১০:৩৬ অপরাহ্ন

রবিবার, ৫ মে , ২০২৪
ads
ads
শিরোনাম
প্রকাশ : এপ্রিল ১৫, ২০২৩ ৩:১১ অপরাহ্ন
সারাবছর মাছের পোনা উৎপাদনে বাকৃবিতে মাছ চাষে জলবায়ু গবেষণার ল্যাবরেটরি উদ্বোধন
ক্যাম্পাস

কৃষিবিদ দীন মোহাম্মদ দীনু: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের মাৎস্যবিজ্ঞান বিভাগে বাংলাদেশ কৃষি গবেষনা ফাউন্ডেশনের (কেজিএফ) আর্থিক সহায়তায় সারাবছর মাছের পোনা উৎপাদনে ‘মাছ চাষে জলবায়ু গবেষণার অত্যাধুনিক ল্যাবরেটরি’ উদ্বোধন করা হয়েছে। শনিবার (১৫ এপ্রিল ২০২৩) বাংলাদেশ কৃষি বিশ^বিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড.লুৎফুল হাসান প্রধান অতিথি হিসাবে গবেষণাগারটি উদ্বোধন করেন। বাকৃবি মাৎস্যবিজ্ঞান অনুষদীয় সম্মেলন কক্ষে এ উপলক্ষে আয়োজিত আলোচনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কৃষি গবেষণা ফাউন্ডেশন এর নির্বাহী পরিচালক ড. জীবন কৃষ্ণ বিশ্বাস। মাৎস্যবিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড.মো: আবুল মনসুর এর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রকল্পের কো-পিআই প্রফেসর ড.মুহাম্মদ মাহফুজুল হক । গবেষণার মূল বিষয় উপস্থাপন করেন প্রকল্পের প্রধান গবেষক প্রফেসর ড. এ. কে. শাকুর আহম্মদ । এছাড়াও কেজিএফ এবং বাকৃবির শিক্ষকবৃন্দ আলোচনায় অংশ গ্রহণ করেন।
প্রধান অতিথি ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. লুৎফুল হাসান আশা প্রকাশ করে বলেন, প্রকল্পটি অত্যন্ত সময় উপযোগি ও মাছের হ্যাচারীতে পোনা উৎপাদনে ভ’মিকা রাখবে । তিনি বলেন , এই প্রকল্পটি সফলভাবে বাস্তবায়িত হলে পরিবর্তিত জলবায়ুতে মাছের বৃদ্ধি ও পোনা উৎপাদন সম্ভব হবে এবং বাংলাদেশে বছরের বেশি সময় ধরে টেকসই উপায়ে মাছ ও পোনা উৎপাদন সম্ভব হবে।

এই প্রকল্পের মাধ্যমে তেলাপিয়া, পাংগাস ও শিং মাছের দৈহিক বৃদ্বি ও পোনা উৎপাদনের উপর জলবায়ু পরিবর্তনের প্রভাব ও পরিবর্তিত জলবায়ুতে মাছের টেকসই উৎপাদন ও প্রজননের ক্ষেত্রে জলবায়ু প্রশমন ও অভিজোজন কৌশল উদ্ভাবনে বহুমাত্রিক গবেষনা কার্যক্রম পরিচালিত হয়েছে ।
প্রকল্পের প্রধান গবেষক প্রফেসর ড. এ. কে. শাকুর আহম্মদ বলেন, বাংলাদেশে মূলত: মার্চ থেকে আগষ্ট পর্যন্ত হ্যারীতে মাছের পোনা উৎপাদন হয়ে থাকে এবং অন্যান্য মাসে বায়ু ও পানির তাপমাত্রা কমে যাওয়ার কারনে মাছের পোনা উৎপাদন সম্ভব হয়না। ফলে শীতকাল ও এর অবিলম্ব পূর্ব ও পরে মাছের পোনা পাওয়া যায়না এবং এই সময়ে মাছের সকল হ্যাচারী বন্ধ থাকে এবং পরবর্তি গ্রীষ্মকাল পর্যন্ত অপেক্ষা করতে হয়। এই প্রকল্পের মাধ্যমে কিভাবে আভ্যন্তরিন সিষ্টেম নিয়ন্ত্রনের মাধ্যমে পানির তাপমাত্রা ধরে রেখে মাছের দৈহিক বৃদ্বি ও পোনা উৎপাদন সম্ভব তা যথাযথভাবে পরীক্ষা করা হচ্ছে। তিনি আরও বলেন, মাছ জলজ শীতল রক্ত বিশিষ্ট্য প্রানী হওয়াতে বায়ুর তাপমাদ্রা, বায়ুর আপেক্ষিক আদ্রতা, বৃষ্টি ও সূর্য়ের আলোর প্রক্ষরতায় পানির গুনাগুন সূচক পরিবর্তনের মাধ্যমে মাছের দৈহিক বৃদ্বি ও পোনা উৎপাদন প্রভাবিত হয়। ইতিপূর্বে বিভিন্ন গবেষনায় দেখা গেছে যে মাত্রারিক্ত তাপমাত্রা, অতি নিম্ন তাপমাত্রা, অনাবৃষ্টি, সূয়ের আলোর অপ্রতুলতা জনিত কারনে মাছের দৈহিক বৃদ্বি ও প্রজনন সক্ষমতা কমে যায় ফলে গুনগত মানের পোনা উৎপাদন ব্যহত হয়। বাংলাদেশে মাছের হ্যাচারীতে পোনা উৎপাদনের জন্য পানির সর্বোত্তম তাপমাত্রা নিশ্চিত থাকা খুবই জরুরি।

