতো না তাকে যখন হত্যা করা হয় তখন এর দায় শুধু কিছু পথভ্রষ্ট ব্যক্তির উপর নয় বরং সমগ্র জাতির উপরে পড়ে। তিনি আরোও বলেন, বঙ্গবন্ধু আকাশের মত। বঙ্গবন্ধুর সাথে কারো তুলনা চলে না। তিনি এতই উঁচু যে তাঁকে ধরা বা ছোঁয়া যায় না।
এ সময় তিনি বঙ্গবন্ধু ও তার পরিবারসহ ১৫ আগস্টে সকল শহীদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন। এ সময় জাতীয় দিবস উদযাপন কমিটির সভাপতি ও ছাত্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মোঃ হারুন-অর-রশিদ এর সভাপতিত্বে ও শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক প্রফেসর ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম এর সঞ্চালনায় জাতীয় দিবস উদযাপন কমিটি ও প্রক্টর কার্যালয়, ডিন কাউন্সিলের আহবায়ক, শিক্ষক সমিতি, অফিসার পরিষদ, প্রভোস্ট কাউন্সিলের আহবায়ক এবং বিভিন্ন হলের প্রভোস্টবৃন্দ, গণতান্ত্রিক শিক্ষক ফোরাম, মুক্তিযোদ্ধা সংসদ, নীল দল, বাংলাদেশ ছাত্রলীগ, মহিলা সংঘ, বাউরেস, আমরা মুক্তিযোদ্ধার সন্তান বাকৃবি প্রাতিষ্ঠানিক কমান্ড, কৃষিবিদ ইনস্টিটিউশন, বঙ্গবন্ধু কৃষিবিদ পরিষদ, সাংবাদিক সমিতি, তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ, কারিগরি কর্মচারী সমিতি ও চতুর্থ শ্রেণী কর্মচারী সমিতি, পিএইচডি স্টুডেন্ট অ্যাসোসিয়েশন, বিজ্ঞান সংঘ, ডিবেটিং সংঘ, সাহিত্য সংঘ, উইমেন্স সাইক্লিং ক্লাব, ওয়ান বাংলাদেশ, কৃষি বিশ্ববিদ্যালয় হাই স্কুল, কে.বি. সরকারী প্রাথমিক বিদ্যালয়, মুক্তিযোদ্ধা স্মৃতি বিদ্যালয়, শিশু নিকেতন, শিশু বাগ, মর্নিং সান কিন্ডার গার্ডেনসহ বিভিন্ন সামাজিক, রাজনৈতিক, পেশাজীবী ও স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারীরা পুষ্পস্তবক অর্পণ করেন।
এসময় আরোও বক্তব্য রাখেন, ডিন কাউন্সিলের আহবায়ক প্রফেসর ড. মোঃ আবুল মনসুর, শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. মুহাম্মদ আসলাম আলী এবং প্রক্টর প্রফেসর ড. মোঃ আজহারুল ইসলাম। এছাড়া জাতীয় শোক দিবস পালন উপলক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সংগঠন কর্তৃক দোয়া ও মিলাদ মাহফিল, দুস্থদের মাঝে খাবার বিতরণসহ বিভিন্ন কর্মসূচি গ্রহন করা হয়েছে।
শেয়ার করুন

প্রকাশ : অগাস্ট ১৪, ২০২৩ ৩:২৮ অপরাহ্ন
বাকৃবিতে ডেঙ্গু প্রতিরোধকল্পে সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে র‍্যালি ও সেমিনার অনুষ্ঠিত
ক্যাম্পাস

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ডেঙ্গু প্রতিরোধ কমিটির আয়োজনে ১৪ আগস্ট (সোমবার) সকাল সাড়ে ১১টায় ডেঙ্গু প্রতিরোধে সামাজিক সচেতনতা বৃদ্ধি, এডিস মশা নিয়ন্ত্রণ ও পরিচ্ছন্নতা অভিযান উপলক্ষে র‌্যালি ও সেমিনার অনুষ্ঠিত হয়েছে। র‌্যালিটি বিশ্ববিদ্যালয় প্রশাসনিক ভবন থেকে শুরু হয়ে প্রধান সড়ক অতিক্রম করে শিল্পাচার্য জয়নুল আবেদীন মিলনায়তনে শেষ হয় এবং পরে ১২টায় শিল্পাচার্য জয়নুল আবেদীন মিলনায়তনে সেমিনার অনুষ্ঠিত হয়।
ডেঙ্গু প্রতিরোধ কমিটির সভাপতি প্রফেসর ড. মোহাম্মদ মনিরুজ্জামান এর সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাইস-চ্যান্সেলরের দায়িত্বপ্রাপ্ত এবং কৃষি প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ মঞ্জুরুল আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মোঃ হারুন-অর-রশিদ।


