১:৪৭ পূর্বাহ্ন

শুক্রবার, ৮ নভেম্বর , ২০২৪
ads
ads
শিরোনাম
প্রকাশ : জুলাই ৭, ২০২১ ৯:০২ অপরাহ্ন
বগুড়ায় অনলাইনে পশুর হাটে ব্যাপক সাড়া পড়েছে
Uncategorized

করোনা মহামারিতে বগুড়া জেলা প্রাণিসম্পদ দপ্তর এবং উপজেলা প্রানিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালে আগামী পবিত্র ঈদুল আযাহা কে সামনে রেখে তিনটি অনলাইন প্লাটফর্মে কোরবানির পশু বিক্রয়ের জন্য খামারি ও ক্রেতাদের সুযোগ প্রদান করেছেন।প্রানিসম্পদ দপ্তরের তথ্যে থাকা খামারিদের কোরবানি যোগ্য পশু যেমন গরু, ছাগল ইত্যাদি অনলাইনের পেজের মাধ্যমে।অনলাইনে  ঠিকানা, মোবাইল নম্বর ও বিক্রয়যোগ্য পশুর বিবরন সহ পেজে সরবরাহ করা হচ্ছে, এতে ক্রেতাগন তাদের চাহিদা অনুযায়ী নিকটস্হ খামারির সাথে যোগাযোগ করে দাম কষাকাসি করে পছন্দের গরু ক্রয় করছেন।এতে করোনার মহামারিতে স্বাস্হ্যঝুকি নিয়ে খামারি ও ক্রেতাদের বাজারে যেতে হচ্ছে না।এই তিনটি অনলাইন প্লাটফর্মে নিয়োজিত আছেন জেলা প্রানিসম্পদের কর্মকর্তাগন,উপজেলা প্রানিসম্পদ কর্মকর্তা,উপজেলা প্রানিসম্পদ সম্প্রসারন কর্মকর্তা,ইন্টার্নরত ডাক্তার,লাইভস্টক সার্ভিস প্রোভাইডারের সদস্য গণ।নামুজা ইউনিয়নের এক খামারি মোঃ সাইফুল ইসলাম জানান তার খামারে ৫ টি বড় ষাঁড় গরু ছিলো,উপজেলার অনলাইন পশুর হাটের মাধ্যমে বাজারে না গিয়ে খামার হতেই ইতোমধ্যে তার প্রতাশিত দামে ৩ টি বিক্রয় করেছেন,এতে তিনি খুব খশি এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের ধন্যবাদ জানিয়েছেন। এক ক্রেতা আঃহান্নান জানান তিনি অনলাইন প্লাটফরমের কারনে জানতে পারেন তার পার্শ্ববর্তী গ্রামে কোরবানির বিক্রয়যোগ্য গরু আছে,তিনি খামারির সাথে মোবাইলে যোগাযোগ করে, খামারে গিয়ে দাম কষাকষি করে তার পছন্দের গরুটি কিনতে পেড়েছেন,এতে তিনিও খুব খুশি।উপজেলা প্রানিসম্পদ কর্মকর্তা ডাঃ আব্দুস সামাদ জানান-“করোনা মহামারিতে আমাদের এই অনলাইন পশুর হাট কার্যক্রমে, সদর উপজেলায় থাকা কোরবানিযোগ্য পশু ক্রয়-বিক্রয়ের জন্য যেহেতু হাটবাজারে খামারি ও ক্রেতাদের যাওয়া সম্ভব না,সেহেতু আমাদের এই অনলাইন পশুর হাটের মাধ্যমে খামারিরা পশু ক্রয় -বিক্রয় করতে পারছেন,পাশাপাশি খামারি যেমন ন্যায্য মুল্য পাচ্ছেন, ক্রেতাদের তেমন কোন দালালের খপ্পরে পড়তে হচ্ছে না,তারা খামারে গিয়ে তাদের পছন্দের খুশিমত গরু কিনছেন।এতে করে খামারি ও ক্রেতা দুইজনই উপকৃত হচ্ছেন।”

তিনি আরও বলেন-“করোনা মহামারি তে স্বাস্থ্যঝুকি মাথায় রেখে এমন কার্যক্রম সামনেও অব্যহত থাকবে,খামরি ও ক্রেতাদের উদ্দেশ্য বলেন আপনারা এই অনলাইনে পেজগুলোতে সক্রিয় থেকে আপনাদের পশু ক্রয় বিক্রয় করবেন।”