এই প্রকল্পে দুই জন পিএইচডি ফেলো ও পাঁচ জন এম এস ছাত্র/ছাত্রী তাদের গবেষনা কার্যক্রম পরিচালনা করছেন।

শেয়ার করুন

প্রকাশ : এপ্রিল ১০, ২০২৩ ১০:৫৮ পূর্বাহ্ন
পোল্ট্রির উৎপাদন খরচ কমাবে কেঁচোর পাউডার
ক্যাম্পাস

পোল্ট্রির খাদ্যে উদ্ভিদ প্রোটিনের বিকল্প কেঁচোর পাউডার তৈরি করতে সক্ষম হয়েছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) পশুপুষ্টি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো শফিকুর রহমান শিশির এবং তার গবেষক দল। তারা বলছেন, কেঁচোর উৎপাদনশীলতা বেশি এবং উৎপাদন ব্যয় কম হওয়ায় তা পোল্ট্রির উৎপাদন খরচ কমাবে।

গবেষকরা জানান, তাদের গবেষণায় রেড ওয়ার্ম বা কেঁচো ব্যবহার করা হয়েছে। কেঁচোর প্রতি কেজিতে ড্রাই বায়ো মাস ১০-১২ শতাংশ পাওয়া যায়। বিভিন্ন মিডিয়াতে (প্লাস্টিক অথবা সিমেন্ট রিং) কেঁচো উৎপাদনের জন্য জৈব উপাদান ব্যবহার করা হয়েছে। সবজির উচ্ছিষ্টাংশ, কলাগাছ, মুরগির ফ্লারি ও গোবর একটি নির্দিষ্ট অনুপাতে মিশিয়ে মাত্র ২১ দিনে ২০০ গ্রাম কেঁচো বীজ থেকে প্রায় দ্বিগুণের বেশি কেঁচো উৎপাদন সম্ভব হয়েছে। একবার বীজ স্থাপন করলে ফসলের মতো বারবার কেঁচো উত্তলন করা সম্ভব। সামনে এর পুষ্টি গুণাগুণ নিয়ে আরও গবেষণা করা হবে বলে জানান গবেষকরা।

গবেষণায় দেখা গেছে, পোল্ট্রি খাদ্য রেশনে কেঁচোর পাউডার ব্যবহারে ব্রয়লার মুরগির স্বাদে, রঙে ও চর্বির পরিমাণে পরিবর্তন এসেছে। পরিবর্তিত রেশন খাওয়ানো ব্রয়লারের মাংস কিছুটা লালচে রঙের হয়। বুকের মাংসে কম পরিমাণে চর্বি জমতে দেখা যায়।