সেমিনারে প্রফেসর ড. মোঃ মঞ্জুরুল আলম বলেন, ডেঙ্গু প্রতিরোধের প্রধান উপায় হচ্ছে মানসিক সচেতনতা, ডেঙ্গু প্রতিরোধের বৈজ্ঞানিক উপায়গুলো রক্ষা করা এবং নিজ আশেপাশের পরিবেশের রক্ষা করা। ছাত্র নেতৃবৃন্দ নিজ হলসমূহ, ডিন মহোদয় এবং বিভাগীয় প্রধানগণ নিজ বিভাগ এবং রেজিস্টার মহোদয় নিজ আওতাধীন অফিস সমূহসহ প্রতিটি ব্যক্তি নিজ বাড়িঘর এবং আশেপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্নতা রেখে ডেঙ্গু প্রতিরোধমূলক সচেতনতা বৃদ্ধি করতে হবে। জলবায়ু পরিবর্তনের সাথে নিজেদের সচেতনতা বৃদ্ধি করে নিজেদেরকে রক্ষা করতে হবে।
বায়োটেকনোলজি বিভাগের প্রফেসর ড. মোঃ শহিদুল ইসলাম এর সঞ্চালনায় সেমিনারে শুভেচ্ছা বক্তব্য রাখেন ডিন কাউন্সিলের আহবায়ক প্রফেসর ড. মোঃ আবুল মনসুর এবং স্বাগত বক্তব্য রাখেন ডেঙ্গু প্রতিরোধ কমিটির সদস্য-সচিব ডাঃ মোঃ শাহাদাৎ হোসেন। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্যারাসাইটোলজি বিভাগের প্রফেসর ড. তাহসিন ফারজানা। এছাড়াও সেমিনারে ডেঙ্গু প্রতিরোধ বিষয়ে মুক্ত আলোচনায় বক্তব্য রাখেন রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) কৃষিবিদ মোঃ অলিউল্লাহ, প্যারাসাইটোলজি বিভাগের প্রফেসর ড. মোঃ সহিদুজ্জামান, কীটতত্ত্ব বিভাগের প্রফেসর ড. গোপাল দাস, কীটতত্ত্ব বিভাগের প্রফেসর ড. মোহাম্মদ তোফাজ্জল হোসেন, ছাত্রলীগের সভাপতি খন্দকার তায়েফুর রহমান রিয়াদ, চীফ মেডিকেল অফিসার (ভারপ্রাপ্ত) ডাঃ মোঃ সাঈদুর রহমান।
‘ডেঙ্গুকে নয় ভয়, সচেতনতা করবে জয়’ এই স্লোগানকে সামনে রেখে আয়োজিত এ র‌্যালি ও সেমিনারে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, ছাত্র-ছাত্রী, কর্মকর্তা, কর্মচারীবৃন্দসহ বিশ্ববিদ্যালয়ে অবস্থিত স্কুল এবং কলেজের শিক্ষক ছাত্র-ছাত্রীবৃন্দ অংশগ্রহণ করেন।

শেয়ার করুন

প্রকাশ : অগাস্ট ১০, ২০২৩ ৯:৩৭ অপরাহ্ন
বাকৃবিতে স্ট্যাটিসটিক্যাল প্যাকেজ ফর এমএস স্টুডেন্টস ইন এগ্রিকালচার’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালার সনদ বিতরণী অনুষ্ঠিত
ক্যাম্পাস

কৃষিবিদ দীন মোহাম্মদ দীনু: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) ‘স্ট্যাটিসটিক্যাল প্যাকেজ ফর এমএস স্টুডেন্টস ইন এগ্রিকালচার’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালার সনদ বিতরণী অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১০ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের এগ্রোমেটিওরোলজি বিভাগের সম্মেলনে কক্ষে উক্ত প্রশিক্ষণের আয়োজন করা হয়।

এগ্রোমেটিওরোলজি বিভাগের প্রধান অধ্যাপক ড. আরিফ হাসান খান রবিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাকৃবি উপাচার্য অধ্যাপক ড. এমদাদুল হক চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উচ্চ শিক্ষা ও গবেষণা কমিটির কো অর্ডিনেটর অধ্যাপক ড. আবু হাদী নূর আলী খান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ‘এগ্রোমেটিওরোলজিক্যাল ইনফরমেশন সিস্টেমস ডেভেলপমেন্ট’ প্রজেক্টের প্রধান শাহ কামাল খান।