ফেসবুক পেজগুলা হলো

১.পশুর হাট,বগুড়া সদর,বগুড়া
২.বগুড়া পশুর হাট
৩.বগুড়া সদর পশুর হাট,বগুড়া সদর

ফেসবুক পেজের লিঙ্ক-https://www.facebook.com/groups/233328221947959/?ref=share

শেয়ার করুন

প্রকাশ : জুন ৩০, ২০২১ ৯:৩৮ অপরাহ্ন
হাবিপ্রবির নতুন ভিসি ড. এম কামরুজ্জামান
Uncategorized

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ে কৃষি অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. এম কামরুজ্জামান।বুধবার (৩০ জুন) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে।

প্রজ্ঞাপনে নিয়োগের শর্তে বলা হয়, ‘উপাচার্য হিসেবে তার নিয়োগের মেয়াদ চার বছর হবে। তবে প্রযোজ্য ক্ষেত্রে তিনি নিয়মিত চাকরির বয়সপূর্তিতে মূল পদে প্রত্যাবর্তন করে অবসর গ্রহণের আনুষ্ঠানিকতা সম্পাদন শেষে এই মেয়াদের অবশিষ্ট অংশ পূর্ণ করবেন।’

‘উপাচার্য হিসেবে তিনি বর্তমান পদের সমপরিমাণ বেতন ভাতা পাবেন। তিনি বিধি অনুযায়ী পদ সংশ্লিষ্ট অন্যান্য সুবিধা ভোগ করবেন।’

প্রজ্ঞাপনে নিয়োগের শর্তে আরও বলা হয়, ‘বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে সার্বক্ষণিক বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করবেন। রাষ্ট্রপতি প্রয়োজনে যে কোনও সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন।’

শেয়ার করুন

প্রকাশ : মে ২৪, ২০২১ ৩:০৯ অপরাহ্ন
প্রকাশ : এপ্রিল ১৯, ২০২১ ৫:৩৫ অপরাহ্ন
গুচ্ছ পদ্ধতিতে কৃষি বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তি পরীক্ষার কার্যক্রম চূড়ান্ত,পরীক্ষা ৩১ জুলাই,২০২১
Uncategorized

কৃষি বিজ্ঞান বিষয়ে ডিগ্রি প্রদানকারী ৭টি বিশ্ববিদ্যালয়সমূহের গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা গ্রহণের মাধ্যমে ১ম বর্ষ স্নাতক শ্রেণীতে ২০২০-২০২১ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষা গ্রহণের সকল প্রক্রিয়া আজ ১৯ এপ্রিল ২০২১ সোমবার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর ও কেন্দ্রীয় ভর্তি কমিটির আহবায়ক প্রফেসর ড. মোঃ গিয়াসউদ্দীন মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত ভর্তি কমিটির অনলাইন সভায় চুড়ান্ত করা হয়েছে। সিদ্ধান্ত মোতাবেক ভর্তির আবেদন গ্রহণ শুরু হবে ০২ মে ও শেষ হবে ১০ জুন ২০২১। এমসিকিউ পদ্ধতিতে অনুষ্ঠিত ভর্তি পরীক্ষা আগামী ৩১ জুলাই, ২০২১ শনিবার সকাল ১১-৩০ টা থেকে ১২-৩০টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। ভর্তির ফলাফল প্রকাশ হবে ০৫ আগস্ট ২০২১। ভর্তির আবেদনের তারিখসহ ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য জাতীয় দৈনিক পত্রিকা ও বিশ্ববিদ্যালয়সমূহের ওয়েবসাইটে (www.bsmrau.edu.bd) পাওয়া যাবে।