এ বিষয়ে প্রধান গবেষক ড. মো. শফিকুর রহমান শিশির বলেন, পোল্ট্রি খাদ্যের দামবৃদ্ধির অন্যতম কারণ হচ্ছে উদ্ভিদ ও প্রাণি প্রোটিনের মূল্যবৃদ্ধি। পোল্ট্রি খাদ্য রেশনের প্রায় ২৫ শতাংশ প্রোটিন দেওয়া হয়। যার মধ্যে উদ্ভিদ প্রোটিনের প্রধান উৎস সয়াবিন ও প্রাণিজ প্রোটিনের জন্য মিট মিল, ব্লাড মিলসহ মিথিওনিন ও লাইসিন ব্যবহার করা হচ্ছে। এই খাদ্য উপাদানের দাম যেমন একদিকে বেশি তেমনি অধিকাংশ আমদানি করতে হয়। এ ছাড়া মিথিওনিন ও লাইসিনের মতো অত্যাবশ্যকীয় অ্যামিনো এসিডের প্রোফাইল উদ্ভিদের চেয়ে প্রাণীতে বেশি শক্তিশালী। পোল্ট্রি রেশনের ৭-৮ শতাংশ কেঁচো থেকে পাওয়া প্রোটিন ব্যবহার করা যেতে পারে। ফলে খাদ্যের দাম যেমন কমে আসবে তেমনি পোল্ট্রির উৎপাদন খরচও কমে আসবে।

গবেষক দলের অন্য সদস্যরা হলেন- পশুবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক হাসান মোহাম্মদ মোর্শেদ, পশুপালন অনুষদের তৃতীয় বর্ষের শিক্ষার্থী মো. আবিদুর রহমান খান, অজিত মজুমদার এবং উম্মে সালমা। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় রিসার্চ সিস্টেমের আওতায় ২০১৬ সালে দুই বছর মেয়াদি প্রকল্পের আওতায় গবেষণাটি শুরু হয়।

শেয়ার করুন

প্রকাশ : এপ্রিল ৭, ২০২৩ ৭:৫৩ অপরাহ্ন
বাকৃবিতে নরসিংদী জেলা ছাত্রকল্যাণ সমিতির ইফতার মাহফিল
ক্যাম্পাস

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি অনুষদের মাইক্রোবায়োলজি অ্যান্ড হাইজিন বিভাগীয় গ্যালারীতে “নরসিংদী জেলা ছাত্রকল্যাণ সমিতি”র ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

উক্ত ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন সমিতির সভাপতি মাইক্রোবায়োলজি অ্যান্ড হাইজিন বিভাগের প্রফেসর ডঃ এস. এম. লুৎফুল কবির, সাধারণ সম্পাদক ইউসুফ আলী, সহ-সভাপতি প্রফেসর ডঃ মােঃ আনােয়ার হােসেন এবং কোষাধ্যক্ষ ডঃ আনিসুর রহমান। উপদেষ্টা সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রফেসর ডঃ মােঃ আলম মিয়া, প্রভাষক ইসমাইল হোসেন সবুজ। আরো উপস্থিত ছিলেন সমিতির কার্যকরী কমিটির সকল পর্যায়ের সদস্যবৃন্দ এবং সাধারণ শিক্ষার্থীবৃন্দ।
অনুষ্ঠানের এক পর্যায়ে সমিতির সার্বিক কার্যক্রম নিয়ে আলোচনা করা হয় এবং ভবিষ্যত করনীয় সম্পর্কে আলোকপাত করা হয়। আলোচনা শেষে উপস্থিত সকলের মাঝে ইফতার এবং রাতের খাবার বিতরণ করা হয়।
পরিশেষে সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে, সমিতির ভবিষ্যত উন্নয়ন কামনা করে, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের উত্তরোত্তর সাফল্য কামনা করে এবং সর্বোপরি বাংলাদেশের সার্বিক কল্যাণ কামনা করে দোয়া করা হয়।

শেয়ার করুন

প্রকাশ : এপ্রিল ৬, ২০২৩ ১০:৪৬ পূর্বাহ্ন
শেকৃবি শিক্ষকের বিরুদ্ধে একাধিক শিক্ষার্থীকে কুপ্রস্তাব দেয়ার অভিযোগ!
ক্যাম্পাস

 