জানা যায়, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগে স্নাতকোত্তর অধ্যয়নরত ৪৬ জন শিক্ষার্থীদের জন্য কৃষিজ স্ট্যাটিক্যাল প্যাকেজ প্রশিক্ষণ আয়োজন করে এগ্রোমেটেরিওলজি বিভাগ। এর মধ্যে জুলাই সেশনে ২৫ জন ও আগস্ট সেশনে ২১ জন অংশগ্রহণ করেন। প্রতি সেশনে ৮ দিনব্যাপী কর্মশালায় মিনিট্যাব, আর ও এসপিএসএস বিষয়ে হাতে কলমে প্রশিক্ষণ প্রদান করা হয়।

শেয়ার করুন

প্রকাশ : অগাস্ট ৯, ২০২৩ ২:১৬ অপরাহ্ন
পাবলিক বিশ্ববিদ্যালয়ের নবীন শিক্ষকদের ২৯তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন
ক্যাম্পাস

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন এর অর্থায়নে এবং গ্র্যাজুয়েট ট্রেনিং ইন্সটিটিউট (জিটিআই) এর পরিচালনায় পাবলিক বিশ্ববিদ্যালয়ের নবীন শিক্ষকদের পেশাগত দক্ষতা উন্নয়নের লক্ষ্যে ২৯তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী ০৯ আগস্ট (বুধবার) সকাল ১০টায় জিটিআই শ্রেণী কক্ষে অনুষ্ঠিত হয়েছে।
জিটিআই এর পরিচালক প্রফেসর ড. বেনতুল মাওয়া এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলরের দায়িত্বপ্রাপ্ত এবং কৃষি প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ মঞ্জুরুল আলম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন যথাক্রমে ভেটেরিনারি অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ আব্দুল আউয়াল, ছাত্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মোঃ হারুন-অর-রশিদ এবং জিটিআই এর সাবেক পরিচালক প্রফেসর ড. মোজাহার আলী।


প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর ড. মোঃ মঞ্জুরুল আলম বলেন, জিটিআই কর্তৃক পরিচালিত পাবলিক বিশ্ববিদ্যালয়ের বুনয়াদি প্রশিক্ষণ কোর্স সারাদেশে ব্যাপক সমাদৃত। দক্ষ শিক্ষক একটি বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিত্ব করে। চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলায় সঠিক পাঠদানের জন্য দক্ষ শিক্ষকের বিকল্প নাই। প্রশিক্ষণ লব্দ অভিজ্ঞতা নিজ প্রতিষ্ঠান পরিচালনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আমি আশা করব, আপনারা দক্ষতার সাথে শিক্ষা কার্যক্রম পরিচালনা করে দেশের বিশ্ববিদ্যালয় গুলোকে জাতির বিবেক হিসেবে দাঁড়া করাবেন।
অনুষ্ঠানে কোর্স কো-অর্ডিনেটর প্রফেসর ড. মোঃ মোজাম্মেল হক এর সঞ্চালনায় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. মুহাম্মদ আসলাম আলী এবং সিনিয়র কোর্স কো-অর্ডিনেটর প্রফেসর ড. মাছুমা হাবিব।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) কৃষিবিদ মোঃ অলিউল্লাহ, জিটিআই এর সাবেক পরিচালক প্রফেসর ড. এম. নজরুল ইসলাম, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক প্রফেসর ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম, জনসংযোগ ও প্রকাশনা দফতরের উপ-পরিচালক কৃষিবিদ দীন মোহাম্মদ দীনু এবং প্রশিক্ষণার্থীসহ আমন্ত্রিত অতিথিবৃন্দ।


উল্লেখ্য, ০৯ আগস্ট হতে ০৪ সেপ্টেম্বর পর্যন্ত ২৭দিন ব্যাপি এ প্রশিক্ষণ কোর্সে ২০টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের মোট ২০জন শিক্ষক অংশগ্রহণ করেন।

শেয়ার করুন

বিজ্ঞাপন

ads

বিজ্ঞাপন

ads

বিজ্ঞাপন

ads

বিজ্ঞাপন

ads

বিজ্ঞাপন

ads

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

ads

ফেসবুকে আমাদের দেখুন

ads

মুক্তমঞ্চ

scrolltop