অনলাইনের এ সভায় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. লুৎফুল হাসান, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ শহীদুর রশীদ ভূইয়া, চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. গৌতম বুদ্ধ দাশ, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ মতিয়ার রহমান হাওলাদার, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ শহীদুর রহমান খান এবং পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. স্বদেশ চন্দ্র সামন্ত জুম মিটিং এর মাধ্যমে যুক্ত ছিলেন। এছাড়া আরো যুক্ত ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর তোফায়েল আহমেদ, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) এর পাবলিক বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট বিভাগের পরিচালক মোহাম্মদ জামিনুুর রহমান, বশেমুরকৃবি’র রেজিস্ট্রার মোঃ সিরাজুল ইসলাম তালুকদার, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের আইটি বিশেষজ্ঞ, প্রফেসর ড. মোঃ আলী আশরাফ, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ম্যাথমেটিক্স বিভাগের প্রফেসর মোঃ মুস্তাগিজ বিল্লাহ, শেরোবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের এগ্রিকালচারাল বোটানি বিভাগের প্রফেসর এ. এম. এম. শামসুজ্জামান এবং বশেমুরকৃবি’র আইটি বিশেষজ্ঞ মুহাম্মদ আকরাম হোসেন প্রমূখ।

শেয়ার করুন

প্রকাশ : মার্চ ২৫, ২০২১ ৩:৫৬ অপরাহ্ন
দাকোপে দেশীয় বীজ সংরক্ষণ ও জৈব কৃষি প্রকল্পের ফলাফল জ্ঞাতকরণ সভা
Uncategorized

দাকোপে দেশীয় বীজ সংরক্ষণ ও জৈব কৃষি প্রকল্পের ফলাফল জ্ঞাতকরণ সভা

বাংলাদেশে জীবীকা নির্বাহের প্রধান অবলম্বন কৃষি হওয়ার কারণে বেশীর ভাগ তাদের জীবীকা নির্বাহের জন্য কৃষিখাতের উপর নির্ভরশীল। জনসংখ্যার দ্রুত বৃদ্ধি এবং আধুনিক প্রযুক্তি আবিষ্কারের ফলে, তারা তাদের চাষের কৌশল প্রচলিত পদ্ধতি থেকে প্রযুক্তিগত পদ্ধতিতে রূপান্তর করেছে। এখন তারা বিভিন্ন নতুন জাতের ফসল চাষ করছে। নতুন জাতের ফসল চাষ করার সাথে সাথে ভাল ফলনের জন্য তারা অজৈব সার এবং বিভিন্ন রাসায়নিক পদার্থ ব্যবহার করছে যা পরিবেশের জন্য ক্ষতিকর। বীজ, সার ও রাসায়নিক কীটনাশকের জন্য কৃষকেরা কোম্পানীর উপর পুরোপুরি নির্ভরশীল হয়ে পড়েছে। বাজারে হাইব্রীড বীজের চাপে দিন দিন হারিয়ে যাচ্ছে দেশীয় বীজ, আর কৃষকের উৎপাদন খরচও বেড়েই চলেছে। হাইব্রীড বীজের ফসল উৎপাদনে ব্যবহৃত রাসায়নিক পদার্থ একদিকে যেমন মাটির গুণাগুন ও উর্বরতা নষ্ট করছে, অন্যদিকে মানুষের স্বাস্থ্যের অবনতি ঘটাচ্ছে। দেশীয় বীজ সংরক্ষণ করে পুণঃরায় দেশীয় বীজ ও জৈব কৃষির মাধ্যমেই এই সমস্যার সমাধান করা সম্ভব; বাংলাদেশ এনভায়রনমেন্ট এ্যান্ড ডেভেলপমেন্ট সোসাইটি (বেডস্) ও জাপান এনভায়রনমেন্টাল এডুকেশান ফোরাম (জীফ)-এর আয়োজনে সুন্দরবন উপক‚লীয় এলাকায় স্থানীয় জাতের বীজ সংরক্ষণাগার প্রতিষ্ঠার মাধ্যমে কৃষি ও প্রাণবৈচিত্র্য সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে। এ প্রকল্পের আওতায় ১০৪০ জন কৃষককে ও বিদ্যালয়ের শিক্ষার্থীদের দেশীয় বীজ ও জৈব কৃষির উপর শিক্ষা প্রদান করা হয়েছে। এখানে একটি জনগোষ্ঠীভিত্তিক বীজ সংরক্ষণাগার ও দেশীয় ফসলের নার্সারি করা হয়ে হয়েছে। এ সকল পণ্য বিক্রয়ের জন্য বাজারে একটি বিক্রয়ের স্থান করা হয়েছে যাতে তারা পণ্যের ন্যায্য মূল্য পেতে পায়। কৃষকেরা তাদের উৎপাদিত জৈব পণ্য ঐ স্থানে বিক্রয় করে থাকেন। ইতিমধ্যে এ প্রকল্পের ২ বছর শেষের পথে, এ প্রকল্পের ফলাফল প্রকল্প সম্পৃক্ত ব্যক্তিবর্গের মাঝে উপস্থাপন করা হয়েছে।