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের স্নাতক পড়ুয়া একাধিক ছাত্রীদের উত্যক্ত করার অভিযোগ পাওয়া গেছে ম্যানেজমেন্ট অ্যান্ড ফাইন্যান্স বিভাগের সহযোগী অধ্যাপক আবু জাফর আহমেদ মুকুলের বিরুদ্ধে। বিশ্ববিদ্যালয়ের এগ্রিবিজনেস ম্যানেজমেন্ট অনুষদের কিছু ছাত্রী তার বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন।

এছাড়াও অভিযুক্ত শিক্ষক নিজেকে ক্লাসে লাইসেন্সধারী মাস্তান এবং শিক্ষার্থীদের লাইসেন্সবিহীন মাস্তান বলে অভিহিত করেন বলে জানান শিক্ষার্থীরা।

অভিযোগপত্রে এক ছাত্রী বলেন, তিনি (আবু জাফর আহমেদ মুকুল) বিভিন্ন সময়ে আমাকে তার সঙ্গে একাকী দেখা করতে বলেন। আমি তাকে এড়িয়ে চললে সে আমার বাসার সামনে এসে আমাকে তার সঙ্গে রেস্টুরেন্টে যেতে বলে। আমি ফোন রিসিভ না করলেও তিনি আমাকে ফোন দিতেই থাকেন। আমাকে বিভিন্ন জায়গায় তার সঙ্গে একা ঘুরতে যেতে বলেন।

এছাড়া ক্লাসের বাইরে প্রায় সময় ছাত্রীদের কল, মেসেজ দিয়ে উত্যক্ত করা এবং বিভিন্ন সময় কফি শপে ডাকা ও ঘুরতে নিয়ে যাওয়ার প্রস্তাব দেয়া, এমনকি গভীর রাতে কল দেয়ার প্রমাণ মিলেছে।

বিশ্ববিদ্যালয়ের ২য় ও ৪র্থ বর্ষের শিক্ষার্থীরা জানান, মনগড়া সিলেবাসে এবং সিলেবাসের বাইরে পরীক্ষা নেন তিনি। তার বিরুদ্ধে কেউ যাতে মুখ খুলতে না পারে, এজন্য প্রতি সেমিস্টারে তার ক্লাস আছে বলে তার থেকে ‘নিস্তার’ নেই উল্লেখ করে হুমকি দেন শিক্ষার্থীদের।

এমনকি তিনি ক্লাসে মেয়ে শিক্ষার্থীদের ব্যক্তিগত বিষয় নিয়ে হয়রানি এবং অনিয়মের প্রতিবাদ করায় এক শিক্ষার্থীকে ‘পাগল এবং অটিস্টিক’ বলে সম্বোধন করেন বলে অভিযোগ শিক্ষার্থীদের। বিশ্ববিদ্যালয় এবং উপাচার্যকে হেয় করার অভিযোগও উঠে এসেছে একই অভিযোগপত্রে। উপাচার্যের নির্দেশের পরও পরীক্ষা না নেয়া এবং পরবর্তীতে উপাচার্যের কল রিসিভ করেননি বলে দাম্ভিকতা প্রদর্শন করার অভিযোগ করেন শিক্ষার্থীরা।

শিক্ষার্থীরা আরও বলেন, তিনি নিজ স্বার্থে অনুষদের শিক্ষার্থীদের ডীন ও শিক্ষকদের বিরুদ্ধে আন্দোলন করতে চাপ দেন এবং এর প্রতিদান হিসেবে সাজেশন নামে আন্দোলনকারীদের প্রশ্নপত্র বিতরণ করেন। অস্পষ্ট নম্বর বণ্টন এবং পছন্দের শিক্ষার্থীকে বেশি সুবিধা প্রদানের অভিযোগ করেন শিক্ষার্থীরা।

পাশাপাশি শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের সঙ্গে খারাপ ব্যবহার, হুমকি প্রদান, প্রশ্নপত্র ফাঁস, সিলেবাসের বাইরে থেকে পরীক্ষায় প্রশ্ন করার অভিযোগ করেছেন শিক্ষার্থীরা।

অভিযোগ অস্বীকার করে শিক্ষক আবু জাফর আহমেদ মুকুল সাংবাদিকদের বলেন, এসব অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন। এরকম কিছু আসলে ঘটেনি। শিক্ষার্থীরা আমাকে প্রতিপক্ষ ভেবে আমার বিরুদ্ধে এসব অভিযোগ করে থাকতে পারে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার শেখ রেজাউল করিম বলেন, আমরা অভিযোগপত্র পেয়েছি। উপাচার্য স্যারের সঙ্গে কথা হয়েছে। শিগগিরই তদন্ত কমিটি গঠন করা হবে। ওই শিক্ষক দোষী হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

সূত্র: চ্যানেল24 অনলাইন

শেয়ার করুন

প্রকাশ : এপ্রিল ২, ২০২৩ ৯:০০ অপরাহ্ন
খুকৃবি নীল দলের নতুন কমিটি; সভাপতি আরিফ সাদিক, সাধারণ সম্পাদক তুহিনুল হাসান
ক্যাম্পাস

মুক্তিযুদ্ধ ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর চেতনা, আদর্শ ও মূল্যবোধে উজ্জীবিত খুলনা কৃষিবিশ্ববিদ্যালয় এর শিক্ষকবৃন্দের সংগঠন নীল দল এর কার্যকরী কমিটি ২০২৩-২৪ গঠন করা হয়েছে। রবিবার (২ এপ্রিল, ২০২৩) ১৯ সদস্যের নতুন এই কমিটির ঘোষণা করা হয় ।  কমিটিতে ক্রপ বোটানি বিভাগের মোঃ আরিফ সাদিক পলাশ কে সভাপতি এবং ফার্ম পাওয়ার অ্যান্ড মেশিনারি বিভাগের মোঃ তুহিনুল হাসান কে সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়েছে । এছাড়া সহ-সভাপতি হিসেবে মাইক্রোবায়োলজি অ্যান্ড পাবলিক হেল্থ বিভাগের মোঃজান্নাত হোসেন এবং যুগ্ম-সাধারণ সম্পাদক হিসেবে এগ্রিকালচারাল কেমিস্ট্রি বিভাগের মোঃ রাকিবুল হাসান রাব্বীকে দায়িত্ব প্রদান করা হয়েছে।

বাংলাদেশের মুক্তিযুদ্ধ, স্বাধীনতা এবং হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর চেতনা ও আদর্শ ধারণ, চর্চা এবং প্রচার করা; খুলনা কৃষিবিশ্ববিদ্যালয়, খুলনা-এর কল্যাণে ও উন্নয়নে গঠনমূলক অবদান রাখা, সার্বিক শিক্ষাব্যবস্থা উন্নয়ন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের কল্যাণে ও উন্নয়নে গঠনমূলক অবদান রাখা, অসাম্প্রদায়িক বাংলাদেশ গঠনে সামাজিক ও বুদ্ধিবৃত্তিক আন্দোলন গড়ে তোলা, বিভিন্ন রাষ্টীয় অনুষ্ঠান উদযাপন করা, বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক কাজে অংশগ্রহণ করা ইত্যাদি লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে দৃঢ় প্রত্যয় নিয়ে সকলের ঐক্যমতের ভিত্তিতে এই কমিটি গঠন করা হয়েছে।

২০২৩-২৪ এর পূর্ণাঙ্গ কার্যকরী কমিটি নিম্নরুপ:

শেয়ার করুন

প্রকাশ : মার্চ ৩০, ২০২৩ ৪:৪২ অপরাহ্ন
শেকৃবি হলের ১০ তলা থেকে পড়ে যাওয়া সেই ছাত্রীর মৃত্যু
ক্যাম্পাস

রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) হোস্টেলের ১০ তলা থেকে লাফিয়ে পড়ে আহত সেই ছাত্রী চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে।

আজ বৃহস্পতিবার সকাল পৌনে ৯টায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের আইসিইউতে তিনি মারা যান।

নিহত ওই শিক্ষার্থীর নাম মারিয়া রহমান (২৪)। তিনি নাটোর জেলার গুরুদাসপুর উত্তর নারীবাড়ি গ্রামের ফয়েজ উদ্দিনের মেয়ে। শেরেবাংলা নগর কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদ লেভেল ৩-এর দ্বিতীয় সেমিস্টারের ছাত্রী ছিলেন তিনি। থাকতেন শেখ হাসিনা হলে ৭০৩ নম্বর রুমে।