দাকোপে দেশীয় বীজ সংরক্ষণ

গত ২৪ মার্চ, বুধবার খুলনা জেলার দাকোপ উপজেলার বাণিশান্তা ইউনিয়নের ইউনিয়নে উত্তর বাণিশান্তা গ্রামে উল্লিখিত প্রকল্পের ফলাফল প্রকল্প সুবিধাভোগী ও সম্পৃক্ত জনগোষ্ঠীর মাঝে উপস্থাপন করা হয়। দেশীয় বীজ দিন দিন বিলুপ্তির পথে এবং রাসায়নিক সার ও কীটনাশক ব্যবহারের ফলে পরিবেশেরও ব্যপক ক্ষতি সাধিত হচ্ছে। এই সমস্যা থেকে পরিত্রাণের জন্য স্থানীয় জনগণকে দেশীয় বীজ ও জৈবিক কৃষিকাজের প্রতি উদ্বুদ্ধ করা হয়। কৃষকেরা এ সভায় বলেন যে, তারা নিজ উদ্যোগে দেশীয় বীজ সংরক্ষণ করা শুরু করবে। উল্লেখ্য যে, দাতা সংস্থা জাপান ট্রাস্ট ফর গ্লোবাল এনভায়রনমেন্ট (জেটিজিই)-এর সহায়তায় বেডস্ ও জীফ এর উদ্যোগে প্রশিক্ষণ কর্মশালার আয়োজিত হয়। এই প্রশিক্ষণ কর্মশালার অংশগ্রহণ করেন ৫০ জন স্থানীয় কৃষক, বেডস্ এর পক্ষ থেকে উপস্থিত ছিলেন জনাবা এম. সাবরিন আহমেদ রতি, কপিল বিশ্বাস, জনাব রজত শুভ্র গাইন, এম. এ. খালেক ও প্রশান্ত দেব।

শেয়ার করুন

প্রকাশ : ফেব্রুয়ারী ১৩, ২০২১ ১২:০৫ পূর্বাহ্ন
রাজশাহীতে মুরগির খামার থেকে ৬জুয়াড়ি আটক!
Uncategorized

মুরগির খামারে জুয়ার আসর। এমনি ঘটনা ঘটেছে রাজশাহীর এয়ারপোর্ট এলাকায়। সেখানে একটি মুরগির খামার থেকে ছয় জুয়াড়িকে আটক করেছে পুলিশ। আজ আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) দিনগত রাত ১টার দিকে নগরীর বায়া বৈরাগীপাড়া থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, বালিয়াডাঙ্গি গ্রামের সেন্টু (৩৭), শিহাব আলী (৩৫), রুবেল হোসেন (২১), বায়া ভোলাবাড়ি গ্রামের তাজরুল ইসলাম (৩৩) বড়বনগ্রাম নতুন চকপাড়া এলাকার সেলিম রেজা (৪০) এবং দক্ষিণ নওদাপাড়া মহল্লার রফিকুল ইসলাম (৩৫)।

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) মুখপাত্র গোলাম রুহুল কুদ্দুস জানান, ‘দীর্ঘদিন ধরে ওই এলাকার মুরগির খামারে জুয়ার আসর বসছে এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালায় পুলিশ। এসময় জুয়া খেলা অবস্থায় তাদের আটক করে ছয় প্যাকেট তাস ও নগদ ৬৭ হাজার ৪০ টাকা জব্দ করা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘আটককৃতদের শুক্রবার (১২ ফেব্রুয়ারি) আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’

শেয়ার করুন

বিজ্ঞাপন

ads

বিজ্ঞাপন

ads

বিজ্ঞাপন

ads

বিজ্ঞাপন

ads

বিজ্ঞাপন

ads

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

ads

ফেসবুকে আমাদের দেখুন

ads

মুক্তমঞ্চ

scrolltop