বিষয়টি নিশ্চিত করে ঢামেক পুলিশ ক্যাম্পের পুলিশ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, ‘মরদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।’

উল্লেখ্য, গত বৃহস্পতিবার সকাল ৯টার দিকে শেকৃবির আবাসিক হলের ১০ তলা থেকে পড়ে গিয়ে গুরুতর আহত হন মারিয়া। গুরুতর আহত অবস্থায় তাকে চিকিৎসার জন্য দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়।

এ বিষয়ে শেকৃবির প্রক্টর ড. মোহাম্মদ হারুন অর রশীদ বলেন, ‘পরিবার থেকে জানতে পেরেছি মেয়েটির দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন।

শেয়ার করুন

প্রকাশ : মার্চ ২৭, ২০২৩ ১১:৩০ অপরাহ্ন
শেকৃবিতে ৪৫ জনের চাকরির সুযোগ
ক্যাম্পাস

প্রতিষ্ঠানের নাম: শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় (শেকৃবি), ঢাকা

পদের বিবরণ

চাকরির ধরন: স্থায়ী

প্রার্থীর ধরন: নারী-পুরুষ

কর্মস্থল: ঢাকা

আরও পড়ুন: ঢাকায় ৩ লাখ বেতনে চাকরির সুযোগ

আবেদনপত্র সংগ্রহ: আগ্রহীরা www.sau.edu.bd এর মাধ্যমে আবেদন করতে পারবেন।

আবেদনের ঠিকানা: রেজিস্ট্রার, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় (শেকৃবি), ঢাকা-১২০৭।

আবেদন ফি: ১-৬ ও ২০-২১ নং পদের জন্য ৫০০ টাকা, ৭-১৯ ও ২২-২৬ নং পদের জন্য ৩০০ টাকা পে-অর্ডার/ব্যাংক ড্রাফট করতে হবে।

আবেদন শুরু: ২৮ মার্চ ২০২৩

আবেদনের শেষ সময়: ১৪ মে ২০২৩

শেয়ার করুন

প্রকাশ : মার্চ ২৬, ২০২৩ ৪:৪৭ অপরাহ্ন
নানান আয়োজনে বাকৃবিতে স্বাধীনতা দিবস পালন
ক্যাম্পাস

নানান আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) মহান স্বাধীনতা দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বিভিন্ন কর্মসূচির আয়োজন করে বিশ্ববিদ্যালয়ের জাতীয় দিবস উদযাপন কমিটি।

রোববার (২৬ মার্চ) সকাল ৭টায় বিশ্ববিদ্যালয়ের মরণসাগর স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন উপাচার্য অধ্যাপক ড. লুৎফুল হাসান। এরপর মহান মুক্তিযুদ্ধের শহীদদের স্মরণে দোয়া ও এক মিনিট নীরবতা পালন করা হয়।

এ সময় জাতীয় দিবস উদযাপন কমিটির সভাপতি ও ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. খান মো. সাইফুল ইসলামের সভাপতিত্বে এবং শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সাংস্কৃতিক, সামাজিক, রাজনৈতিক ও স্বেচ্ছাসেবী সংগঠন মরণসাগর স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় প্রক্টর, সহযোগী ছাত্র বিষয়ক উপদেষ্টা, জাতীয় দিবস উদযাপন কমিটিসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।

দিনের শুরুতে বিশ্ববিদ্যালয়ের সকল অফিস, আবাসিক হল, শিক্ষা প্রতিষ্ঠানে সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। পরে বিশ্ববিদ্যালয়ের স্টেডিয়ামে কুচকাওয়াজ ও শারীরিক কসরত প্রদর্শনীর আয়োজন করা হয়। বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে অবস্থিত স্কুল-কলেজের শিশু কিশোরদের অংশগ্রহণে এই কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। কুচকাওয়াজ ও শারীরিক কসরত প্রদর্শনী শেষে বিজয়ীদের মাঝে পুরষ্কার তুলে দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. লুৎফুল হাসান।

শেয়ার করুন

প্রকাশ : মার্চ ২৬, ২০২৩ ৪:৩১ অপরাহ্ন
স্বাধীনতার চেতনায় করে কাজ করলে দেশ এগিয়ে যাবে: সিকৃবি উপাচার্য
ক্যাম্পাস

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) উপাচার্য অধ্যাপক ডা. মো. জামাল উদ্দিন ভূঁঞা বলেন, স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে উপস্থিতি দেখেই বোঝা যায় আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা স্বাধীনতার চেতনাকে লালন করে। এই চেতনা লালন করে কাজ করলে দেশ এগিয়ে যাবে।

রোববার (২৬ মার্চ) মহান স্বাধীনতা দিবসে মুক্তিযুদ্ধের শহিদদের শ্রদ্ধা নিবেদন শেষে দেয়া বক্তব্যে তিনি একথা বলেন।

উপাচার্য আরও বলেন, ‘মুক্তিযুদ্ধের দীর্ঘ নয় মাসে ত্রিশ লক্ষ শহিদ হয়েছে কিন্তু জাতিসংঘ এখনো তা গণহত্যা হিসেবে স্বীকৃতি দেয়নি। আমাদের প্রধানমন্ত্রী এই স্বীকৃতি নেয়ার জন্য উদ্যোগ নিয়েছেন।’

বক্তব্যে তিনি মুক্তিযুদ্ধের গণহত্যার স্বীকৃতির জন্য প্রধানমন্ত্রীর উদ্যোগের সাথে একাত্মতা পোষণ করেন এবং স্বাধীনতা যুদ্ধের সময় পাকিস্তানি কর্তৃক হত্যাযজ্ঞের নিন্দা জানান।

এর আগে রোববার সকাল ১০টায় স্বাধীনতা দিবস উপলক্ষ্যে উপাচার্যের নেতৃত্বে প্রশাসনিক ভবনের সামনে থেকে একটি শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি ক্যাম্পাসের মূল সড়ক প্রদক্ষিণ করে শহিদ মিনারে গিয়ে শেষ হয়। শোভাযাত্রা শেষে মহান মুক্তিযুদ্ধের শহিদদের স্মরণ করে শহিদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন উপাচার্য অধ্যাপক ডা. মো. জামাল উদ্দিন ভূঁঞা।

শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. সাদ উদ্দিন মাহফুজের সঞ্চালনায় পর্যায়ক্রমে শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণ করেন জাতীয় দিবস উদযাপন কমিটি, ডিন কাউন্সিল, প্রভোস্ট কাউন্সিল, প্রক্টর কার্যালয়, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ, বিভিন্ন আবাসিক হল, শিক্ষক সমিতি, অফিসার পরিষদ, কর্মচারী পরিষদ, গণতান্ত্রিক শিক্ষক পরিষদ, সাদা দল, গণতান্ত্রিক অফিসার পরিষদ, কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ, ল্যাপ্স, বিভিন্ন অনুষদীয় ছাত্র সমিতি, কৃষ্ণচূড়া সাংস্কৃতিক সংঘ, সাংবাদিক সমিতি, প্রাধিকার, আমুস, বাঁধন, পাঠশালা, একুশসহ অন্যান্য সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন।

পুস্পস্তবক শেষে উপাচার্য অধ্যাপক ডা. মো. জামাল উদ্দিন ভূঁঞা সিকৃবির শরীরচর্চা শিক্ষা বিভাগ কর্তৃক আয়োজিত শিশুদের দৌড় প্রতিযোগিতা, শিক্ষার্থীদের প্রীতি ভলিবল ম্যাচ ও শিক্ষক-কর্মকর্তাদের প্রীতি ভলিবল ম্যাচ উপভোগ করেন।

এ সময় সিকৃবির রেজিস্ট্রার, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক, বিশ্ববিদ্যালয়ের প্রক্টরসহ বিভিন্ন স্তরের শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী, সিকৃবি ছাত্রলীগের নেতাকর্মী এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

প্রকাশ : মার্চ ২৪, ২০২৩ ২:৪৬ অপরাহ্ন
ছাদ থেকে লাফিয়ে শেকৃবি শিক্ষার্থীর আত্মহত্যার চেষ্টা
ক্যাম্পাস

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) ১০ তলা বিশিষ্ট কৃষকরত্ন শেখ হাসিনা হলের ছাদ থেকে লাফ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন তৃতীয় বর্ষের এক ছাত্রী। আশঙ্কাজনক অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজের আইসিউতে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার (২৩ মার্চ) সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে।

ঘটনাস্থলে প্রত্যক্ষদর্শী হলের গার্ড পাভেল ভূঁইয়া জানান, হঠাৎ শব্দ শুনে গার্ড রুম থেকে বাইরে গিয়ে দেখি এক ছাত্রী নিচে পড়ে আছে। লাফ দেওয়ার সময় কাঁঠাল গাছের ওপর পড়েছিল, ডাল ভেঙে নিচে পড়েছে। যতটুকু দেখেছি, হাত ভেঙে হাড় বের হয়ে গেছে।

জানা যায়, তিনি কৃষি অনুষদের ২০১৭ শিক্ষাবর্ষের ছাত্রী। অসুস্থতার কারণে সেমিস্টার ফাইনাল পরীক্ষায় নিয়মিত অংশ নিতে পারেনি। যে কারণে তিনি বর্তমানে পরবর্তী ব্যাচের (২০১৯ শিক্ষাবর্ষ) সঙ্গে অধ্যয়ন করছেন। এপ্রিল মাসে লেভেল তিন, সেমিস্টার দুই এর ফাইনাল পরীক্ষা দেওয়ার কথা ছিল তার।

তার সহপাঠীরা জানান, আহত শিক্ষার্থী হতাশায় ভুগছিল ও কিছু বিষয় নিয়ে চিন্তিত ছিল। ওর বেশ কয়েকটি সিটি পরীক্ষা ডিউ (বাকি) ছিল। শুনেছি অনেক স্যাররা ডিউ পরীক্ষাগুলো নেবেন না বলেছেন। এ ছাড়া অসুস্থতার কারণে ক্লাস করতে পারেনি।

এ বিষয়ে কৃষকরত্ন শেখ হাসিনা হলের প্রভোস্ট ড. নাজমুন নাহারের সঙ্গে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলে তাকে পাওয়া যায়নি।

ছাত্র পরামর্শ ও নির্দেশনা পরিচালক অধ্যাপক ড. মো. ফরহাদ হোসাইন বলেন, মেয়েটি ঢাকা মেডিকেলের আইসিউতে আছে। অবস্থা আশঙ্কাজনক। হাত, পা ভেঙে গেছে। প্রচুর ব্লিডিং হয়েছে। আত্মহত্যা চেষ্টার কারণ সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, যতদূর শুনেছি, মেয়েটির ক্লাসে উপস্থিতির হার কম ছিল। পরীক্ষাও বাকি ছিল ৷ এ নিয়ে হতাশায় ছিল।

এ ইস্যুকে কেন্দ্র করে শিক্ষার্থীরা পরীক্ষার চাপ কমানো এবং একাডেমিক কার্যক্রম সংশোধনের জন্য বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে অবস্থান করলে সেখানে প্রক্টর, হল প্রভোস্টসহ বেশ কিছু শিক্ষক উপস্থিত হন।

এ সময় প্রক্টর অধ্যাপক ড. হারুন-অর-রশিদ বলেন, ‘তার (আহত শিক্ষার্থী) ব্যাপারে গুজব ছড়ানো হয়েছে। একাডেমিক কোন চাপের কারণে এমন আত্মঘাতী সিদ্ধান্ত নেয়নি। সেই শিক্ষার্থী বরং পারিবারিক এবং তার পূর্ব মানসিক সমস্যার কারণে এমনটা হয়েছে। তার পরিবারের সঙ্গে কথা বলে আমরা এটাই বুঝতে পেরেছি।’

শেয়ার করুন

বিজ্ঞাপন

ads

বিজ্ঞাপন

ads

বিজ্ঞাপন

ads

বিজ্ঞাপন

ads

বিজ্ঞাপন

ads

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

ads

ফেসবুকে আমাদের দেখুন

ads

মুক্তমঞ্চ

scrolltop